NEWZEALAND VS BANGLADESH : ইতিহাসের পরের টেস্টেই ধরাশায়ী বাংলাদেশ

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jan 09, 2022 | 12:35 PM

দ্বিতীয় সেশনের প্রথম ওভারে লাথমের বিরুদ্ধে ২ বার এলবিডব্লুউ-র আবেদন করেছিলেন ইবাদত। আর একবার ইয়ংয়ের ক্যাচ দ্বিতীয় স্লিপে ফসকানো। আর তেমন তো দাগ কাটতেই পারল না বাংলাদেশের বোলিং।

NEWZEALAND VS BANGLADESH : ইতিহাসের পরের টেস্টেই ধরাশায়ী বাংলাদেশ
বাংলাদেশ বোলিংকে দুরমুশ করে ১৮৬ রানে অপরাজিত লাথাম

Follow Us

ক্রাইস্টচার্চঃ  বে ওভালের ইতিহাসের গন্ধ এখনও গা থেকে বেরোয়নি। আর এর মধ্যেই  নিউজিল্যান্ডের(NEWZEALAND) বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ(BANGLADESH)। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের(SECOND TEST) প্রথম দিনের শেষে কোনঠাসা বাংলাদেশ। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৩৪৯। তাসকিন, ইবাদতদের বোলিংকে দাঁত ফোঁটাতেই দিলেন না টম লাথাম(TOM LATHAM)-কনওয়েরা।

টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন বলে কথা। তাই ঘরের মাঠে বাংলাদেশের মত দুর্বল প্রতিপক্ষের কাছে হারটা কিছুতেই যেন হজম করতে পারছিলেননা অধিনায়ক টম লাথাম।তার উপর এই টেস্ট হল রস টেলরের বিদায়ী টেস্ট। তাই কামব্যাকটা যে কতটা গুরুত্বপূর্ন ব্ল্যাক ক্যাপ্সদের কাছে, তা বলার অপেক্ষা রাখেনা। এদিন টস অবশ্য জেতে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। মোমিনুল হক রবিবারের সকালে বোধহয় ঘুণাক্ষরেও টের পাননি, যে এই সিদ্ধান্ত কতটা বুমেরাং হতে চলেছে।

লাঞ্চ অবধি কোথায় কি। শরিফুল, তাসকিনরা কোনও চাপই তৈরি করতে পারল না কিউই ওপেনারদের উপর। সহজে ব্যাটিং চালিয়ে গেলেন অধিনায়ক টম লাথাম ও উইল ইয়ং। লাঞ্চ পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯২। কোথায় বে ওভালে বাংলাদেশ আক্রমণাত্মক বোলিংয়ের ঝলক? ক্রাইস্টচার্চে তার ধারেকাছ দিয়েও গেলেন না ইবাদতরা। দ্বিতীয় সেশনের প্রথম ওভারে লাথমের বিরুদ্ধে ২ বার এলবিডব্লুউ-র আবেদন করেছিলেন ইবাদত। আর একবার ইয়ংয়ের ক্যাচ দ্বিতীয় স্লিপে ফসকানো। আর তেমন তো দাগ কাটতেই পারল না বাংলাদেশের বোলিং। যার ফল প্রথম দিনেই সাড়ে তিনশোর কাছে রান নিউজিল্যান্ডের। মাত্র ১ উইকেট হারিয়ে। ওপেনিংয়ে ইয়ং-লাথাম জুটি করলেন ১৪৮। ২০১২ সালের পর টেস্টে প্রথম ইনিংসে কিউই ওপেনিং জুটি সেঞ্চুরির পার্টনারশীপ করল।

৫৪ রানে ইয়ং আউট হওয়ার পর কনওয়েকে নিয়ে শুরু ক্যাপ্টেন লাথামের ব্যাটিং তাণ্ডব। ১২তম টেস্ট সেঞ্চুরি লাথম সেরে ফেললেন টেলরের বিদায়ী মঞ্চে।দিনের শেষে ১৮৬ রানে অপরাজিত লাথাম। লাথমের সেঞ্চুরির মঞ্চে ফের একবার সেঞ্চুরির পথে কনওয়ে। সাম্প্রতীককালে নিউজিল্যান্ডের টেস্ট দলে ব্যাট হাতে য়িনি ভরসার সমার্থক হয়ে উঠেছেন তিনি কনওয়ে। মাত্র ৪টি টেস্টে ইতিমধ্যে ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর রবিবার দিনের শেষে ৯৯ রানে অপরাজিত রয়েছেন কনওয়ে। অর্থাৎ সোমবার সকালে কনওয়েরর তৃতীয় সেঞ্চুরি হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কেন উইলিয়ামসন নেই। কে বলবে এই নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে। তবে ক্রাইস্টচার্চের রবিবার সবচেয়ে হতাশ করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।

ইতিহাস তৈরির মধ্যে এমন হতশ্রী পারফরম্যান্স? হেভিওয়েট দলের বিরুদ্ধে কবে হবে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স? প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। একটা পরিসংখ্যান দিলে অবাক হবেন। ক্রাইস্টচার্চে রবিবার ৯০ ওভারে ৪৪টি বাউন্ডারি হজম করেছেন বাংলাদেশের বোলাররা।

Next Article