AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2024: বাঙালির নতুন বছরে ইডেনে নেই কেকেআর? গম্ভীরের টিমকে নিয়ে হঠাৎই সংশয়

কেকেআরের (KKR) পরবর্তী ম্যাচ বুধবার। ভাইজ্যাগে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা। কেকেআরের পরবর্তী হোম ম্যাচ ১৪ এপ্রিল। তারপর রয়েছে ১৭ এপ্রিল ইডেনে নাইটদের ম্যাচ। ওই আইপিএলের (IPL) ম্যাচ নিয়ে আচমকাই সংশয় তৈরি হয়েছে।

KKR, IPL 2024: বাঙালির নতুন বছরে ইডেনে নেই কেকেআর? গম্ভীরের টিমকে নিয়ে হঠাৎই সংশয়
KKR, IPL 2024: বাঙালির নতুন বছরে ইডেনে নেই কেকেআর? গম্ভীরের টিমকে নিয়ে হঠাৎই সংশয়Image Credit: IPL Website
| Edited By: | Updated on: Apr 01, 2024 | 4:41 PM
Share

কলকাতা: জোড়া ম্যাচ জিতে পয়েন্ট টেবলের মগডালে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের (KKR) পরবর্তী ম্যাচ বুধবার। ভাইজ্যাগে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা। কেকেআরের পরবর্তী হোম ম্যাচ ১৪ এপ্রিল। তারপর রয়েছে ১৭ এপ্রিল ইডেনে নাইটদের ম্যাচ। ওই আইপিএলের (IPL) ম্যাচ নিয়ে আচমকাই সংশয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে বিসিসিআইকে এই ম্যাচের তারিখ বদলাতে হবে।

আসলে ১৭ এপ্রিল রাম নবমী। ভারতের বিভিন্ন স্থানে ধুম ধাম করে রাম নবমী পালন করা হয়। বিভিন্ন জায়গায় রাম নবমী উপলক্ষ্যে শোভাযাত্রাও বের হয়। আপাতত জানা গিয়েছে, ১৭ এপ্রিল রাম নবমীর জন্য ভোটের মুখে নিরাপত্তাজনিত কারণে ম্যাচ আয়োজনের ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুলিশ। সিএবিকে চিঠি দিয়ে তা জানিয়েছে কলকাতা পুলিশ। ১৭ তারিখ ইডেনে কেকেআরের হোম ম্যাচ। ওই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

এখনও অবধি বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। যদিও ওই ম্যাচ হতে এখনও দেরি রয়েছে। অবশ্য এর মাঝে শোনা গিয়েছে, বিসিসিআইয়ের পক্ষ থেকে সিএবির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হচ্ছে। এবং বোর্ডের পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুই টিমকে বিষয়টির ব্যাপারে জানানো হয়েছে। যে তেমন পরিস্থিতি তৈরি হলে ম্যাচ ইডেন গার্ডেন্সের জায়গায় অন্যত্র সরতে পারে।

এর আগে যখন আইপিএলের পুরো সূচি ঘোষণা হয়নি, সেই সময় শোনা গিয়েছিল দেশে লোকসভা নির্বাচনের কারণে সরতে পারে বাকি টুর্নামেন্ট। কিন্তু কয়েকদিন আগে বোর্ডের পক্ষ থেকে আইপিএলের পুরো সূচি ঘোষণা হয়েছে। সেই অনুযায়ী দেশের মাটিতেই হচ্ছে সবক’টি ম্যাচ।