KKR vs LSG Highlights, IPL 2023 : বিদায়ী ম্যাচেও চোয়াল চাপা লড়াই রিঙ্কুর, তবে বাজিমাত লখনউয়ের
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

চাপের মুখে রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য লড়াই। তবে গুজরাট টাইটান্স ম্যাচের পুনরাবৃত্তি হল না। কেকেআর প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল আগেই। তবে শেষ ম্যাচ জেতার মরিয়া চেষ্টা রিঙ্কুর। জেসন রয়ের ৪৮ রানের ইনিংসের পর রিঙ্কু সিংয়ের ৩৩ বলে ৬৭ রানের ইনিংস। শেষ পর্যন্ত লড়াই করলেন। তবে শেষ হাসি লখনউয়ের। শেষ ওভারের থ্রিলার লখনউ সুপার জায়ান্টস জিতল ১ রানে। এ বারের মতো বিদায় কেকেআরের। তৃতীয় দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টস।
LIVE Cricket Score & Updates
-
তৃতীয় দল হিসেবে প্লে অফে লখনউ
গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসেবে ২০২৩ আইপিএলের প্লে অফে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টস। আগামীকালের মধ্যে চার নম্বর দল নিশ্চিত হয়ে যাবে।
-
আসছে বছর আবার হবে…
পড়ুন বিস্তারিত: রিঙ্কুর অবিশ্বাস্য লড়াইয়েও বিদায়, আসছে বছর আবার হবে…
-
-
রিঙ্কুর অনবদ্য লড়াইয়েও হার কেকেআরের
আরও একটা শেষ ওভারের থ্রিলার। রিঙ্কু সিংয়ের হার না মানা লড়াই। তবে শেষ পর্যন্ত রিঙ্কুর লড়াইয়েও জয় এল না কলকাতা নাইট রাইডার্সের। ১ রানে ম্যাচ জিতে প্লে অফে কেকেআর।
-
অর্ধশতরান রিঙ্কুর
২৭ বলে অর্ধশতরান রিঙ্কু সিংয়ের। ১৮তম ওভারে নবীন উল হককে তিনটি চার ও একটি ছয় হাঁকালেন। ওভারে এল ১৯ রান। শেষ ৬ বলে ২১ রান প্রয়োজন কেকেআরের।
-
লড়ে যাচ্ছেন রিঙ্কু
শেষ ১০ বলে কেকেআরের প্রয়োজন ৩৩ রান। লড়ে যাচ্ছেন রিঙ্কু সিং।
-
-
রান আউট নারিন
দু’রান নেওয়ার তাড়ায় রান আউট হয়ে ফিরলেন সুনীল নারিন।
-
শার্দূলের উইকেট হারাল কেকেআর
যশ ঠাকুরের দ্বিতীয় উইকেট। ৭ বলে ৩ রানে ফিরলেন শার্দূল। ৬ উইকেট হারাল কেকেআর।
-
রাসেলকে ফেরালেন বিষ্ণোই
আন্দ্রে রাসেলকে ফেরালেন রবি বিষ্ণোই। ৯ বলে ৭ রান। বিষ্ণোইয়ের দ্বিতীয় উইকেট।
-
আউট গুরবাজ
যশ ঠাকুর ফেরালেন গুরবাজকে। ৪ উইকেট হারাল কেকেআর। নতুন ব্যাটার আন্দ্রে রাসেল।
-
প্লে অফ থেকে বিদায় কেকেআরের
প্লে অফ থেকে বিদায় কেকেআরের। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে ৭.৫ ওভারে ১৭৭ রান তুলতে হত কেকেআরকে। আনুষ্ঠানিকভাবে আইপিএল থেকে ছিটকে গেল কেকেআর। ম্যাচ জিতলে তা হবে সান্ত্বনার।
-
আউট নীতীশ
রবি বিষ্ণোই দ্বিতীয় সাফল্য দিলেন লখনউকে। ক্রুণালের হাতে নীতীশ রানার ক্যাচ। ৮ রানে ফিরলেন নীতীশ।
-
৬ ওভারে ৬১-১
৬ ওভারে কেকেআরের স্কোর ৬১-১।
-
বড় ধাক্কা কেকেআরের
কৃষ্ণাপ্পা গৌতম প্রথম সাফল্য দিল লখনউকে। দারুণ ছন্দে থাকা ভেঙ্কটেশ আইয়ার ফিরলেন ২৪ রানে।
-
ঝোড়ো সূচনা ওপেনিং জুটির
ইডেনে ঝোড়ো সূচনা ভেঙ্কটেশ আইয়ার ও জেসন রয়ের। দ্বিতীয় ওভারে নবীন উল হকের বলে জোড়া চার ও একটি ছয় হাঁকালেন রয়। ওভারে এল ১৫ রান।
-
রান তাড়ায় নামল কেকেআর
রান তাড়া করতে নামলেন ভেঙ্কটেশ আইয়ার ও জেসন রয়। বল হাতে মহসিন খান। ৮.৫ ওভারে ১৭৭ রানের লক্ষ্যে পৌঁছতে হবে কেকেআরকে।
-
কেকেআরের প্লে অফের আশা ক্ষীণ
নেট রান রেটে আরসিবিকে ছাপিয়ে যেতে হলে কত বলে ১৭৭ রানের লক্ষ্য পার করতে হবে কেকেআরকে?
পড়ুন বিস্তারিত: কেকেআরকে ১৭৭ রানের লক্ষ্য দিল লখনউ, কত ওভারে জিততে হবে?
