কৌস্তভ গঙ্গোপাধ্যায়
ইডেনে ভারতীয় দল খেলতে এলে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়। তার উপর বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা এলে তো উন্মাদনার পারদ চরচরিয়ে বাড়ে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা হোক বা জিম্বাবোয়ে, ইডেনে ভারতীয় দল খেলতে এলে টিকিটের চাহিদা বরাবরই তুঙ্গে থাকে। শীতের দুপুরে ইডেনের গ্যালারিতে বসে ক্রিকেট উপভোগ করছেন দর্শকরা। বিবেকানন্দের জন্মবার্ষিকীতে রাজ্য জুড়ে ছুটির মেজাজ। তাই যাদবপুর হোক বা সোদপুর, ক্রিকেটের নন্দনকাননে অনেকেই হাজির স্বপরিবারে। একেবারে ফেস্টিভ মুডে সমস্ত বয়সীর দর্শকরা। মাঝে ইডেনে প্রচুর ম্যাচ হলেও, ৬ বছর পর একদিনের ম্যাচ আয়োজিত হচ্ছে। এর মাঝে টিম ইন্ডিয়ার অন্দরেও চমক রয়েছে। কী সেই চমক! বিস্তারিত TV9Bangla-য়।
ভারতীয় দল উঠেছে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে। ক্রিকেটারদের খাবার দাবারের জন্য এমনিতেই আলাদা ব্যবস্থা রাখে বোর্ড। এক এক জায়গায় এক এক রকম জলবায়ু। ভারতীয় দলের সঙ্গে এমনিতেই আলাদা শেফ থাকে। তাতেও সন্তুষ্ট নন রাহুল! এই রাহুল বলতে লোকেশ রাহুল। তিনি ব্যক্তিগত রাঁধুনিকে সঙ্গে করে কলকাতায় খেলতে এসেছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে এমনই খবর। হোটেল থেকে ইডেনে সমস্ত ক্রিকেটারদের খাবার একসঙ্গে এসে পৌঁছলেও, রাহুলের জন্য আলাদা খাবার আসে। ফিটনেসে বাড়তি নজর দিতেই নিজের জন্য আলাদা রাঁধুনিকে সঙ্গে এনেছেন লোকেশ রাহুল।
ভারতীয় দলে বিরাট কোহলি কতটা ফিটনেস ফ্রিক, কারও অজানা নয়। বাকিরাও তাঁকে অনুসরণ করেন। ফিটনেস ট্রেনিং হোক কিংবা ডায়েট। সেই দলে কি নাম লেখালেন লোকেশ রাহুলও! এটা কারও অজানা নয়, লোকেশ রাহুল অনেক বেশি চোট প্রবণ। এ বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। ওয়ান ডে দলে জায়গা ধরে রাখতে ধারাবাহিকতা চাই। সে কারণেই ফিটনেস নিয়ে বাড়তি ভাবনা রাহুলের।
ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার সমর্থকরাও উপস্থিত ইডেনে খেলা দেখতে। গত কয়েক মাসে তীব্র আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। তার মাঝেও দেশের খেলা দেখতে কলকাতায় এসেছেন। এক সমর্থক বললেন, ‘গত ৬ মাস ধরে আর্থিক সংকটে ভুগলেও ভারত সরকারের সৌজন্যে আমরা ঘুরে দাঁড়িয়েছি।’