Arjun Tendulkar: ম্যাচে ৯ উইকেটে ঝড় তুললেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর

Sep 16, 2024 | 9:05 PM

Sachin-Arjun Tendulkar: ঘরোয়া ক্রিকেটে অর্জুন মুম্বই ছেড়েছেন। তিনি এখন গোয়ার হয়ে খেলেন। মুম্বইতে সুযোগ না পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সচিন-পুত্র। গোয়ার হয়ে ম্যাচে ৯ উইকেট নিয়ে শিরোনামে বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকর।

Arjun Tendulkar: ম্যাচে ৯ উইকেটে ঝড় তুললেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর
Image Credit source: PTI FILE

Follow Us

কিছু দিন আগেই ভারতের অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে জায়গা পেয়েছেন সমিত দ্রাবিড়। এরপরই নানা বিদ্রুপের সামনে পড়তে হয়েছে। রাহুল দ্রাবিড়ের পুত্র হওয়ায় অ্যাডভান্টেজ পাচ্ছেন, এমন কথাও শুনতে হয়েছে। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় একই পরিস্থিতি হয় অর্জুন তেন্ডুলকরেরও। ঘরোয়া ক্রিকেটে অর্জুন মুম্বই ছেড়েছেন। তিনি এখন গোয়ার হয়ে খেলেন। মুম্বইতে সুযোগ না পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সচিন-পুত্র। গোয়ার হয়ে ম্যাচে ৯ উইকেট নিয়ে শিরোনামে বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকর।

কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় খেলছে গোয়া। ঘরোয়া মরসুম পুরোদমে শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। আর তাতেই গোয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স অর্জুন তেন্ডুলকরের। তাঁর বিধ্বংসী পারফরম্যান্সের সৌজন্যে আয়োজক কর্নাটককে ইনিংস ও ১৮৯ রানের বিশাল ব্যবধানে হারাল গোয়া। ম্যাচে সব মিলিয়ে ২৬.৩ ওভারে ৮৭ রান দিয়ে ৯ উইকেট অর্জুন তেন্ডুলকরের।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, প্রথম ইনিংসে কর্নাটক মাত্র ১০৩ রানেই অলআউট। ১৩ ওভারে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন অর্জুন। জবাবে প্রথম ইনিংসে ৪১৩-র বিশাল স্কোর গড়ে গোয়া। সেঞ্চুরি করেন অভিনব তেজরানা (১০৯)। গুরুত্বপূর্ণ অবদান রাখেন মন্থন খুটকর। দ্বিতীয় ইনিংসেও সেই অর্থে জ্বলে উঠতে ব্যর্থ কর্নাটক। অর্জুন তেন্ডুলকরের ৪ উইকেট। কর্নাটকের দ্বিতীয় ইনিংস শেষ ১২১ রানেই।

Next Article