KKR vs SRH, IPL 2021 Match 3 Result: জয় দিয়ে নাইটদের আইপিএল অভিযান শুরু

Apr 12, 2021 | 4:21 PM

KKR vs SRH Live Score in Bengali: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

KKR vs SRH, IPL 2021 Match 3 Result: জয় দিয়ে নাইটদের আইপিএল অভিযান শুরু
সৌজন্যে-কেকেআর টুইটার

Follow Us

আইপিএলে (IPL) রবিবারের মেগা ম্যাচ। চেন্নাইয়ে মুখোমুখি ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান ডেভিড ওয়ার্নার। ১০ রানে এ বারের আইপিএলের প্রথম ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কেকেআর তোলে ১৮৭ রান। রানা-ত্রিপাঠী জুটির লড়াকু ইনিংসের ওপর ভর করে হায়দরাবাদকে ১৮৮ রানের টার্গেট দেয় নাইটরা। কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেছেন নীতিশ রানা (৮০) এবং রাহুল ত্রিপাঠী (৫৩)। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন মনীশ পান্ডে (৬১) ও জনি বেয়ারস্টো (৫৫)।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Apr 2021 11:02 PM (IST)

    ১০ রানে জিতল কেকেআর

    নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে তুলল ১৭৭ রান। ১০ রানে এ বারের আইপিএলের প্রথম ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স।

  • 11 Apr 2021 10:58 PM (IST)

    ১৯ ওভারে হায়দরাবাদ ১৬৬/৫

    এই ওভারে দুটি ছক্কা মেরেছেন আব্দুল সামাদ।


  • 11 Apr 2021 10:53 PM (IST)

    শংকরকে ফেরালেন রাসেল

    ১৮ ওভারে হায়দরাবাদের স্কোর ৫ উইকেটে ১৫০। বিজয় শংকরকে ফেরালেন আন্দ্রে রাসেল। ১১ রান করে মাঠ ছাড়লেন শংকর।

  • 11 Apr 2021 10:49 PM (IST)

    ১৭ ওভারে হায়দরাবাদ ১৪৪/৪

    ১৩ রান এসেছে এই ওভার থেকে।

  • 11 Apr 2021 10:47 PM (IST)

    মনীশের হাফ সেঞ্চুরি

    ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মনীশ পান্ডে।

  • 11 Apr 2021 10:45 PM (IST)

    ১৬ ওভারে হায়দরাবাদ ১৩১/৪

    এই ওভার থেকে এসেছে এক উইকেট ও ১২ রান।

  • 11 Apr 2021 10:43 PM (IST)

    মহম্মদ নবিকে ফেরালেন প্রসিধ

    ১৪ রান করে সাজঘরে ফিরলেন নবি।

  • 11 Apr 2021 10:33 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১১৯ /৩

    ৬ রান এসেছে এই ওভার থেকে।

  • 11 Apr 2021 10:29 PM (IST)

    ১৪ ওভারে হায়দরাবাদ ১১৩/৩

    ১১ রান এসেছে এই ওভার থেকে।

  • 11 Apr 2021 10:27 PM (IST)

    ১৩ ওভারে হায়দরাবাদ ১০৩/২

    এই ওভার থেকে এসেছে ২ রান ও ১ উইকেট।

  • 11 Apr 2021 10:26 PM (IST)

    বেয়ারস্টোকে ফেরালেন কামিন্স

    ৫৫ রান করে সাজঘরে ফিরলেন জনি বেয়ারস্টো।

  • 11 Apr 2021 10:25 PM (IST)

    ১২ ওভারে শতরান

    ১২ ওভারে হায়দরাবাদ দলগত শতরান পূর্ণ করল।

  • 11 Apr 2021 10:18 PM (IST)

    বেয়ারস্টোর হাফ সেঞ্চুরি

    ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন জনি বেয়ারস্টো।

  • 11 Apr 2021 10:17 PM (IST)

    ১১ ওভারে হায়দরাবাদ ৮৯/২

    এই ওভার থেকে এসেছে ১২ রান।

  • 11 Apr 2021 10:11 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৭৭/২

    ৮ রান এসেছে এই ওভার থেকে।

  • 11 Apr 2021 10:04 PM (IST)

    ৯ ওভারে হায়দরাবাদ ৬৯/২

    এই ওভার থেকে এসেছে ৯ রান

  • 11 Apr 2021 10:00 PM (IST)

    ৮ ওভারে হায়দরাবাদ ৬০/২

    এই ওভার থেকে এসেছে দুটি চার ও একটি ছয়।

  • 11 Apr 2021 09:56 PM (IST)

    ৭ ওভারে হায়দরাবাদ ৪৫/২

    ১০ রান এসেছে এই ওভার থেকে।

  • 11 Apr 2021 09:52 PM (IST)

    পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে ওয়ার্নাররা

    ৬ ওভারে হায়দরাবাদ ৩৫/২।

  • 11 Apr 2021 09:47 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৩২/২

    সাকিব আল হাসানের এই ওভারে মনীশ পান্ডে ও জনি বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে একটি চার ও একটি ছয়।

  • 11 Apr 2021 09:44 PM (IST)

    ৪ ওভারে হায়দরাবাদ ২০/২

    এই ওভার থেকে এসেছে ৯ রান।

  • 11 Apr 2021 09:40 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ১১/২

    এই ওভার থেকে এসেছে মাত্র এক রান। এবং এক উইকেট

  • 11 Apr 2021 09:36 PM (IST)

    সাহাকে ফেরালেন সাকিব

    সাকিব আল হাসানের বলে ২.১ ওভারে ফিরে গেলেন ঋদ্ধিমান সাহা।

  • 11 Apr 2021 09:35 PM (IST)

    ২ ওভারে হায়দরাবাদ ১০/১

    এই ওভার থেকে এসেছে এক রান ও এক উইকেট।

  • 11 Apr 2021 09:32 PM (IST)

    ওয়ার্নারকে ফেরালেন প্রসিধ

    ৩ রান করে ফিরলেন অধিনায়ক ওয়ার্নার

  • 11 Apr 2021 09:28 PM (IST)

    ১ ওভারে হায়দরাবাদ ৮/০

    প্রথম ওভারে ঋদ্ধিমানের ব্যাট থেকে এসেছে একটি ছয়

  • 11 Apr 2021 09:24 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নার

  • 11 Apr 2021 09:10 PM (IST)

    হায়দরাবাদের টার্গেট ১৮৮

    কেকেআর নির্ধারিত ২০ ওভারে তোলে ১৮৭ রান।

  • 11 Apr 2021 09:05 PM (IST)

    ১৯ ওভারে কেকেআর ১৭১/৫

    এই ওভার থেকে এসেছে ৯ রান।

  • 11 Apr 2021 08:59 PM (IST)

    ১৮ ওভারে কেকেআর ১৬২/৫

    এই ওভারে ২উইকেট তুলে নিয়েছে হায়দরাবাদ। এসেছে মাত্র ৩ রান।

  • 11 Apr 2021 08:57 PM (IST)

    ফের উইকেট পতন নাইটদের

    পরপর দুই বলে মর্গ্যান ও রানাকে ফেরালেন মহম্মদ নবি।

  • 11 Apr 2021 08:56 PM (IST)

    সেঞ্চুরি হল না রানার

    ৮০ রান করে আউট হলেন নীতিশ রানা।

  • 11 Apr 2021 08:53 PM (IST)

    হায়বাদের জন্য সফল ওভার

    ১৭ ওভারে রশিদ খান ফেরালেন আন্দ্রে রাসেলকে। ৭ রান এসেছে এই ওভার থেকে।

  • 11 Apr 2021 08:50 PM (IST)

    রাসেলকে ফেরালেন রশিদ

    ৫ রান করে মাঠ ছাড়লেন আন্দ্রে রাসেল।

  • 11 Apr 2021 08:47 PM (IST)

    ১৬ ওভারে কেকেআর ১৫২/২

    সফল ওভার হায়দরাবাদের। এই ওভার থেকে এসেছে ৭ রান ও এক উইকেট।

  • 11 Apr 2021 08:44 PM (IST)

    ত্রিপাঠী ফিরলেন সাজঘরে

    হাফ সেঞ্চুরির পরই আউট হলেন রাহুল ত্রিপাঠী। দারুণ ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা। ৫৩ রান করে মাঠ ছাড়লেন রাহুল।

  • 11 Apr 2021 08:42 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১৪৫/১

    এই ওভার থেকে এসেছে তিনটি ৪ ও একটি ছয়। মোট ১৯ রান।

  • 11 Apr 2021 08:42 PM (IST)

    রাহুল ত্রিপাঠীর হাফ সেঞ্চুরি

    আইপিএল কেরিয়ারে ষষ্ঠ হাফ সেঞ্চুরি রাহুল ত্রিপাঠীর।

  • 11 Apr 2021 08:35 PM (IST)

    ১৪ ওভারে কেকেআর ১২৬/১

    এই ওভার থেকে এসেছে ১২ রান। রানার ব্যাট থেকে এসেছে একটি ছয়ও।

  • 11 Apr 2021 08:30 PM (IST)

    ১৩ ওভারে কেকেআর ১১৪/১

    ৯ রান এসেছে এই ওভার থেকে। নাইটদের হয়ে ভালো শুরু রানা-ত্রিপাঠী জুটির।

  • 11 Apr 2021 08:26 PM (IST)

