Ranji Trophy 2024: সপ্তম স্বর্গে জলজ, ঈশ্বরণ ছাড়া জ্বলল না কারও ব্যাট; চাপ বাড়ছে বাংলার

Feb 10, 2024 | 5:59 PM

Bengal vs Kerala: ইডেনে বাংলা শেষ ম্যাচে কোনও পয়েন্ট পায়নি। সঞ্জু স্যামসনের কেরলের বিরুদ্ধে ফুল পয়েন্টেই ফোকাস সুদীপ-অভিমন্যুদের। কিন্তু দ্বিতীয় দিনের খেলার শেষে বাংলা শিবিরের যা অবস্থা, তাতে অস্বস্তি বাড়ল। প্রথম দিন কেরল শেষ করেছিল ৪ উইকেট হারিয়ে ২৬৫ রানে। দ্বিতীয় দিন আরও ৯৮ রান তুলে শেষ হয় কেরলের প্রথম ইনিংস।

Ranji Trophy 2024: সপ্তম স্বর্গে জলজ, ঈশ্বরণ ছাড়া জ্বলল না কারও ব্যাট; চাপ বাড়ছে বাংলার
Ranji Trophy 2024: সপ্তম স্বর্গে জলজ, ঈশ্বরণ ছাড়া জ্বলল না কারও ব্যাট; চাপ বাড়ছে বাংলার

Follow Us

কলকাতা: রঞ্জির (Ranji Trophy) এই মরসুমে নকআউটের পথ মসৃণ করতে হলে জয় ছাড়া আর কোনও বিকল্প নেই বাংলার কাছে। ইডেনে বাংলা শেষ ম্যাচে কোনও পয়েন্ট পায়নি। সঞ্জু স্যামসনের কেরলের বিরুদ্ধে ফুল পয়েন্টেই ফোকাস সুদীপ-অভিমন্যুদের। কিন্তু দ্বিতীয় দিনের খেলার শেষে বাংলা শিবিরের যা অবস্থা, তাতে অস্বস্তি বাড়ল। প্রথম দিন কেরল শেষ করেছিল ৪ উইকেট হারিয়ে ২৬৫ রানে। দ্বিতীয় দিন আরও ৯৮ রান তুলে শেষ হয় কেরলের প্রথম ইনিংস। অর্থাৎ ৩৬৩ রানে অল আউট হয় কেরল। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে পড়ে বাংলা। অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ছাড়া বাংলার আর কোনও ক্রিকেটারের ব্যাট জ্বলে ওঠেনি। দ্বিতীয় দিনের শেষে যে কারণে অস্বস্তিতে রয়েছে বাংলা শিবির।

ডেবিউ রঞ্জি ম্যাচ খেলতে নামা রনজ্যোৎ খাইরার সঙ্গে ওপেনিংয়ে অভিমন্যু ঈশ্বরণ তোলেন ৪৩ রান। রনজোৎ ৬ রান করে আউট হলে সুদীপ কুমার ঘরামির সঙ্গে জুটি বাঁধেন অভিমন্যু। দ্বিতীয় উইকেটে ওঠে ৬৪ রান। এরপর ছন্দে থাকা অভিমন্যুকে ফেরান জলজ। ৯৩ বলে ৭২ রান করে মাঠ ছাড়েন অভিমন্যু। এরপর আর কোনও জুটিকে জমাট হতে দেননি কেরলের জলজ সাক্সেনা। তিনি একাই ৭ উইকেট সাবাড় করে বাংলাকে ছারখার করে দিয়েছেন। ২০ ওভার বল করে ৬৭ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন জলজ।

বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (৬), উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল (২), অনুষ্টুপ মজুমদার (০), শাহবাজ আহমেদ (৮), আকাশ দীপ (৬) এর মতো ক্রিকেটাররা দুই অঙ্কের রানে পৌঁছতেও পারেননি। দিনের শেষে ২৭ রানে অপরাজিত রয়েছেন করন লাল ও সুরজ সিন্ধু জয়সওয়াল ৯ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে। এখনও কেরলের থেকে ১৯১ রানে পিছিয়ে রয়েছে বাংলা। হাতে আর রয়েছে মাত্র ২ উইকেট। তৃতীয় দিন বাংলাকে ফলো অন বাঁচাতে হলে অন্তত ৪২ রান তুলতে হবে।

Next Article