AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KL Rahul: বিরাট কোহলির রেকর্ড ভেঙে সেঞ্চুরি লোকেশ রাহুলের, আইপিএলে পঞ্চম

Delhi Capitals vs Gujarat Titans: আইপিএলে এই নিয়ে পাঁচটি টিমে খেলছেন লোকেশ রাহুল। কখনও স্পেশালিস্ট ব্যাটার। আবার কিপার-ব্যাটার হিসেবেও খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন লোকেশ রাহুল। বাকি দুই ফরম্যাটের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা ক্ষীণ। এ দিনের ইনিংসে আরও একবার সেটা বুঝিয়ে দিলেন।

IPL 2025, KL Rahul: বিরাট কোহলির রেকর্ড ভেঙে সেঞ্চুরি লোকেশ রাহুলের, আইপিএলে পঞ্চম
Image Credit: BCCI
| Updated on: May 18, 2025 | 9:22 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি। আর শতরানের পথে ভাঙলেন বিরাট কোহলির রেকর্ডও। এ মরসুমের শুরুর দিকে দুর্দান্ত ফর্মে ছিলেন লোকেশ রাহুল। সেঞ্চুরিও মিস হয়েছিল অল্পের জন্য। তাঁর ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন হয়েছে। কখনও ওপেন করেছেন, আবার মিডল অর্ডারেও ব্যাটিং করেছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে ডু অর ডাই ম্যাচ দিল্লি ক্যাপিটালসের। ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেন করতে নামেন। একদিক আগলে রাখেন, স্কোরবোর্ডও সচল রাখেন। দুর্দান্ত একটা ইনিংসে ফর্মে ফিরলেন রাহুল।

আইপিএলে এই নিয়ে পাঁচটি টিমে খেলছেন লোকেশ রাহুল। কখনও স্পেশালিস্ট ব্যাটার। আবার কিপার-ব্যাটার হিসেবেও খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন লোকেশ রাহুল। বাকি দুই ফরম্যাটের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা ক্ষীণ। এ দিনের ইনিংসে আরও একবার সেটা বুঝিয়ে দিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হিসেবে ৮ হাজার রানের মাইলফলকে লোকেশ রাহুল। এই রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দখলে।

ভারতীয় ক্রিকেটের কিং বিরাট কোহলি টি-টোয়েন্টি কেরিয়ারে ২৪৩ ইনিংসে ৮ হাজারের মাইলফলকে পৌঁছেছিলেন। লোকেশ রাহুল মাত্র ২২৪ ইনিংসেই সেই রান পেরিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম হলেন। সার্বিক ভাবে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তথা আরসিবির প্রাক্তন তারকা ক্রিস গেইল। ক্যারিবিয়ান কিংবদন্তি মাত্র ২১৩ ইনিংসে ৮ হাজারের মাইলফলক ছুঁয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে।

এ মরসুমে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পাওয়া লোকেশ রাহুল ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্ট্রেট বাউন্ডারিতে দুর্দান্ত একটা ছয় মেরে সেঞ্চুরির কাছে পৌঁছন। এক বলের ব্যবধানে বাউন্ডারি মেরে আইপিএল কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন ৬০ বলে। আইপিএলে সেঞ্চুরির তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর আটটি সেঞ্চুরি রয়েছে। লোকেশ রাহুল করলেন পঞ্চম। পাশাপাশি তিন ভিন্ন দলের হয়ে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন রাহুল। শেষ অবধি ৬৫ বলে ১১২ রানে অপরাজিত থাকেন।