বিরাট কোহলি কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন? প্রশ্নটা তুলেছিলেন সুনীল গাভাসকর। যদিও কিছুটা বিদ্রুপের সুরেই বলেছিলেন। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম চার টেস্টে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। অনেকেই মনে করেছিলেন, ধরমশালা টেস্টে ফিরতে পারেন কিং কোহলি। পঞ্চম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। তাতে নেই বিরাট কোহলির নাম। রাঁচি টেস্টের পরই গাভাসকর মন্তব্য করেছিলেন, ‘বিরাট এই সিরিজে তো খেলেনি, আইপিএলে খেলবে?’ এ বার প্রশ্ন উঠছে, বিরাট খেললেও ফাফ ডুপ্লেসির সঙ্গে আরসিবিতে তিনিই ওপেন করবেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আগামী ২২ মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ। পূর্ণ সূচি অবশ্য প্রকাশিত হয়নি। দেশে সাধারণ নির্বাচন রয়েছে। আপাতত প্রথম দু-সপ্তাহের সূচি ঘোষণা হয়েছে আইপিএলের। উদ্বোধনী ম্যাচে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখনও অনেকটা সময়। আশা করা যায়, আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে বিরাট কোহলিকে। যদিও বিরাট ওপেন করবেন কিনা, এ নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার।
ইউটিউব চ্যানেলে দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, ‘দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাদ দিলে, ফাফ ডুপ্লেসি সেই অর্থে ফর্মে নেই। বিরাট কোহলিও দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে। আফগানিস্তান সিরিজের পর আর খেলেননি বিরাট। এই পরিস্থিতিতে বিরাট ও ফাফ ওপেনিং করলে সমস্যা হতে পারে। আমার মনে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনিং কম্বিনেশনে বদল হবে।’
আইপিএলের গত সংস্করণে ব্যাটিং সমস্যায় ভুগেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওপেনিংয়ে দুর্দান্ত পারফর্ম করছিলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। যদিও মিডল ও লোয়ার অর্ডারে রান করার লোকের অভাব টের পাওয়া গিয়েছে। এ বার কোনও পরিবর্তন হয় কিনা, সে দিকেই নজর।