কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি গত বারের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আইপিএল (IPL) ফাইনালে অরেঞ্জ আর্মিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তৃতীয় বার ট্রফি জিতেছিল। এ মরসুমে ইডেনেই যাত্রা শুরু করেছিল কেকেআর। শুরুতে হার। এরপর রাজস্থানের বিরুদ্ধে জিতলেও গত ম্যাচে মুম্বইয়ে বিপর্যয়। অন্য দিকে, টানা দু-ম্যাচ হারা সানরাইজার্সের কাছেও ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল। ব্যাটাররা রান পেলেন, বোলিংও দুর্দান্ত। টিম গেমে জয়। ইডেনে দুরন্ত কামব্যাক কেকেআরের। এই ম্যাচের যাবতীয় আপডেট রইল TV9Bangla-র এই লাইভব্লগে।
মুম্বইয়ের কাছে একপেশে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন। ঘরের মাঠে সানরাইজার্সকে ৮০ রানে হারাল কেকেআর। বিস্তারিত রিপোর্ট: থ্রি-স্টার বৈভব-বরুণ, ইডেনে টিম গেমে দুরন্ত ‘নাইট’ রাহানেদের
ছয় উইকেট হারালেও সানরাইজার্স হায়দরাবাদকে ম্যাচে রেখেছিল হেনরিখ ক্লাসেন। তিনি একার হাতেই ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন। বৈভব অরোরা ফেরালেন ক্লাসেনকেও। সপ্তম উইকেট তুলে নিল কেকেআর। অর্ধেক জয় সম্পূর্ণ বলাই যায়।
প্রত্যাশিত ভাবেই ট্রাভিস হেডকে ইমপ্যাক্ট হিসেবে নামাল সানরাইজার্স। তেমনই কেকেআর ইমপ্যাক্ট হিসেবে বৈভব অরোরা। বোলিং ওপেনও করবেন। স্ট্রাইকে হেড। আর এই লড়াইয়ে জিতল কেকেআর। বাউন্ডারিতে শুরু করেছিলেন হেড। পরের ডেলিভারিতেই তাঁকে তুলে নিলেন বৈভব। হর্ষিত রানার দুর্দান্ত ক্যাচ।
ব্যাটিং জ্বলল। অবশেষে ২০০-তে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ইডেনে এই স্কোর যথেষ্ট হবে কি না, বোঝা কঠিন। শিশিরের প্রভাব রয়েছে। কেকেআরের ভরসা এখন বোলিং আক্রমণ।
প্রাইস ট্যাগের চাপ! প্রথম তিন ম্যাচে হতাশার পারফরম্যান্স। অবশেষে হাফসেঞ্চুরির ইনিংস কেকেআর ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারের। স্লগ ওভারে দুর্দান্ত ব্যাটিং ভেঙ্কি ও রিঙ্কুর।
টিকিটের দাম কমলেও তা লখনউ ম্যাচে কার্যকর হবে। আপাতত লখনউ ম্যাচের জন্যই দাম কমেছে টিকিটের। হায়দরাবাদ ম্যাচে পুরনো দামই। এর জন্যই কি গ্যালারির হাল বেহাল? বেশিরভাগ স্ট্যান্ডই ভরেনি। এই ম্যাচে তারকার অভাব নেই। তাতেও গ্যালারির এমন পরিস্থিতি চিন্তারই বিষয়।
কঠিন সময়ে ক্রিজে এসেছিলেন। প্রতি ম্যাচেই ছোট অথচ কার্যকর ইনিংস খেলেছিলেন অংক্রিশ রঘুবংশী। ইডেনে হাফসেঞ্চুরি। যদিও এরপর আর দীর্ঘ হল না তাঁর ইনিংস। আম্পায়ার ক্যাচ চেক করছেন। যদিও কেকেআরের জন্য সুখবর নয়। ফিরলেন রঘুবংশী।
লেগ স্পিনার জিশান আনসারি গতির হেরফের করছিলেন। তাতেই সমস্যায় পড়লেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। ২৭ বলে ৩৮ রানে ফিরলেন রাহানে। রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন। যদিও বল বেলুনের মতো সামান্য় উপরে। কিপারের সহজ ক্যাচ। সার্বিক ভাবে ফিল্ডিং অবশ্য খুব খারাপ সানরাইজার্সের। একাধিক ক্য়াচ মিস হয়েছে। অংক্রিশের ক্য়াচ ফেললেন নীতীশ।
ইনিংসের মাঝপথে অর্থাৎ ১০ ওভারে ২ উইকেটে ৮৪ রান তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুরুটা অস্বস্তির হলেও ধীরে ধীরে ছন্দে দেখাচ্ছে কেকেআরকে। বিশেষ করে রাহানের বিশাল ছক্কার পর চনমনে হয়ে উঠল গ্যালারি।
শুরুতে জোড়া উইকেট হারিয়ে চাপ বেড়েছিল। ঘরের মাঠে কেকেআরকে স্বস্তি দিলেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে ও তরুণ ব্যাটার অংক্রিশ রঘুবংশী। জুটিতে হাফসেঞ্চুরি পার।
মহম্মদ সামি তুলে নিলেন সুনীল নারিনের উইকেট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল নাইটরা।
শুরুতেই ধাক্কা। প্যাট কামিন্স তুলে নিলেন নাইট ওপেনার কুইন্টন ডি’ককের উইকেট।
কেকেআরের হয়ে ওপেনিংয়ে কুইন্টন ডি’কক ও সুনীল নারিন। বোলিংয়ে সূচনায় মহম্মদ সামি।
কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের জন্য আজকের ম্যাচ স্পেশাল। কারণ এটি তাঁর ৫০তম ম্যাচ।
ইডেন গার্ডেন্সে টস জিতলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠালেন অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন। কেমন হল দুই দলের একাদশ? টসের পর কী বললেন দুই দলের অধিনায়করা?
