IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কোন সিনেমা দেখলেন শ্রেয়স-বরুণরা?
নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, 'এই সিনেমাটা দেখার জন্য অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম। সিনেমা দেখার সময় আমরা সবাই আবেগতাড়িত হয়ে পড়ি।'
মুম্বই: আজই সন্ধেবেলা ওয়াংখেড়েতে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রীতির দলের বিরুদ্ধে মাঠে নামার আগে একসঙ্গে বসে সিনেমা দেখলেন শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তীরা। কিন্তু কোন সিনেমা? পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে ‘কৌন প্রবীন তাম্বে’ সিনেমা দেখলেন শ্রেয়স আইয়াররা। নাইটদের সঙ্গে স্বয়ং উপস্থিত ছিলেন প্রবীণ তাম্বে। ৪১ বছর বয়সে আইপিএল (IPL) অভিষেক হওয়ার পর যে ক্রিকেটার তাক লাগিয়ে দিয়েছিলেন। সিনেমা শেষের পর শ্রেয়সদের উদ্বুদ্ধও করলেন তাম্বে। বরুণ, নারিনদের এখন স্পিন বোলিং পরামর্শদাতা প্রবীণ। শ্রেয়সদের সঙ্গে বসে নিজের বায়োপিক দেখার পর আবেগতাড়িত হয়ে পড়েন প্রাক্তন স্পিনার। ১ এপ্রিলই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমা ‘কৌন প্রবীণ তাম্বে’। ২০১৪ আইপিএলে ১৫ উইকেট নিয়েছিলেন প্রাক্তন স্পিনার।
সিনেমা শেষ হওয়ার পর নাইট ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রবীণ বলেন, ‘কখনও স্বপ্ন দেখা ছেড়ে দিও না। স্বপ্ন সত্যি হয়।’ কথাটা বলার সঙ্গে সঙ্গেই আবেগতাড়িত হয়ে পড়েন তাম্বে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘এই সিনেমাটা দেখার জন্য অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম। সিনেমা দেখার সময় আমরা সবাই আবেগতাড়িত হয়ে পড়ি। শেষে প্রবীণের ভাষণ আমাদের চোখে জল এনে দেয়।’
“????? ???? ?? ?? ???? ??????, ???? ?? ???? ????” ?
? Scenes from last night as the boys watched the inspiring #KaunPravinTambe at a special screening by @DisneyPlusHS! @legytambe #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/LKjABXk1Qj
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
প্রবীণ তাম্বে প্রত্যেক ক্রিকেটারদের কাছেই এক অনুপ্রেরণা। মহারাষ্ট্রের এই ক্রিকেটার রাজ্য দলের রঞ্জিতে কোনও দিন সুযোগ পাননি। অনেক চেষ্টা আর অপেক্ষার পর ৪১ বছর বয়সে তাঁর স্বপ্ন পূরণ হয়। আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস দলে নেয় তাম্বেকে। আর আইপিএলের আসরে এসেই ক্রিকেটকে চমকে দেন এই লেগস্পিনার। তাঁর পুরো জীবনের কাহিনি নিয়েই এই সিনেমা ‘কৌন প্রবীণ তাম্বে’। সিনেমার পরিচালক জয়প্রদ দেশাই।
আরও পড়ুন: IPL 2022: লখনউয়ের ‘বেবি এবি’-র ছয়ে চোট সিএসকের এক মহিলা সমর্থকের