IPL 2021: আজ জিতলেই প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 07, 2021 | 8:30 AM

আরব দেশে ডু অর ডাই অবস্থাতেই খেলতে এসেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম পর্বে মর্গ্যানের দল ছিল সাত নম্বরে। কিন্তু আরব পর্বে ছবিটা বদলে গেছে। নিজেদের ম্যাচ জয় পাশাপাশি অন্য দলগুলের জয় হারের সমীকরণে ভর করে, শেষ ম্যাচ পর্যন্ত টিকে আছে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে যাওয়ার রাস্তা।

IPL 2021: আজ জিতলেই প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স
IPL 2021: আজ জিতলেই প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স

Follow Us

শারজা: সেমিফাইনাল বলুন বা কোয়ার্টার ফাইনাল। বাস্তব কথাটা হল বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে নক আউট ম্যাচ। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারাতে পারলে আইপিএল (IPL) প্লে-অফ (playoff) পর্বের দরজা খুলবে। হারলে আবর দেশ থেকে খালি হাতে ফেরার টিকিট কাটতে হবে।

আরব দেশে ডু অর ডাই অবস্থাতেই খেলতে এসেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম পর্বে মর্গ্যানের দল ছিল সাত নম্বরে। কিন্তু আরব পর্বে ছবিটা বদলে গেছে। নিজেদের ম্যাচ জয় পাশাপাশি অন্য দলগুলের জয় হারের সমীকরণে ভর করে, শেষ ম্যাচ পর্যন্ত টিকে আছে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে যাওয়ার রাস্তা। এখন অঙ্কটা খুব পরিষ্কার। অফ ফর্মে থাকা সঞ্জু সম্যামসনের রাজস্থান রয়্যালসকে হারাতে পারলেই প্লে-অফে পৌঁছে যাবে মর্গ্যানের দল।

পয়েন্টের বিচারে মুম্বই ও কলকাতা একই জায়গায় দাঁড়িয়ে। রান রেটে এগিয়ে আছে কলকাতা। তাই শেষ ম্যাচ জিতলেই টিকিট পাকা। কারণ, রোহিতদের পক্ষে একটি ম্যাচে কলকাতার রান রেট টপকে যাওয়া সম্ভব নয়। রোহিতদের প্লে-অফে যেতে হলে হারতে হবে শাহরুখ খানের টিমকে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নাইট থিঙ্ক ট্যাঙ্ককে স্বস্তি দিলেন দুই তারকা। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল (Andre Russell) ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। চোট কাটিয়ে শেষ ম্যাচে মাঠে নামতে তৈরি দু’জনই। প্রি-ম্যাচে প্র্যাক্টিসে বেশ ছন্দে দেখাল দু’জনকেই। একটা সমস্যাও আছে। সানরাইজার্সের বিরুদ্ধে সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল দারুণ। রাসেল-লকি ফিরলে সাকিক প্রথম দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে অবশ্য কিছুটা সংশয় আছে। যদিও বাংলাদেশের অল রাউন্ডার নিজের দিকে নয়, তাকিয়ে আছেন দলের জয়ের দিকেই। বলছেন, আমাদের জন্য প্রার্থনা করবেন।

প্রথম পর্বের ম্যাচে রাজস্থানের কাছে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। ৬ উইকেটে জিতেছেল পিঙ্ক আর্মি। তখন আর এখনের মধ্যে যদিও অনেক পার্থক্য। রাজস্থান ক্রমাগত পিছিয়েছে। ধারাবাহিকতার অভাবে ধুঁকেছে। তাই নাইটদের কাজটা খুব বেশি কঠিন নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রকৃত অর্থেই ডু অর ডাই। রাজস্থান কলকাতা ম্যাচটাই ঠিক করে দিতে পারে প্লে-অফের চতুর্থ স্থানটা কে পাবে।

আরও পড়ুন: IPL 2021 Purple Cap: পার্পল ক্যাপের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন রশিদ খান

Next Article