পড়ুন বিস্তারিত – KKR vs SRH Confirmed Playing XI, IPL 2025: টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত সানরাইজার্সের, কেকেআর টিমে বড় চমক
কেকেআরকে তাদেরই ঘরের মাঠে কড়া টক্কর দেওয়ার জন্য তৈরি সানরাইজার্স হায়দরাবাদ।
“𝙒𝙚 𝙠𝙣𝙤𝙬 𝙤𝙪𝙧 𝙨𝙠𝙞𝙡𝙡 𝙨𝙚𝙩𝙨. 𝙒𝙚’𝙡𝙡 𝙨𝙩𝙞𝙘𝙠 𝙩𝙤 𝙤𝙪𝙧 𝙗𝙖𝙨𝙞𝙘𝙨.”#PlayWithFire | #KKRvSRH | #TATAIPL2025 pic.twitter.com/21E4Nwxbu1
— SunRisers Hyderabad (@SunRisers) April 3, 2025
প্যাট কামিন্সরা চাইছেন চলতি আইপিএলে জয়ের সারণিতে ফিরতে। এই পরিস্থিতিতে হায়দরাবাদের কাছে থাকছে আরও একটা টার্গেট। তা ৩০০ রানের। ইডেনেই কি হায়দরাবাদ টিমের হয়ে এই ট্রিপল সেঞ্চুরির ঝড় উঠবে?
পড়ুন বিস্তারিত – SRH, IPL 2025: ইডেনে ৩০০-র ঝড় তুলবে অরেঞ্জ আর্মি? নিজামের শহরের দলের অন্দরে চলছে…
কেকেআরের প্রতিপক্ষ আজ, ইডেনে শুধু কি হায়দরাবাদ? নাকি… প্রথম ম্যাচের পর থেকেই চলছিল ইডেনে পিচ বিতর্ক। এ বারও কি সেই বিতর্ক তাড়া করবে নাইটদের?
পড়ুন বিস্তারিত : KKR, IPL 2025: ইডেনে নিজেদের জালে জড়িয়ে যাবে না তো কেকেআর?
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই ট্রফি ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার কিছুটা হলেও যেন ছন্নছাড়া পরিস্থিতিতে। দু-দলই তিনটি করে ম্যাচ খেলেছে। জয় মাত্র একটিতে। দু-দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই।
পড়ুন বিস্তারিত – KKR vs SRH Playing XI IPL 2025: দুই ফাইনালিস্ট, নানা সমস্যা! কী হতে পারে KKR-SRH কম্বিনেশন?
আর কিছুক্ষণ পর শুরু হবে ইডেনে কেকেআর ও হায়দরাবাদের দ্বৈরথ। সেই ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন আইপিএলের পয়েন্ট টেবলের অবস্থা কেমন। এই মুহূর্তে অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক কারা।
পড়ুন বিস্তারিত – IPL 2025 Points Table: ঘরের মাঠে বিরাটদের হারের পর পয়েন্ট টেবলের ভোলবদল, অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক কারা?
আজ সন্ধেতে কেকেআরের এ মরসুমের দ্বিতীয় হোম ম্যাচ। সামনে প্যাট কামিন্সের হায়দরাবাদ।
পড়ুন বিস্তারিত – IPL 2025, KKR vs SRH Live Streaming: ইডেনে জয়ে ফিরবে নাইটরা? সামনে লড়াকু অরেঞ্জ আর্মি; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH ম্যাচ?