KKR vs CSK, Ajinkya Rahane : মাঠের বাইরেও কেকেআরকে ধুয়ে দিলেন রাহানে!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 24, 2023 | 5:02 AM

Kolkata Knight Riders vs Chennai Super Kings Post Match : প্রাক্তন দলের বিরুদ্ধে এমন একটা ইনিংস। এটা কি ব্য়াট হাতে জবাব? রাহানে ঘুরিয়ে জবাব দিলেন, 'এটা আপনারা বলতে পারবেন। আপনারাই সিদ্ধান্ত নিন! আমার কাছে গুরুত্বপূর্ণ, সিএসকের হয়ে ভালো পারফর্ম করা। ব্য়াটই আমার হয়ে কথা বলবে। এই ম্য়াচে যে ভাবে খেলেছি, দল জিতেছে, আমি তাতেই খুশি।'

KKR vs CSK, Ajinkya Rahane : মাঠের বাইরেও কেকেআরকে ধুয়ে দিলেন রাহানে!
Image Credit source: twitter, PTI

Follow Us

দীপঙ্কর ঘোষাল : ক্রিজে যিনি ব্যাট করছেন, সত্যিই অজিঙ্ক রাহানে তো? কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সিএসকে ইনিংস দেখে এই প্রশ্নটাই জেগে উঠছিল। কখনও জমি ঘেসা শটে বল বাউন্ডারিতে পাঠাচ্ছেন, কখনও বা হাফ পুল ফেন্সিং পার করছেন। স্কুপ খেলছেন, আবার রিভার্স স্কুপও। স্টেপ আউট করে সাইটস্ক্রিনের ছয় মারছেন। এ কোন রাহানে! একটা সময় ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা জুটেছিল। অথচ টেস্ট টিম থেকেও বাদ পড়েন রাহানে। জাতীয় দলের নির্বাচকরা বলেছিলেন, দরজা খোলা আছে। এরপর ভারত বেশ কিছু টেস্ট খেললেও রাহানের সুযোগ হয়নি। দরজা ‘খোলা’ থাকলেও দলে ঢোকার পাস মেলেনি রাহানের। আইপিএলের মিনি অকশনেও তাঁকে নিয়ে মাতামাতি হয়নি। অথচ এ বারের আইপিএলে একের পর এক চোখ জুড়োনো ইনিংস। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন অজিঙ্ক রাহানে। ইডেনে প্রাক্তন দলের বিরুদ্ধে ২৯ বলে ৭২ রানের ইনিংস! স্ট্রাইকরেট প্রায় ২৪৫! রাহানের নতুন সংস্করণ? সাংবাদিক সম্মেলনে কী বললেন ম্যাচের সেরা অজিঙ্ক রাহানে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেকেআরের বিরুদ্ধে বলেই কি এতটা আগ্রাসী ব্য়াটিং? হাসি আটকাতে পারলেন না খোদ জিঙ্কসও। বলছেন, ‘প্রতিটা ইনিংসই উপভোগ করছি। যদিও সেরা ইনিংসটা এখনও বাকি আছে। প্রেজেন্টেশনেও এই কথাটা বলেছি। ব্য়াটিংয়ে যে ছন্দে রয়েছি, সেটা ধরে রাখতে চাই। দলের জন্য অবদান রাখতে চাই। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ভাবছি না। ধারাবাহিকতা দেখাতে পারলে খুশি হব।’

এই রাহানে কি নতুন? স্কুপ, রিভার্স স্কুপ খেলছেন। অথচ এক বছর আগেও (কেকেআরে ছিলেন) আমরা কল্পনা করতে পারতাম না। রাহানের এই পরিবর্তনের টার্নিং পয়েন্ট কী? উত্তর দিতে খুব বেশি সময় লাগল না। নাম না করেই কেকেআরকে ধুয়ে দিলেন। সিএসকে ব্য়াটারের কথায়, ‘টার্নিং পয়েন্ট এটাই যে, এখানে আমি খেলার সুযোগ পাচ্ছি। এক বছর কিংবা দু-বছর আগের কথা যদি বলি, আমি খেলার সুযোগ পাচ্ছিলাম কই! খেলার সুযোগ না পেলে নিজের দক্ষতা কীভাবে দেখাতে পারবো? আমি কোন কোন শট খেলতে পারি, নিয়মিত সুযোগ না পেলে তা দেখানো সম্ভব নয়। সিএসকে আমাকে দলে নেওয়া প্রচণ্ড খুশি হয়েছিলাম। মাহি ভাইয়ের নেতৃত্বে খেললে, অনেক বেশি সুযোগ পাওয়া যায়। একজন প্লেয়ার, ব্য়াটসম্য়ান হিসেবে অনেক কিছু শেখার সুযোগ থাকে। উন্নতি করার জায়গা থাকে। এই ফরম্য়াট যে ভাবে উন্নতি করছে, ব্য়ক্তিগত ভাবেও উন্নতি প্রয়োজন। প্রস্তুতি একই রয়েছে। নজর থাকতো, এক-দুটো শটে উন্নতি করার। সিএসকে আমাকে সুযোগ দিয়েছে, তাই আমি সেই শট গুলো দেখাতে পারছি।’

দীনেশ কার্তিক যেভাবে গত মরসুমে খেলে জাতীয় দলে ফেরার রাস্তা করেছিল, আপনারও কি এমন কিছু…? ‘সবাই আমাকে নিয়ে আলোচনা করছে, জেনে ভালো লাগে। তবে আমি এত দূরের বিষয় নিয়ে ভাবি না। আমার নজর প্রতিটা ম্য়াচে থাকে। এই মুহূর্তে আমার লক্ষ্য সিএসকের হয়ে ভালো পারফর্ম করা।’

প্রাক্তন দলের বিরুদ্ধে এমন একটা ইনিংস। এটা কি ব্য়াট হাতে জবাব? রাহানে ঘুরিয়ে জবাব দিলেন, ‘এটা আপনারা বলতে পারবেন। আপনারাই সিদ্ধান্ত নিন! আমার কাছে গুরুত্বপূর্ণ, সিএসকের হয়ে ভালো পারফর্ম করা। ব্য়াটই আমার হয়ে কথা বলবে। এই ম্য়াচে যে ভাবে খেলেছি, দল জিতেছে, আমি তাতেই খুশি।’ ইডেনের গ্য়ালারি দেখে মনে হচ্ছিল, সিএসকের হোম ম্যাচ। ইডেনের পরিবেশ নিয়ে বলবেন? টটিমে মহেন্দ্র সিং ধোনি থাকলে এমনটাই হয়। বিমানবন্দরের বাইরে হোক বা টিম হোটেল। এ সবই মাহি ভাইয়ের জন্য়। দেখতে ভালো লাগে। যেখানেই যাই, সিএসকের প্রচুর সমর্থক। আমরা খুব ভাগ্যবান, মাহি ভাইয়ের ক্য়াপ্টেন্সিতে খেলার সুযোগ পাচ্ছি। যে কোনও মাঠেই সিএসকের সমর্থক থাকলে, প্লেয়ার হিসেবে আত্মবিশ্বাস বাড়ে।’

Next Article