-
কেকেআর বোলারদের ভালো পারফরম্যান্স
সুনীল নারিন, শার্দূল ঠাকুর ও বৈভব অরোরা ২টি করে উইকেট নিলেন। সবচেয়ে বেশি ৩৮ রান দিয়ে ১ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ১ উইকেট হর্ষিত রানার।
-
২০ ওভারে ১৭৬-৮
২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৭৬ রান তুলল লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ জিততে হলে কেকেআরকে তুলতে হবে ১৭৭ রান।
-
নবীনকে ‘কোহলি’ খোঁচা ইডেন জনতার
নবীন উল হক মাঠে নামতেই স্টেডিয়াম জুড়ে কোহলি…কোহলি চিৎকার। ইডেনের জনতা মনে করিয়ে দিল কোহলির সঙ্গে তাঁর ‘শত্রুতা’র কথা।
-
আউট পুরান
অর্ধশতরানের ইনিংস খেলে ফিরলেন পুরান। ৩০ বলে ৫৮ রান। ৭ উইকেট হারাল লখনউ।
-
পুরানের অর্ধশতরান
ইডেনে অর্ধশতরান নিকোলাস পুরানের। ২৮ বলে ৫০ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের দিন দায়িত্বশীল ইনিংস পুরানের।
-
৬ উইকেটের পতন
আয়ুষ বাদোনিকে ফেরালেন সুনীল নারিন। ২১ বলে ২৫ রান। ৬ উইকেট হারাল লখনউ।
-
১৫ ওভারে ১১৯-৫
১৫ ওভারে লখনউয়ের স্কোর ১১৯-৫।
-
আউট ডি’কক
আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট পেলে কেকেআর। কুইন্টন ডি’কক ফিরলেন বরুণ চক্রবর্তীর বলে। ২৭ বলে ২৮ রান ডি’ককের। পাঁচ উইকেট হারাল লখনউ।
-
ফিরলেন ক্রুণাল
৫ বলে ৯ রান করে আউট ক্রুণাল পান্ডিয়া। লখনউ ক্যাপ্টেনকে ফেরালেন নারিন। ১০ ওভারে ৭৩-৪ লখনউ।
-
আউট স্টইনিস
গুরুত্বপূর্ণ উইকেট হারাল লখনউ। বৈভব অরোরার বলে শূন্য রানে ফিরলেন মার্কাস স্টইনিস।
-
আউট প্রেরক
দ্বিতীয় সাফল্য কেকেআরের। প্রেরক মানকড়কে ফেরালেন বৈভব অরোরা। ২০ বলে ২৬ রান। ৬.৩ ওভারে লখনউ ৫৫-২।
-
পাওয়ার প্লে ওভার শেষ
প্রথম ৬ ওভারে লখনউয়ের স্কোর ৫৪-১।
-
প্রথম সাফল্য কেকেআরের
হর্ষিত রানার বলে শার্দূল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন করন শর্মা। ৫ বলে ৩ রান। লখনউ ২.৩ ওভারে ১৪-১।
-
ম্যাচ শুরু
লখনউয়ের হয়ে ইনিংসের সূচনায় করন শর্মা ও কুইন্টন ডিকক। বোলিংয়ের সূচনায় হর্ষিত রানা।
-
লখনউ সুপার জায়ান্টস একাদশ
ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি কক, প্রেরক মানকড়, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসিন খান।
সাবস্টিটিউট: যশ ঠাকুর, ড্যানিয়েল সামস, যুধবীর সিং, দীপক হুডা, কাইল মেয়ার্স
-
কেকেআর একাদশ
রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
সাবস্টিটিউট: মনদীপ সিং, সূয়াশ শর্মা, অনুকূল রায়, নারায়ণ জগদীশন, ডেভিড উইজে
-
টস আপডেট
ঘরের মাঠে টস জিতলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের।
বিস্তারিত পড়ুন: টস জিতে ফিল্ডিং, মরিচিকার পেছনে কেকেআর
-
রেকর্ডের সামনে রিঙ্কুও
আইপিএলে ৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য রিঙ্কু সিংয়ের প্রয়োজন ২টি বাউন্ডারি।
-
রেকর্ডের সামনে রাসেল
আইপিএলে উইকেটের সেঞ্চুরি থেকে ৪টি উইকেট দূরে রয়েছেন কেকেআরের আন্দ্রে রাসেল। আজ রাসেল টি-২০ ক্রিকেট কেরিয়ারের ৪৫০তম ম্যাচে নামতে চলেছেন। টি-২০ ক্রিকেট কেরিয়ারে ৪০০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য রাসেলের আর চাই ৩টি উইকেট।
-
কার্যত বিদায় কেকেআরের?
কেকেআরের প্লে অফে ওঠার অঙ্ক খুবই কঠিন। ১৩ ম্যাচের তাদের পয়েন্ট সংখ্যা ১২। শেষ ম্যাচ জিতলেও খুব বেশি ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। শুধু জিতলেই হবে না, বিশাল ব্যাবধানে জিততে হবে। ক্রুণাল পান্ডিয়াদের ১০৩ রানের বড় ব্যবধানে হারাতে হবে নাইটদের। যাতে নেট রান রেটের ভিত্তিতে রাজস্থানকে পিছনে ফেলে দিতে পারে।
-
ইডেনে সবুজ মেরুন ঝড়?
কলকাতা এবং মোহনবাগানের ঐতিহ্যকে সম্মান জানাতে আজকের ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে নামতে চলেছেন লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটাররা।
Published On - May 20,2023 6:31 PM





