কলকাতা: এখন তিনি শুধুই ভারতের অধিনায়ক। এতদিন জাতীয় দলের পাশাপাশি আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতেন রোহিত শর্মা (Rohit Sharma)। এখন তিনি MI শিবিরের প্রাক্তন অধিনায়ক। তাঁর জায়গায় ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে ট্রেডিংয়ে নিয়ে ক্যাপ্টেন বানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতকে এমআইয়ের ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে কম জলঘোলা হয়নি। রোহিতের একাধিক অনুরাগী হার্দিককে মুম্বইয়ের ক্যাপ্টেন ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন। রোহিত অবশ্য মুম্বইয়ের ক্যাপ্টেন্সি পদ চলে যাওয়ার পর এ বিষয়ে কিছু জানাননি। এ বার মুম্বইয়ে এক ইভেন্টে এসে রোহিত ক্যাপ্টেন্সি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আর ৪দিন পর শুরু হবে ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্ট। হায়দরাবাদ টেস্টে বেন স্টোকসদের কাছে হেরেছিল রোহিত অ্যান্ড কোং। এরপর ভাইজ্যাগ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত।
ক্যাপ্টেনের কাজ দলের সকলকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করানো। রোহিতের কথায়, ‘একজন ক্যাপ্টেন হিসেবে দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস জাগানো এবং দলে তাঁদের ভূমিকা নির্বিশেষে মূল্যবান অনুভব করানোটা খুবই গুরুত্বপূর্ণ। দলের সাফল্যে প্রতিটি ক্রিকেটারের অবদান অপরিহার্য। তাতে তাঁরা ৬ বা ৭ নম্বরে নেমে ১০ বল খেললেও তাঁদের গুরুত্ব একই থাকে।’
দলের সকলের সঙ্গে সমান আচরণ করায় বিশ্বাসী রোহিত শর্মা। হিটম্যানের মতে অধিনায়ক হিসেবে প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করাও একটা গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, ‘আমি দলের ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলি। ওদের উদ্বেগের বিষয়ে কথা বলি। এবং আশ্বাস দেওয়ার চেষ্টা করি। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্বাস ও আত্মবিশ্বাস তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ওপেনিং করা নিয়ে রোহিত শর্মা তাঁর ভাবনাও জানিয়েছেন। তাঁর কথায়, ‘কঠোর প্রস্তুতি ও দক্ষতা থেকে আত্মবিশ্বাস বাড়ে। আমি প্রতিকূল পরিস্থিতিতে ইনিংস শুরু করার চ্যালেঞ্জকে আরও উন্নত করার চেষ্টা করি। কঠোর পরিশ্রম আমার আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।’