Manoj Tiwary: ‘আকর্ষণ হারাচ্ছে…’ রঞ্জি ট্রফি নিয়ে মন্ত্রী মনোজের মন্তব্যে শোরগোল

Feb 10, 2024 | 11:31 PM

Ranji Trophy 2024, Bengal vs Kerala: কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বাংলার পরিস্থিতি ভালো নয়। তবে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে বাংলার হতাশা বাড়িয়েছিল আবহাওয়াও। বিশেষ করে বলতে হয় উত্তরপ্রদেশ ও ঘরের মাঠে ছত্তীসগঢ় ম্যাচের কথা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার কার্যত ৬ পয়েন্ট পাওয়ার কথা। কুয়াশার কারণে পুরো খেলা হয়নি। তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ঘরের মাঠে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে আবহাওয়ার কারণে দু-দলের একটি করে ইনিংস শেষ হয়নি। ফলে ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

Manoj Tiwary: আকর্ষণ হারাচ্ছে... রঞ্জি ট্রফি নিয়ে মন্ত্রী মনোজের মন্তব্যে শোরগোল
Image Credit source: ScreenGrab

Follow Us

কলকাতা: জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক। দেশের অন্যতম সেরা ব্যাটার। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রীও। রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে এই মুহূর্তে কেরলে বাংলা দল। এর মাঝেই মনোজ তিওয়ারির মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তিনি মন্তব্য় করেছেন, নানা কারণে আকর্ষণ হারিয়েছে রঞ্জি ট্রফি। ফলে এই টুর্নামেন্ট বন্ধই করে দেওয়া উচিত। এ মরসুমেই রঞ্জি ট্রফিতে দশ হাজার রানের কীর্তি গড়েছেন মনোজ। দেশের অন্যতম সফল ব্যাটার এবং অধিনায়কের মন্তব্যে আলোচনা হওয়ারই কথা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম শ্রেনির ক্রিকেটে প্রায় ২০ বছরের কেরিয়ার। গত বছর অবসর ঘোষণা করলেও বাংলা ক্রিকেট কর্তাদের অনুরোধে সিদ্ধান্ত বদল করেন মনোজ। দেশের হয়ে ১৫টি ওয়ান ডে ম্যাচও খেলেছেন। বাংলাকে আরও এক বার রঞ্জি চ্যাম্পিয়ন করতে মরিয়া মনোজ। গত মরসুমে ফাইনালেও উঠেছিল বাংলা। যদিও ট্রফির অপেক্ষা মেটেনি। এ বার বেশ কিছু কারণেই বাংলার নকআউটের রাস্তা কঠিন। মনোজের মন্তব্যে নানা ইঙ্গিতই হতে পারে।

কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বাংলার পরিস্থিতি ভালো নয়। তবে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে বাংলার হতাশা বাড়িয়েছিল আবহাওয়াও। বিশেষ করে বলতে হয় উত্তরপ্রদেশ ও ঘরের মাঠে ছত্তীসগঢ় ম্যাচের কথা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার কার্যত ৬ পয়েন্ট পাওয়ার কথা। কুয়াশার কারণে পুরো খেলা হয়নি। তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ঘরের মাঠে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে আবহাওয়ার কারণে দু-দলের একটি করে ইনিংস শেষ হয়নি। ফলে ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

কেরল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ফেসবুক লাইভে বাংলা অধিনায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন, ‘আগামী মরসুম থেকে রঞ্জি ট্রফি বন্ধই করে দেওয়া উচিত। টুর্নামেন্টে বেশ কিছু বিষয়ই ভুল হচ্ছে। যার ফলে আকর্ষণ হারাচ্ছে রঞ্জি ট্রফি। এই ঐতিহ্যের টুর্নামেন্ট বাঁচাতে হলে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন। এত হতাশ, কী বলব।’

Next Article