Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: আইপিএল নিয়ে কি চিন্তায় ধোনি? গেলেন মা আম্বের মন্দিরে

Latest Update Of MS Dhoni: শুরু হয়ে গিয়েছে আইপিএলের তোরজোর। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে ক্রিকেটের কোটিপতি লিগ। চলতি মাসের ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই দল গুছিয়ে, পার্স ভারী করার সুযোগ এসেছে ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে। সেই মতোই দল গুছিয়েছে তারা। মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। এ বার সেই চেনা হলুদ জার্সি গায়ে আইপিএলের মঞ্চ মাতাবেন মাহি। তার আগে ভগবানের দরবারে পৌঁছলেন তিনি।

MS Dhoni: আইপিএল নিয়ে কি চিন্তায় ধোনি? গেলেন মা আম্বের মন্দিরে
মহেন্দ্র সিং ধোনিImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 3:29 PM

রাঁচি: আলো থেকে বরাবর দূরে থাকতে পছন্দ করেন তিনি। ঠান্ডা মাথা আর অসীম প্রতিভার জোরে সাফল্যের শীর্ষে পৌঁছতে বেশিদিন সময় লাগেনি তাঁর। তিনি মহেন্দ্র সং ধোনি (Mahendra Singh Dhoni) । বিশ্বজোড়া খ্যাতি তাঁর, তবে আলো থেকে বরাবর নিজেকে সরিরে রাখতেই পছন্দ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তবে আইপিএলে (IPL 2024) হলুদ জার্সিতে এখনও মঞ্চ মাতান। এ বার আইপিঁএলের আগে মা আম্বের কাছে আশীর্বাদ নিতে গেলেন ক্যাপ্টেন কুল। এক ফ্যান এই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করেছেন। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুরু হয়ে গিয়েছে আইপিএলের তোরজোর। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে ক্রিকেটের কোটিপতি লিগ। চলতি মাসের ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই দল গুছিয়ে, পার্স ভারী করার সুযোগ এসেছে ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে। সেই মতোই দল গুছিয়েছে তারা। মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। এ বার সেই চেনা হলুদ জার্সি গায়ে আইপিএলের মঞ্চ মাতাবেন মাহি। তার আগে ভগবানের দরবারে পৌঁছলেন তিনি। রাঁচির মা আম্বের মন্দিরে দেখা গেল তাঁকে। ধোনির সুপার ফ্যান এই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ছবি। সেখানে ফ্যানের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় তাঁকে।

দিনের বেশীরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন তিনি। মাঝে মধ্যেই রাঁচিতে নিজের ফার্মহাউসে পরিবারসহ চলে যান সেখানে রয়েছে তাঁর পোষ্যরা। তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। সম্প্রতি প্রিয় ঘোড়া চেতকের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। পোষ্যদের লালনপালন করতে ভালোবাসেন তিনি। তাদের টানেই তাই বারবার ছুটে যান ফার্মহাউসে।