মুম্বই: আইপিএল (IPL 2022) শুরু হওয়ার আগেই ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) কাঁধে। লিগের মাঝপথেই আবার ক্যাপ্টেন্সি বদল। ব্যর্থতার জেরে নেতৃত্ব ছাড়েন জাডেজা। ফের দলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন এমএস ধোনি। আইপিএলে ১০ ম্যাচের মধ্যে ৭টা-তেই হেরেছে সিএসকে। ১০ দলে লিগ টেবিলে এই মুহূর্তে ৯ নম্বরে চেন্নাই। প্লে অফের ওঠার রাস্তাও অনেক কঠিন। নেই বললেই চলে। নেতৃত্বের প্রভাব দেখা যায় জাডেজার খেলায়। ক্যাপ্টেন্সির চাপ নিয়ে সফল হননি জাড্ডু। ধোনি নিজেও পরে সেই কথা প্রকাশ্যে বলেছিলেন। অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জাডেজাকে। ধোনি নেতার দায়িত্বে ফিরেই জয়ের মুখ দেখেছিল সিএসকে। কিন্তু তারপরই আরসিবির বিরুদ্ধে হারতে হয় চেন্নাইকে। এ বারের আইপিএলে চেন্নাই শিবিরে ক্যাপ্টেন্সি নাটকের প্রভাব পড়ে তাদের খেলাতেও।
চেন্নাইয়ের এই টালবাহানা দেখে বিরক্ত বীরেন্দ্র সেওয়াগও। প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘আইপিএলের শুরুতেই সিএসকে জানায়, ধোনির বদলে জাডেজা ক্যাপ্টেন্সি করবে। আমার মনে হয়, এই সিদ্ধান্তটা একেবারে ভুল ছিল। আমি আশঙ্কা করেছিলাম, জাডেজা যদি ক্যাপ্টেন হয়ও, তাহলে কি শেষ অবধি ও ক্যাপ্টেন থাকতে পারবে! আর সেটাই দেখা গেল।’
জাডেজা এও বলেন, ‘চেন্নাই এগারো জনের দলই ঠিক করতে পারেনি। শুরুর দিকে ঋতুরাজ গায়কোয়াড় রান পাচ্ছিল না। ব্যাটাররা সে ভাবে ছন্দে ছিল না। একটা ম্যাচে ধোনি রান পেয়েছিল। আর একটা ম্যাচে ঋতুরাজ রান পেয়েছিল। যে ম্যাচে ধোনি শেষ ওভারে একের পর এক বাউন্ডারি মেরে ম্যাচ জেতাল, সেটাও হেরে যাচ্ছিল চেন্নাই। ওদের শুরুটাই হয়েছে খারাপ ভাবে। ধোনি যদি প্রথম থেকে ক্যাপ্টেন থাকত, তাহলে হয়তো ভালো হত। সিএসকে পরপর এতগুলো ম্যাচ হয়তো হারতও না।’
রবিবার আবার মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। রবিবারের ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। বাকি চার ম্যাচ জিতে লিগ টেবিলের ভালো জায়গায় শেষ করাই একমাত্র লক্ষ্য সিএসকের।
আরও পড়ুন: IPL 2022 Points Table: আইপিএলের ৫০টি ম্যাচের পর জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়