KL Rahul: কাল ফিটনেস টেস্ট দিয়ে শ্রীলঙ্কায়? রাহুলকে নিয়ে আশা-আশঙ্কায় ভারত

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 03, 2023 | 2:19 PM

দল ঘোষণার সময়ই বলে দেওয়া হয়েছিল, প্রথম দুটো ম্যাচে পাওয়া যাবে না রাহুলকে। পুরনো চোট থেকে প্রায় বেরিয়ে এলেও সামান্য চোট এখনও থেকে গিয়েছে।

KL Rahul: কাল ফিটনেস টেস্ট দিয়ে শ্রীলঙ্কায়? রাহুলকে নিয়ে আশা-আশঙ্কায় ভারত

Follow Us

মুম্বই : ঘরের মাঠে বিশ্বকাপের (World Cup 2023) টিমে তাঁর থাকা নিশ্চিত। শুধু একটাই ব্যাপার নিয়ে এখনও প্রশ্ন থাকছে, কত দ্রুত ফিট হয়ে উঠতে পারবেন তিনি? কাল, ৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেবেন লোকেশ রাহুল (KL Rahul)। এশিয়া কাপের (Asia Cup 2023) টিমে রাখা হয়েছে তাঁকে। কিন্তু দল ঘোষণার সময়ই বলে দেওয়া হয়েছিল, প্রথম দুটো ম্যাচে পাওয়া যাবে না রাহুলকে। পুরনো চোট থেকে প্রায় বেরিয়ে এলেও সামান্য চোট এখনও থেকে গিয়েছে। দ্রুত ফিট হয়ে উঠবেন, এই আশার কথা শুনিয়েছিলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর। এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে টিমে রাখা হয়নি। নেপালের বিরুদ্ধে খেলবেন না। যদি ফিট হয়ে ওঠেন রাহুল, এশিয়া কাপের সুপার ফোরে দেখা যাবে তাঁকে। সেই সম্ভাবনা ক্রমশ প্রবল হয়ে উঠছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাহুল যে ফিট হয়ে উঠেছেন, তা এনসিএ-র একটি সূত্র জানিয়ে দিচ্ছে। তাঁর কথায়, ‘ও মোটামুটি ফিট। আশা করি শ্রীলঙ্কা উড়ে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাবে।’ ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের টিম ঘোষণা করবে বিসিসিআই। ১৫ জনের দল ঘোষণা করা হবে। কিন্তু এশিয়া কাপে ১৮ জনের ভারতীয় টিম পাঠানো হয়েছে। স্ট্যান্ডবাই কিপার হিসেবে টিমে রয়েছে সঞ্জু স্যামসন। রাহুল ফিট হয়ে উঠছেন, এর অর্থই হল, বিশ্বকাপের টিমে সঞ্জুর জায়গা হবে না। তার মধ্যে এশিয়া কাপের প্রথম ম্যাচে ঈশান কিষাণ পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন। মিডল অর্ডারে তাঁকে যে ব্যবহার করতে পারে টিম, বুঝিয়ে দিয়েছেন। কিপার-ব্যাটার হিসেবে যদি রাহুল যদি না খেলতে পারেন, চোট পেয়ে বসেন, তা হলে ঈশানকেই তাঁর পরিবর্তে খেলাতে পারবে টিম ম্যানেজমেন্ট। আর তাই সঞ্জুর ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সম্ভাবনা কার্যত রইল না।

সব কিছুর উর্ধ্বে উঠে এখনও রাহুলকে নিয়ে খানিকটা চিন্তা থেকে গিয়েছে টিম ম্যানেজমেন্টের। চোটমুক্ত হলেও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থাকছে। এশিয়া কাপে কয়েকটা ম্যাচ পাবেন নিজের ফর্ম প্রমাণ করার। কিন্তু তা কি যথেষ্ট? যদিও গত দু’বছরে মিডল অর্ডারে সবচেয়ে সফল ব্যাটার লোকেশ রাহুলই। কিন্তু ফর্মে না থাকলে ভারতীয় টিমের চিন্তা বাড়িয়ে দেবেন।

Next Article