KKR vs RR Highlights, IPL 2025: ঘাম ঝরিয়ে ১ রানে জয়ী কেকেআর, শেষ ওভারে যা যা হল…

Kolkata Knight Riders vs Rajasthan Royals Live Score in Bengali: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস রাউন্ড টু। প্লে-অফের দৌড় থেকে বিদায় হয়ে গিয়েছে রাজস্থানের। কেকেআর অক্সিজেনের খোঁজে। KKR বনাম RR ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই লাইভব্লগে।

KKR vs RR Highlights, IPL 2025: ঘাম ঝরিয়ে ১ রানে জয়ী কেকেআর, শেষ ওভারে যা যা হল...
Image Credit source: TV9 Bangla Graphics

May 04, 2025 | 8:37 PM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ইডেন গার্ডেন্সে অক্সিজেনের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছিল কেকেআর। গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচে রাজস্থানকে হারিয়েছিল। তবে এ বার পরিস্থিতি ছিল অন্য। রাজস্থানের হারানোর কিছু ছিল না। তারা তেমনই পারফর্ম করল। শেষ অবধি মাত্র ১ রানে জয় কলকাতা নাইট রাইডার্সের। নজর ছিল তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর দিকে। যদিও ইডেনে রান পেলেন না। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের রুদ্ধশ্বাস ম্যাচের যাবতীয় আপডেট TV9 Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 May 2025 08:05 PM (IST)

    KKR vs RR LIVE: ম্যাচ রিপোর্ট

    একটা থ্রো এত দামি! ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ফিল্ডিং, হৃদস্পন্দন বাড়িয়ে ১ রানে জয়!

  • 04 May 2025 07:13 PM (IST)

    KKR vs RR LIVE: লাস্ট ওভার

    • বোলিংয়ে বৈভব অরোরা। প্রথম বলেই বড় শট খেলার চেষ্টা জোফ্রার। রিঙ্কুর দুর্দান্ত ফিল্ডিং।
    • জোফ্রার সিঙ্গল, ৫ বলে ২০ রান চাই।
    • ৪ বলে ১৯। ছয় মারলেন শুভম দুবে।
    • তিন বলে ১৩ রান চাই রাজস্থানের।
    • শুভম দুবের বাউন্ডারি। খারাপ ফিল্ডিং রাসেলের। ২ বলে ৯ রান চাই।
    • ফুলটস এবং ৬ শুভমের। ইয়র্কারের চেষ্টায় লো ফুলটস।
    • শেষ বলে ৩ রান চাই রাজস্থানের। টেনশনের মুহূর্ত। শেষ দু-রান নেওয়ার চেষ্টা। রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ফিল্ডিং। রান আউট। সিঙ্গল। ১ রানে জয় কলকাতা নাইট রাইডার্সের। প্লে-অফের দৌড়ে সঠিক পথেই থাকল কেকেআর।
  • 04 May 2025 07:05 PM (IST)

    KKR vs RR LIVE: হৃদস্পন্দন কমালেন হর্ষিত!

    রিয়ান পরাগ ক্রিজে থাকা মানে কতটা চাপের সেটা খুব ভালো ভাবেই বুঝতে পারছিলেন কেকেআর সমর্থকরা। অবশেষে সেই রিয়ানকে ফেরালেন হর্ষিত রানা। এবার কিছুটা স্বস্তি। তবে ম্যাচ শেষ না হওয়া অবধি ভরসা নেই! ১৮তম ওভারে মাত্র ৫ রান এবং রিয়ানের উইকেট। কেকেআরের টার্নিং পয়েন্ট এটিই।

  • 04 May 2025 06:35 PM (IST)

    KKR vs RR LIVE: টার্নিং পয়েন্ট!

    মইন আলি ২ উইকেট নিয়ে কেকেআরকে ভরসা দিয়েছিলেন। যদিও ইনিংসের দ্বাদশ ওভারে মইনের বোলিংই না টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পাঁচ ছক্কা মারলেন রিয়ান পরাগ! সব মিলিয়ে ৩২ রান। বরুণের ওভারেও একই আক্রমণাত্মক। চাপ বাড়ছে কেকেআরে।

  • 04 May 2025 06:10 PM (IST)

    KKR vs RR LIVE: আক্রমণাত্মক ফিল্ড সেট

    হেটমায়ার ক্রিজে আসতেই শর্ট লেগ রাখেন, স্লিপে নিজে দাঁড়ান অজিঙ্ক রাহানে। কোনও রকমে বরুণের একটা ডেলিভারি সামলে দেন।

  • 04 May 2025 06:06 PM (IST)

    KKR vs RR LIVE: বরুণ বিউটি, ওভারে দুই!

    দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়েছে ধ্রুব জুরেলের। দুর্দান্ত পারফর্মও করেছিলেন। টেস্ট খেলা প্লেয়ারের ডিফেন্স স্ট্রং হবে এমনটাই প্রত্যাশিত। তবে বরুণ চক্রবর্তীর অনবদ্য ডেলিভারিতে ডিফেন্সও ভাঙল। ৪ উইকেট হারিয়ে চাপে ছিল রাজস্থান রয়্যালস। ঠিক যেন তারই রিপ্লে দেখা গেল। ওয়ানিন্দু হাসারঙ্গাকেও একই ভাবে ফেরালেন বরুণ। ওভারে জোড়া ধাক্কা। রইল বাকি পাঁচ।

  • 04 May 2025 06:03 PM (IST)

    KKR vs RR LIVE: ব্রেক থ্রু

    দুর্দান্ত জুটি গড়েছিলেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। হাফসেঞ্চুরি পেরিয়ে গিয়েছিলেন জুটিতে। ব্রেক থ্রুর অপেক্ষায় ছিল কেকেআর। মইন আলির বোলিংয়ে বড় শটের চেষ্টা। রিঙ্কু সিংয়ের দারুণ ক্য়াচ। মইনের দ্বিতীয় উইকেট।

  • 04 May 2025 05:35 PM (IST)

    KKR vs RR LIVE: দুর্দান্ত ইনিংস নিয়ে কী বললেন রাসেল?

    বয়স সংখ্যামাত্র। ইডেনে দুর্দান্ত ইনিংসের পর কী বললেন আন্দ্রে রাসেল! বিস্তারিত পড়ুন: ইডেনে চার-ছক্কার বন্যা, ৪০৬ দিন পর কেকেআর জার্সিতে রাসেল-ঝড়

  • 04 May 2025 05:32 PM (IST)

    KKR vs RR LIVE: বৈভব বনাম বৈভবে অবিশ্বাস্য ক্যাচ

    ইনিংসের তৃতীয় ডেলিভারিতেই স্ট্রাইক পেয়েছিলেন বৈভব সূর্যবংশী। কেকেআর পেসার বৈভব অরোরার বিরুদ্ধে কভার ড্রাইভে দারুণ বাউন্ডারি। পরের বলটি বড় শট খেলতে চেয়েছিলেন। মিড থেকে লং অনে দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ অজিঙ্ক রাহানের। হাতে সেলাই নিয়েও চোখ ধাঁধানো ক্যাচ ক্যাপ্টেনের।

  • 04 May 2025 05:28 PM (IST)

    KKR vs RR LIVE: বৈভব বনাম বৈভব

    রাজস্থানের হয়ে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। কেকেআরের হয়ে বোলিং ওপেন করছেন বৈভব। বাইশগজে বৈভব বনাম বৈভব।

  • 04 May 2025 05:26 PM (IST)

    KKR vs RR LIVE: ইমপ্যাক্ট হর্ষিত

    ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামলেন হর্ষিত রানা। বোলিং ওপেন করবেন বৈভব অরোরা। স্পিন অপশন রয়েছেন নারিন, মইন এবং বরুণ। প্রয়োজনে রিঙ্কু সিংও পার্টটাইম স্পিন করতে পারেন।

  • 04 May 2025 05:11 PM (IST)

    KKR vs RR LIVE: রিঙ্কু-রাসেল ফিনিশিং টাচ

    রাসেলের পাশাপাশি অনবদ্য রিঙ্কু সিং। ৬ বলে ১৯ রিঙ্কুর। ২০৭ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালসকে। পিচে স্পিনারদের সহযোগিতা রয়েছে। এই স্কোর যথেষ্ট হতে পারে। পাঁচে প্রোমোশন দেওয়া হয় রাসেলকে। শুরুতে ৮ বলে ২ রান। স্পিন সামলে যে বড় ইনিংস খেলতে পারবেন, ভরসা ছিল। এমনটাই জানালেন রাসেল। ১৬ ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি প্লাস স্কোর রাসেলের।

