পুনে: চলতি আইপিএলে (IPL 2022) টানা পাঁচ ম্যাচে হারার পর, জয়ে ফেরা নাইটদের এখন একটাই লক্ষ্য হাতে থাকা বাকি ৪টে ম্যাচেই নিজেদের উজাড় করে দেওয়া। আজ পুনের মাঠে পয়েন্ট টেবলের সেকেন্ড বয়দের বিরুদ্ধে নামবে কিং খানের দল। শ্রেয়সের দলের কাছে আগামী ৪টে ম্যাচই মরণ বাঁচন ম্যাচ। ওই ম্যাচগুলোর সবকটাতে জিতলে তবে কেকেআরের (KKR) প্লে অফে ওঠার সম্ভাবনা তৈরি হবে। তবে বেগুনি শিবিরের শনিরাতের প্রতিপক্ষ বেশ কঠিন। টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে লখনউ সুপার জায়ান্টসদের। তবে পুনের মাঠে কোনও ভুলচুক করতে চায় না নাইটরা। আজ লখনউয়ের মুখে নামার আগে টিভি নাইন বাংলায় দলের পরিস্থিতির কথা তুলে ধরলেন নাইটদের ওপেনিং ব্যাটার অভিজিৎ তোমার (Abhijeet Tomar)।
অভিজিৎ তোমার: লখনউয়ের বিরুদ্ধে আজ ম্যাচ রয়েছে আমাদের। পাশাপাশি যে চারটে ম্যাচ আমাদের বাকি রয়েছে, তার মধ্যে ২টো ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। শেষ জয়টা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। পরের জয়টাও আমাদের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। লখনউ পয়েন্ট টেবলে উপরের দিকে রয়েছে। ওরা ভালো ক্রিকেটও খেলছে। ফলে লখনউয়ের বিরুদ্ধে জয়টা দলের কাছে বুস্টারের মতো কাজ করবে।
অভিজিৎ তোমার: এটাই আমার আইপিএলে প্রথম বছর। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমি উৎসুক ছিলাম। এখনও অবধি আমার আইপিএল সফরটা বেশ ভালো। আমাদের হাতে এখনও ম্যাচ বাকি রয়েছে। ফলে দলের পরিস্থিতিও ভালো। টিম ম্যানেজমেন্ট আমার পাশে দাঁড়িয়েছে। দলের কেউ আমাকে এমনটা মনে করতে দেয়নি, যে আমি প্রথম বার আইপিএলের মঞ্চে এসেছি।
অভিজিৎ তোমার: আমার মনে হয় লখনউয়ের সব থেকে বড় শক্তি ওদের ক্যাপ্টেন। আসলে আইপিএলে প্রথম বার খেলা বা অনেক বছর ধরে খেলে আসাটা বড় কথা নয়। আসল বিষয়টা হল দলের কম্বিনেশন ঠিক থাকা। সৌভাগ্যবশত শুরু থেকেই লখনউয়ের টিম কম্বিনেশনটা কাজে লেগে গিয়েছে। আর ওতে ভর করেই একের পর এক ম্যাচে ওরা জিতে এসেছে।
অভিজিৎ তোমার: কেএল রাহুলের কথা বললে বলা ভালো, শুধু এই মরসুমেই নয়, বেশ কয়েক মরসুম ধরে তিনি আইপিএলে ভালো খেলে চলেছেন। কেকেআরকে নিজেদের শক্তিকে নিয়ে খেলতে হবে। পুনের মাঠ আমাদের ফায়দা দিতে পারে। পুনের মাঠে গত ম্যাচে জিতেছিলাম আমরা। তাই এই ম্যাচটাতেও আমাদের জেতার সম্ভাবনা রয়েছে।
অভিজিৎ তোমার: একদিক থেকে এটা বলা যায় হ্যাঁ। প্লেয়িং ইলেভেনে যাঁরা রয়েছেন, তাঁরা সকলেই জানেন তাঁদের কী দায়িত্ব পালন করতে হবে। ফলে বলাই যায়, ধীরে ধীরে আমরা ওই কম্বিনেশনটা খুঁজে পেয়েছি।
অভিজিৎ তোমার: পুনের উইকেট যেমন আচরণ করে, সেই দিক থেকে বলতে গেলে আমার মনে হয় আমাদের ফাস্ট বোলার ও লখনউয়ের ওপেনারদের মধ্যে লড়াইটা দেখার মতো হবে। রবি বিষ্ণোই নিঃসন্দেহে ভালো বোলিং করে। কিন্তু আমাদের মিডল অর্ডারের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে ভালোই খেলেন। তাই আমি উমেশ ভাই বনাম লখনউয়ের ওপেনারদের লড়াইটা দেখার জন্য অপেক্ষায় থাকব।