কলকাতা: একের পিঠে দুই উইকেট… কোন বোলারই বা না চায়? বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের (Kuldeep Yadav) কাছে সুযোগ ছিল এক ওভারে পর পর দুটো উইকেট তুলে নেওয়ার। কিন্তু ভারতের উইকেটকিপার কেএস ভরতের (KS Bharat) জন্য তা পারলেন না কুলদীপ। ভরত একখানা সহজ স্টাম্পিং মিস করেন। ব্যস, তাতেই বদলে যায় ছবিটা। ভালো পারফর্ম করলে নেটিজ়েনরা প্রশংসায় ভরান সকল ক্রিকেটারকে। তেমনই তাঁদের প্রত্যাশা মতো যে ক্রিকেটার খেলতে পারেন না, তাঁদের তুলোধনা করতেও ছাড়েন না নেটিজ়েনরা। এ বার নেটিজ়েনদের নিশানায় ভরত।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৩৯৬ রানে থামে টিম ইন্ডিয়া। ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। তারপর শুরু হয় ইংল্যান্ডের ইনিংস। লাঞ্চ বিরতি অবধি ৩২ রান স্কোরবোর্ডে তোলে ইংল্যান্ড। সেই ৬ ওভারের মধ্যে কোনও উইকেট নিতে পারেননি ভারতের বোলাররা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতেই ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন কুলদীপ যাদব। ১০.২ ওভারে তিনি ফেরান ওপেনার বেন ডাকেটকে। ২১ রান করে মাঠ ছাড়েন বেন ডাকেট। ১০.৩ ওভারে ক্রিজে আসা নতুন ব্যাটার অলি পোপের উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল কুলদীপ যাদবের কাছে। কিন্তু সেই সময় সহজ স্টাম্পিং মিস করেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার কেএস ভরত। জীবনদান পান পোপ।
Kuldeep Yadav almost had 2 in 2. pic.twitter.com/J62ayIPVRe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 3, 2024
এত্ত সহজ স্টাম্পিং শ্রীকর ভরত মিস করায় ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজ়েনরা। তাঁকে দিয়ে উইকেটকিপিং করানো ঠিক হচ্ছে না, বলা শুরু করে দিয়েছেন তাঁরা।
They pick him only for wicketkeeping.
He can’t do that as well.
Another day of asking which quota is applied for KS Bharat in ICT.
We have someone like Sanju Samson yet this mediocrity plays over him.#INDvENG pic.twitter.com/zAm4gmv9lZ
— Anurag™ (@SamsonCentral) February 3, 2024
I don’t Know how this KS bharat is still playing test matches for india
He is truly pathetic a wicket keeper— Alpha_News (@sherra1999) February 3, 2024
নেটিজ়েনদের আশঙ্কা ভরতের স্টাম্পিং মিসের বড় মাসুল দিতে হতে পারে দলকে। কারণ, যে পোপ হায়দরাবাদ টেস্টে বিধ্বংসী ব্যাটিং করে ছারখার করে দিয়েছিল ভারতকে, তাঁর স্টাম্পিং মিস করা সত্যি বড় ক্ষতি করলেন ভরত।
KS Bharat? What have you done? Na runs ban rahe hai na keeping dhang se ho rahi hai. Atleast Saha was a top class keeper and used to occasionally score runs at home but here KS is proving to be worse than him.
— Hriday (Fan-Account) (@Hriday1812) February 3, 2024