দীপঙ্কর ঘোষাল : চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষ হলে একটা চিত্র এখন কমন। ধোনির পাঠশালা। তাঁকে ঘিরে ধরে থাকেন অনেকেই। তরুণ ক্রিকেটার হোক কিংবা অভিজ্ঞ। শেখার ইচ্ছে যাঁদের থাকে, ধোনিকে কাছে পেলে সুযোগ ছাড়েন না। ইডেনে ম্যাচ শেষেও দেখা গেল একই চিত্র। রবিবার অবশ্য ইডেন গার্ডেন্স হয়ে দাঁড়িয়েছিল ‘মাহি গার্ডেন্স’। ভরদুপুর থেকে মধ্যরাত। ইডেন চত্বরে মাহি ম্যানিয়া। গ্যালারি যেভাবে সারাক্ষণ ধোনিকে সমর্থন করে গেল, ম্য়াচটা কেকেআরের হোম গেম, বিশ্বাস করা দায়। মাহির মুখেও তাই কলকাতা এবং গ্যালারির প্রশংসা ঝড়ে পড়ল। ম্যাচের পর সঞ্চালক তাঁকে জিজ্ঞেস করেই ফেলেন, গ্যালারি দেখে মনে হচ্ছিল চিপকে খেলা হচ্ছে। এরপরই নানা কথা ধোনির মুখে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ধোনি বলেন, ‘এতটা সমর্থনের জন্য ধন্যবাদ। প্রচুর সমর্থক এসেছে। যেন ঘরের মাঠে খেললাম। তবে আমি নিশ্চিত, এখানে এরপর কেকেআর যে ম্যাচ খেলবে, গ্যালারি কেকেআরকেই সমর্থন করবে।’ এরপর চলল ম্যাচ প্রসঙ্গ। বলেন, ‘আমাদের বোলাররা খুবই ভালো পারফর্ম করছে। পুরো ম্যাচেই কেকেআরের ওপর চাপ ধরে রেখেছি। আর যদি ওদের ব্যাটিং লাইন আপের কথা বলেন, অনেক বিগ হিটার রয়েছে। তাদের সম্মান দিতেই হবে। সব কিছু সহজ রাখার চেষ্টা করেছিলাম।’
আরও একটা বিধ্বংসী ইনিংস খেলেন অজিঙ্ক রাহানে। আইপিএলের মিনি অকশনে রাহানেকে নিয়ে টেবলে কোনও ঝড় ওঠেনি। প্রথম রাউন্ডে অবিক্রীতই ছিলেন। দ্বিতীয় রাউন্ডে তাঁকে নেয় চেন্নাই সুপার কিংস। সীমিত ওভারে অনেক আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। টেস্টেও ব্রাত্য রাহানে। তাঁকে চেন্নাই সুপার কিংস নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। সেই রাহানেই ইডেনে ২৯ বলে ৭১ রানের ইনিংস খেললেন। রাহানে প্রসঙ্গে ধোনি বলেন, ‘যখন কারও দক্ষতা সম্পর্কে জানা আছে, তাকে তার মতোই খেলতে দেওয়া উচিত।’ রাহানের সেই স্বাধীনতা থাকায় একের পর এক উপযোগী ইনিংস উপহার দিচ্ছেন, বলাই যায়।