    ১২ ওভারে কেকেআর ১০৬/১

    ক্রিজে রানা-ত্রিপাঠী। এই ওভার থেকে এসেছে ১৩ রান।

  • 11 Apr 2021 08:25 PM (IST)

    কেকেআরের শতরান পূর্ণ

    ১১.৩ ওভারে কেকেআর দলগত শতরান পূর্ণ করল।

  • 11 Apr 2021 08:22 PM (IST)

    ১১ ওভারে কেকেআর ৯২/১

    এই ওভার থেকে এসেছে ৯ রান

  • 11 Apr 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৮৩/১

    প্রথম ১০ ওভারে কেকেআর এক উইকেট হারিয়ে তুলেছে ৮৩ রান। এই ওভার থেকে এসেছে ১৪ রান।

  • 11 Apr 2021 08:17 PM (IST)

    রানার হাফ সেঞ্চুরি

    ১০ ওভারের শেষ বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন নীতিশ রানা।

  • 11 Apr 2021 08:11 PM (IST)

    ৯ ওভারে কেকেআর ৬৯/১

    ক্রিজে রানা-ত্রিপাঠী। এই ওভার থেকে এসেছে ৫ রান।

  • 11 Apr 2021 08:06 PM (IST)

    ৮ ওভারে কেকেআর ৬৪/১

    গিল ফিরে যাওয়ার পর ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী। এই ওভার থেকে এসেছে ১১ রান।

  • 11 Apr 2021 08:03 PM (IST)

    ৭ ওভারে কেকেআর ৫৩/১

    হায়দরাবাদের জন্য সফল ওভার। রশিদ খান নিয়েছেন শুভমন গিলের উইকেট। এই ওভার থেকে এসেছে মাত্র ৩ রান।

  • 11 Apr 2021 08:01 PM (IST)

    নাইট ওপেনার শুভমনকে ফেরালেন রশিদ

    রশিদ খানের গুগলিতে প্রথম উইকেট হারাল কেকেআর। ওপেনার শুভমন ১৫ রান করে মাঠ ছাড়লেন।

  • 11 Apr 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে-তে সফল কেকেআর

    কোনও উইকেট না হারিয়ে ভালো শুরু কেকেআরের। পাওয়ার প্লে-তে নাইটদের স্কোর বিনা উইকেটে ৫০।

  • 11 Apr 2021 07:56 PM (IST)

    কেকেআরের ৫০ রান পূর্ণ

    ৫.৪ ওভারে কেকেআর দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 11 Apr 2021 07:53 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪৫/০

    পঞ্চম ওভারে টি নটরাজনের প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু করেন শুভমন গিল। এই ওভার থেকে এসেছে ১২ রান।

  • 11 Apr 2021 07:48 PM (IST)

    ৪ ওভারে কেকেআর ৩৩/০

    চতুর্থ ওভারে চারের হ্যাটট্রিক নীতিশ রানার। এই ওভার থেকে এসেছে ১৪ রান।

  • 11 Apr 2021 07:44 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ১৯/০

    তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই চার দিয়ে শুরু করেন শুভমন গিল। এই ওভার থেকে এসেছে ৬ রান।

  • 11 Apr 2021 07:40 PM (IST)

    ২ ওভারে কেকেআর ১৩/০

    দ্বিতীয় ওভার থেকে এসেছে ৯ রান। এই ওভারে দুটি চার এসেছে রানার ব্যাট থেকে।

  • 11 Apr 2021 07:34 PM (IST)

    ১ ওভারে কেকেআর ৪/০

    ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই ৪ দিয়ে কেকেআরের এ বারের আইপিএল অভিযান শুরু করলেন নীতিশ রানা।

  • 11 Apr 2021 07:30 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও নীতিশ রানা।

  • 11 Apr 2021 07:13 PM (IST)

    কেকেআরের জার্সিতে অভিষেক হরভজনের

    কেকেআরের জার্সিতে অভিষেক হল হরভজন সিংয়ের। নাইটদের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলবেন ভাজ্জি।

  • 11 Apr 2021 07:12 PM (IST)

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, বরুণ চক্রবর্তী, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা

  • 11 Apr 2021 07:09 PM (IST)

    সানরাইরার্জ হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইরার্জ হায়দরাবাদের প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শংকর, মহম্মদ নবি, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন

  • 11 Apr 2021 07:07 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    আইপিএলে এখনও পর্যন্ত মোট ১৯ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে ১২ বার জিতেছে কেকেআর। ৭ বার জিতেছে হায়দরাবাদ।

  • 11 Apr 2021 07:01 PM (IST)

    টস জিতল হায়দরাবাদ

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার।