মুম্বই: অপেক্ষার অবসান। ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ খবর। কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সদ্য হানঝাউ এশিয়ান গেমসে ক্রিকেটে জোড়া সোনা ভারতের ঝুলিতে। এ বার ক্রিকেটে অলিম্পিক পদক জেতারও সুযোগ। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। অবশেষে তা দিনের আলো দেখতে চলেছে। ২০২৮ সালে লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভূক্ত করা হল ক্রিকেট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট দেখা যাবে কিনা, এ নিয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ডের গত মিটিংয়ে আলোচনার বিষয় ছিল, নতুন কোন কোন স্পোর্টস অন্তর্ভূক্ত করা হবে। যদিও মিটিংয়ের আগে শেষ মুহূর্তে এজেন্ডা থেকে এই বিষয়টি সরিয়ে দেওয়া হয়। এরপরই ধোঁয়াশা তৈরি হয়। লস এঞ্জেলস অলিম্পিকের আয়োজক কমিটির তরফে সবুজ সংকেত না মেলাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এবং লস এঞ্জেলস অলিম্পিক আয়োজক কমিটির বৈঠক হয়। আয়োজকদের তরফে আইসিসিকে সবুজ সংকেত দেওয়া হয়। আয়োজনের দিক থেকে ক্রিকেট করতে তাদের যে কোনও সমস্যা নেই জানিয়ে দেওয়া হয়। এরপর অপেক্ষা ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিলমোহরের।
মুম্বইতে চলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড মিটিং। সেখানেই লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। এই সভায় আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। অলিম্পিকে একশো বছরেরও বেশি সময় পর ফিরতে চলেছে ক্রিকেট। ফিরছে বেসবল/সফ্ট বল। তেমনই অলিম্পিকে অভিষেক হতে চলেছে স্কোয়াশ এবং ফ্ল্যাগ ফুটবলের।
অলিম্পিকের আসরে ক্রিকেট দেখা গিয়েছিল প্যারিসে ১৯০০ সালে! লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি সময়ের অপেক্ষা ছিল। মার্কিন মুলুকে ক্রিকেট তেমন জনপ্রিয় নয়। তবে ভারতীয় দল ক্যারিবিয়ান সফরে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের লাউডারহিলে ম্যাচ রাখা হয়। সেখানে উন্মাদনাও দেখা যায়। এ বছর আমেরিকায় হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ মেজর লিগ ক্রিকেট। ২০২৪ সালে যৌথ ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। সে কারণেই অলিম্পিকের আগে পরিকাঠামো প্রস্তুত থাকছে।