  • 04 May 2025 05:07 PM (IST)

    KKR vs RR LIVE: ওয়াইডের হ্যাটট্রিক

    ইনিংসের শেষ ওভার। রাসেল-আতঙ্কে ওয়াইডের হ্যাটট্রিক আকাশ মাধওয়ালের। এরপর ওয়াইড ইয়র্কারে বল উপরে। যদিও তা নো ম্যান্স ল্যান্ডে পড়ে। সিঙ্গল নেন রাসেল। স্ট্রাইকে রিঙ্কু সিং।

  • 04 May 2025 04:59 PM (IST)

    KKR vs RR LIVE: রাসেল মাসল শুরু

    শুরুতে স্পিনে খাবি খাচ্ছিলেন। পেসার আসতেই বড় শট খেলেন। আর তাতেই আত্মবিশ্বাস। মহেশ থিকসানাকেও ৯৪ মিটারের ছয় মারলেন যে বলই পাওয়া গেল না। হাফসেঞ্চুরির সামনে রাসেল।

  • 04 May 2025 04:46 PM (IST)

    KKR vs RR LIVE: রাসেল পাওয়ার!

    স্পিন জাল ভাঙতেই স্বস্তি রাসেলের। আকাশ মাধওয়ালের বোলিংয়ে দুটো বাউন্ডারি একটি ছয়। ১৬ তম ওভারের শেষ বলে স্লোয়ার বাউন্সারে অস্বস্তিতে পড়লেন। ওয়াইডের জন্য় ডিআরএস রাসেলের। যদিও ডিআরএস ব্যর্থ। কেকেআর ১৩৬-৩। বাকি ৪ ওভারে কত উঠতে পারে!

  • 04 May 2025 04:42 PM (IST)

    KKR vs RR LIVE: স্পিন জালে রাসেল

    এতক্ষণ স্পিনের জালে রাসেলকে বন্দী রেখেছিল রাজস্থান। রঘুবংশী কিছুটা ভরসা দেন। বাকি মাত্র ৫ ওভার। কেকেআর ২০০ অবধি পৌঁছতে পারবে কি না সন্দেহ। তবে পেসার আনায় রাসেল স্বস্তি পেতে পারেন।

  • 04 May 2025 04:32 PM (IST)

    KKR vs RR LIVE: ক্যাপ্টেন টেকস ক্যাপ্টেন

    রিয়ান পরাগের রাউন্ড আর্ম অ্যাকশনে ‘বোকা’ বনলেন রাহানে। রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন। রাহানে সুইপ করার চেষ্টায় কট বিহাইন্ড। ক্রিজে আন্দ্রে রাসেল। ব্যাটিং অর্ডারে প্রোমোশন। দুর্দান্ত ডিফেন্স রাসেলের।

  • 04 May 2025 04:24 PM (IST)

    KKR vs RR LIVE: গিয়ার বদল কখন!

    ১১ ওভার পার। কেকেআরের ১০০-ও পার। হাতে আট উইকেট। কিন্তু সতর্ক ব্যাটিং ক্যাপ্টেন রাহানে ও তরুণ অংকৃষ রঘুবংশীর। মিডল অর্ডার ভরসা দিতে না পারায়ই কি এখনই ঝুঁকি নিতে নারাজ কেকেআর?

  • 04 May 2025 04:07 PM (IST)

    KKR vs RR LIVE: গুরবাজ রাজ ইতি

    এ মরসুমে শুরুর দিকে সুযোগই পচ্ছিলেন না। হাতে গোনা কয়েক ম্যাচে সুযোগ পেয়েছেন। ঘরের মাঠে এ দিন দুর্দান্ত খেলছিলেন। রাহানের সঙ্গে হাফসেঞ্চুরি প্লাস পার্টনারশিপও গড়েন। এরপরই আউট। ৩৫ রানে ফিরলেন গুরবাজ। ক্রিজে রঘুবংশী।

  • 04 May 2025 03:56 PM (IST)

    KKR vs RR LIVE: ফের একই চিত্র!

