Ravichandran Ashwin: রিভার্স সুইপ, নিয়মে বদল চান রবিচন্দ্রন অশ্বিন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 13, 2022 | 4:51 PM

রিভার্স সুইপের ক্ষেত্রে বল লেগ স্টাম্পের বাইরে পড়লেও আউট কেন দেওয়া হবে না!

Ravichandran Ashwin: রিভার্স সুইপ, নিয়মে বদল চান রবিচন্দ্রন অশ্বিন
Image Credit source: TWITTER

Follow Us

 

নয়াদিল্লি : মানকাডিং নিয়ে একটা সময় ‘স্পোর্টসম্যান স্পিরিটের’ প্রশ্ন তোলা হত। আইপিএলে জস বাটলারকে মানকাডিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। প্রচুর সমালোচনা হয়েছিল তাঁকে নিয়ে। হাতে গোনা কয়েকজন অশ্বিনের পক্ষে বলেছিলেন। নন স্ট্রাইকে থাকা ব্যাটার যদি বল ডেলিভারি হওয়ার আগে অনেকটা এগিয়ে যেতে পারে, তাহলে তাঁর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন ওঠে না কেন! আইসিসি (ICC) অবশ্য নিয়ম পরিবর্তনে বাধ্য হয়। মানকাডিংকে রান আউটের নিয়মের মধ্যে রাখা হয়েছে। এবার আরও একটি নিয়মে বদলের দাবি তুললেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ব্য়াটাররা হামেসাই রিভার্স সুইপ করেন। কিন্তু বল লেগ স্টাম্পের বাইরে পড়লে গতিপথ উইকেটের দিকে থাকলেও আউট দেওয়া হয় না। রিভার্স সুইপ নিয়ে কোনও সমস্যা নেই অশ্বিনের। তবে রিভার্স সুইপের ক্ষেত্রে বল লেগ স্টাম্পের বাইরে পড়লেও আউট কেন দেওয়া হবে না! এমনটাই দাবি তুলেছেন অশ্বিন। রুট এবং বেয়ারস্টোর উদাহরণ দিয়েছেন। সম্ভবত এজবাস্টন টেস্ট সম্পর্কেই বলেছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘এই ম্যাচে রুট এবং বেয়ারস্টো যে মানসিকতায় খেলেছে। রুট অন্তত ১০ বার পুরোপুরি স্টান্স বদলে রিভার্স সুইপ চেষ্টা করেছে। ১০ বারের মধ্যে ৯ বারই বলে ব্যাট লাগাতে পারেনি। দশম বার বল ব্যাটের নিচে লেগে বেরিয়ে যায়। বেয়ারস্টো বারবার রিভার্স সুইপে ব্যর্থ হয়ে প্যাড দিয়ে বল আটকাচ্ছিলেন।’

আইসিসির বর্তমান নিয়মে রয়েছে ‘ব্লাইন্ড স্পট’। বল লেগ স্টাম্পে পড়লে ব্য়াটারের কাছে আড়াল হয়ে যায়। সে কারণেই ব্লাইন্ড স্পট। কিন্তু ব্য়াটার যদি রিভার্স সুইপ কিংবা সুইচ হিট খেলে, সেক্ষেত্রেও কি ব্লাইন্ড স্পট থাকছে? অশ্বিনের মতে, কোনওভাবেই এই সময় ব্লাইন্ড স্পট বলা যায় না। কেন না, ডান হাতি ব্যাটার রিভার্স সুইপ কিংবা সুইচ হিট খেলার সময়, বল লেগ স্টাম্পে পড়লেও সেটি অফ স্টাম্পের পজিশনেই থাকে। কারণ, সে অরিজিনাল স্টান্স থেকে সরে যাচ্ছে। জাডেজার উদাহরণ দিয়ে অশ্বিন বলেছেন, ‘এখানেই আমার মত ভিন্ন। বাঁ হাতি স্পিনার ওভার দ্য উইকেট বোলিং করছে। লেগ সাইডে ফিল্ডার রেখে সে আগেই জানিয়ে দিচ্ছে, তার বোলিং লাইন কী হতে চলেছে। ডান হাতি ব্য়াটারের মতো খেললে সমস্যা নেই। কেউ যদি রিভার্স সুইপ বা সুইচ হিট খেলে, সে বাঁ হাতি ব্য়াটারের স্টান্সে চলে যাচ্ছে। রুট এমনটা করলেও আউট হচ্ছে না, কারণ সেই ব্লাইন্ড স্পট। আমার মতে, সে যদি ডান হাতি স্টান্সেই খেলে সেক্ষেত্রে ব্লাইন্ড স্পট বলাই যায়। রিভার্স সুইপ খেললে সেটা আর ব্লাইন্ড স্পট থাকছে না।’ নিজের অবস্থান পরিষ্কার করে অশ্বিন বলেন, ‘সে রিভার্স সুইপ খেলতে পারছে কী না, সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। নেগেটিভ বোলিংয়ের পরিকল্পনা (লাগাতার লেগ স্টাম্পের বাইরে বোলিং) হোক বা না হোক। আমার পয়েন্ট এলবিডব্লিউ। ব্য়াটার ঘুরে দাঁড়িয়ে খেললেও সেটা কেন এলবিডব্লিউ হবে না? সব ফরম্যাটেই যদি এক্ষেত্রে লেগ বিফোর দেওয়ার নিয়ম করা হয়, ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য বাড়বে বলেই মনে করি।’

 

Next Article