কলকাতা: সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) পাওয়া যাচ্ছে না। তবে তাঁর দেশোয়ালি ভাই যোগ দিয়েছেন টিমের সঙ্গে। বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটারের কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে শুক্রবার অভিষেক হবে কিনা, তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। ১৬তম আইপিএলে (IPL 2023) পর পর দুটো ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে কিং খানের টিম। নাইটদের সংসারে ঢুকেই টিমমেটদের সঙ্গে পরিচয় সেরে নিয়েছেন লিটন দাস (Litton Das)। বেগুনি জার্সিতে যাতে নিজেকে মেলে ধরতে পারেন, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। কেকেআরে যোগ দেওয়ার আগে সাকিবের সঙ্গে অবশ্য কথা বলেছেন লিটন। মাঠে নামার আগে কী কী বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার? তুলে ধরল TV9 Bangla।
খুবই রোমাঞ্চিত ছিলাম কেকেআরে যোগ দেওয়ার জন্য। টিম মেম্বারদের সঙ্গে দেখা হয়েছে। কথা হয়েছে। এ বার মাঠে নেমে টিমের সঙ্গে আরও মানিয়ে নেওয়ার পালা।
কলকাতায় আসার আগে সাকিবভাইয়ের সঙ্গে কেকেআর নিয়ে কথা হয়েছিল। সাকিবভাই বলেছে, কেকেআরের টিম ম্যানেজমেন্টে খুব ভালো। তবে আইপিএল নিয়ে খুব বেশি কথা হয়নি। আসলে, আমরা যখন জাতীয় টিমের হয়ে খেলি, তখন আন্তর্জাতিক প্রতিপক্ষ নিয়েই কথা বলি।
কেকেআরে একটা হোম ফিলিংস রয়েছে। আমি নিজে বাঙালি, টিমটা কলকাতার। সব অর্থে একটা বাঙালি টিম। যে কারণে জুড়ে যেতে পেরেছি খুব সহজে।
ভারতের বিরুদ্ধে তখন টেস্ট ম্যাচ চলছিল। তাই নিলাম নিয়ে খুব বেশি মাথা ঘামাতে পারিনি। তা ছাড়া তখন আমার ফোকাস ছিল শুধু বাংলাদেশের হয়ে খেলা। এক দাদা আমাকে ফোন করে জানান, কেকেআর আমাকে নিলাম থেকে নিয়েছে। যে কোনও ক্রিকেটারের জাতীয় টিমে খেলার পাশাপাশি স্বপ্ন থাকে বড় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা। কেকেআরে খেলার সুযোগ পাচ্ছি, এটাই বড় ব্যাপার।
বিপিএলে সুনীল নারিনের সঙ্গে পাঁচটা মরসুম খেলেছি। ওকে খুব ভালো করে চিনি। শুধু নারিনই নয়, টিমের অনেক প্লেয়ারের সঙ্গে এর আগে কোথাও না কোথাও খেলেছি। ফলে সবাইকে মোটামুটি চিনি, জানি। টিমের সঙ্গে মিশে যেতে আমার সময় লাগবে না।