    রবিবারও ভরছে না গ্য়ালারি! বিস্তারিত পড়ুন: রবিবারের ইডেনে এ কী হাল! হোমগ্রাউন্ডেও ভরসা নেই কেকেআরে?

  • 04 May 2025 03:41 PM (IST)

    KKR vs RR LIVE: হতাশার শুরু!

    দিনের ম্যাচ। সতর্ক শুরু। দু-ওভারে ১৩ রান। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারিতে সুনীল নারিনের উইকেট। ক্রিজে ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। স্লোয়ারে নারিনকে বিট করেন যুধবীর সিং।

  • 04 May 2025 03:33 PM (IST)

    KKR vs RR LIVE: হর্ষিতই ইমপ্যাক্ট?

    এখনও অবধি যা পরিস্থিতি, হর্ষিত রানাকেই ইমপ্যাক্ট পরিবর্ত নামানোর কথা। কিন্তু স্পিনাররা সাহায্য পেলে প্ল্যান বদল হতে পারে?

  • 04 May 2025 03:07 PM (IST)

    KKR vs RR LIVE: টস আপডেট

    পিচ দেখে ড্রাই মনে হচ্ছে। অর্থাৎ ব্য়াটিং সহায়ক। সে কারণেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকোর ক্য়াপ্টেন অজিঙ্ক রাহানের। বিস্তারিত পড়ুন: ইমপ্যাক্টে কে নামবেন হর্ষিত না অনুকূল! জোড়া পরিবর্তন কেকেআরের

  • 04 May 2025 02:57 PM (IST)

    KKR vs RR LIVE: স্পিন না ব্যাটিং!

    পিচে ডার্ক স্পট। কিছুটা ভাঙন। দেখে মনে হচ্ছে স্পিনাররা সাহায্য পেতে পারেন। তবে পুরোপুরি স্পিন ফ্রেন্ডলি নয়, বলাই যায়। পিচ রিপোর্টে স্পিনের অনুমান কেকেআরের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যানের।

  • 04 May 2025 02:40 PM (IST)

    KKR vs RR LIVE: আকর্ষণের কেন্দ্রে!

    মাত্র ১৪ বছরে আইপিএলে খেলা। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। আকর্ষণ বৈভব সূর্যবংশী। বিস্তারিত পড়ুন: ইডেনের ‘গ্যালারি’ থেকে মাঠে নেমে পড়লেন বৈভব সূর্যবংশী, তারপর…

     

  • 04 May 2025 02:30 PM (IST)

    KKR vs RR LIVE: ম্যাচ প্রিভিউ

    ম্যাচ শুরুর আগে একবার দেখে নিন প্রিভিউ। দু-দলের সম্ভাব্য কম্বিনেশন। বিস্তারিত পড়ুন: ছিটকে যাওয়া রাজস্থানের বিরুদ্ধে অক্সিজেনের আশায় কেকেআর

  • 04 May 2025 02:10 PM (IST)

    KKR vs RR LIVE: বৈভব-নীতীশ মজার মুহূর্ত

    আইপিএলে নতুন সেনসেশন বৈভব। তাঁকে নিয়ে সতীর্থরাও মজার মেজাজে। বিস্তারিত পড়ুন: ‘বিরাট ভাইয়েরও এত নেই’, বৈভব সূর্যবংশীকে ‘ব়্যাগিং’ সতীর্থর!

  • 04 May 2025 02:00 PM (IST)

    KKR vs RR LIVE: আজকের ম্যাচেও আতঙ্ক আবহাওয়া

    এখনও অবধি পরিস্থিতি ঠিকঠাক। ম্যাচে কোনও বাধা পড়বে কি না, বলা কঠিন। বিস্তারিত পড়ুন: সূর্যবংশী নন, রবিবার কেকেআরের বড় প্রতিপক্ষ হোমগ্রাউন্ড! রয়েছে কারণ

  • 04 May 2025 01:51 PM (IST)

    KKR vs RR LIVE: রাহানেকে খেলাতে মরিয়া

    ইডেন গার্ডেন্সে আর কিছুক্ষণ পরই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। চোট নিয়েই নামতে মরিয়া কেকেআর ক্যাপ্টেন। বিস্তারিত পড়ুন: নাইট ক্যাপ্টেনের আঙুলে একাধিক সেলাই, ইডেনে রবিবার খেলতে পারবেন রাহানে?