KKR vs LSG : ‘রিঙ্কু কেন স্পেশাল, এই ম্যাচেও দেখিয়ে দিয়েছে’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 21, 2023 | 12:10 AM

Kolkata Knight Riders vs Lucknow Super Giants Post Match : অল্পের জন্য লখনউয়ের মুখের গ্রাস কেড়ে নিচ্ছিলেন রিঙ্কু সিং। এর আগে আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। বোলার ছিলেন যশ দয়াল। এ বার বোলার যশ ঠাকুর।

KKR vs LSG : ‘রিঙ্কু কেন স্পেশাল, এই ম্যাচেও দেখিয়ে দিয়েছে’
Image Credit source: IPL

Follow Us

দীপঙ্কর ঘোষাল : ‘হম তো ডুবেঙ্গে সনম, তুমকো ভি সাথ লেকে ডুবেঙ্গে’। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগে এমনই মন্তব্য করেছিলেন তৎকালীন আফগান অধিনায়ক গুলবদিন নায়েব। এ দিন রিঙ্কু সিংও যেন এমনই মেজাজে ছিলেন। দলের প্লে-অফের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। উল্টোদিক থেকে পরপর উইকেট হারাচ্ছিল কেকেআর। রিঙ্কু সিং পুরো মরসুমের মতোই লক্ষ্যে অটুট। একা কুম্ভ হয়ে দাঁড়ালেন। কেকেআর শেষ অবধি মাত্র ১ রানে হারে। তবে লখনউ শিবিরে প্রবল চাপের পরিস্থিতি তৈরি করেছিলেন রিঙ্কু সিং। এই ম্যাচে কেকেআর জিতলে তারা প্লে-অফে যেতে না পারলেও রাস্তা কঠিন হত লখনউ সুপার জায়ান্টসের। সেক্ষেত্রে মুম্বই এবং আরসিবির মধ্যে কোনও একটা টিমকে হারতেই হত। যদিও মাত্র ১ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু রিঙ্কু শেষ বল অবধি লড়াই করলেন। মাত্র ৩৩ বলে অপরাজিত ৬৭ রান। পুরো মরসুমে ১৪ ম্যাচে ৪৬৭ রান রিঙ্কু সিংয়ের। একটাই আপশোস, দল প্লে-অফে যেতে পারল না। ম্যাচ শেষে কী বলছেন লখনউ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অল্পের জন্য লখনউয়ের মুখের গ্রাস কেড়ে নিচ্ছিলেন রিঙ্কু সিং। এর আগে আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ সেটি। বোলার ছিলেন যশ দয়াল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। এ বার বোলার যশ ঠাকুর। শেষ ওভারের প্রথম বলেই রিঙ্কুকে স্ট্রাইক দেন বৈভব। শেষ পাঁচ বলে ২০ রান তাঁর পক্ষে অসম্ভব ছিল না। মরিয়া লড়াই করলেন রিঙ্কু। মাত্র ১ রানে হার। লখনউ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও প্রশংসায় ভরিয়ে দিলেন রিঙ্কুর লড়াইকে। তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘অবশ্যই সন্তুষ্ট।’

রিঙ্কু প্রসঙ্গে বলেন, ‘রিঙ্কু এ বছর স্পেশাল। রিঙ্কু এই ম্যাচেও দেখিয়ে দিয়েছে কেন ও স্পেশাল। শেষ দিকে বোলারদের শুধু বোঝাচ্ছিলাম, প্রতিটা বল ধরে এগোও। সহজ বল দিও না।’ গত মরসুমেই আইপিএল অভিষেক হয় লখনউয়ের। টানা দ্বিতীয় বার প্লে-অফে। নিয়মিত অধিনায়ক লোকেশ রাহুল চোটে ছিটকে গিয়েছেন। ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্তেব এ বারও প্লে-অফ নিশ্চিত করল। সতীর্থদেরই কৃতিত্ব দিচ্ছেন ক্রুনাল।

Next Article