Deepak Chahar : দীপক চাহারের বেডরুম থেকে ‘চুরি’! আসল সত্যি তুলে ধরলেন তাঁর বোন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 12, 2023 | 8:34 AM

১৬তম আইপিএলটা ভালোই কেটেছিল দীপকের। বর্তমানে তিনি স্ত্রী ও পরিবারের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন। হঠাৎ করে দীপক চাহার জানতে পেরেছেন, বছরখানেক আগে তাঁর বেডরুম থেকে চুরি হয়েছিল। দীপকের বেডরুম থেকে কী এমন জিনিস চুরি হয়েছিল, যা টের পাননি তিনি!

Deepak Chahar : দীপক চাহারের বেডরুম থেকে চুরি! আসল সত্যি তুলে ধরলেন তাঁর বোন
Deepak Chahar : দীপক চাহারের বেডরুম থেকে 'চুরি'! আসল সত্যি তুলে ধরলেন তাঁর বোন
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : চলতি বছরে পঞ্চম বার আইপিএল (IPL) খেতাব জিতেছে মহেন্দ্র সিং ধোনির সিএসকে (CSK)। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য হলেন দীপক চাহার (Deepak Chahar)। ধোনির অন্যতম প্রিয় ক্রিকেটারও তিনি। ১৬তম আইপিএলটা ভালোই কেটেছিল দীপকের। বর্তমানে তিনি স্ত্রী ও পরিবারের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন। হঠাৎ করে দীপক চাহার জানতে পেরেছেন, বছর খানেক আগে তাঁর বেডরুম থেকে চুরি হয়েছিল। দীপকের বেডরুম থেকে কী এমন জিনিস চুরি হয়েছিল, যা টের পাননি তিনি! সম্প্রতি তাঁর বোন মালতী চাহার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দীপক চাহারের বেডরুম থেকে কী চুরি হয়েছে?

আসলে দীপকের বোন মালতি দিনকয়েক আগে ইন্সটাগ্রামে একটি শার্ট পরা ছবি শেয়ার করেছিলেন। এবং ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমন মুড রয়েছে আন্দাজ করো।’ বোনের ওই ছবিতে মজার কমেন্ট করেন সিএসকে তারকা। আসলে সেই ছবিতে দীপক কমেন্ট করেন, ‘মনে হচ্ছে এই শার্টটা আগে কোথাও দেখেছি।’ ব্যস এই শুরু। এরপর দীপকের সেই কমেন্টের উত্তরে মালতি লেখেন, ‘শার্টটা তো তোমারই। গত বছর চুরি করেছিলাম আমি। তোমার বিয়ের আগে। এখন তো আর চুরি করার সুযোগ পাই না। আগে থেকেই সব চুরি হয়ে যায়।’

মালতি চাহার ও দীপক চাহারের কথোপকথনের স্ক্রিনশট। (ছবি – মালতি চাহার ইন্সটাগ্রাম)।

মালতির ইন্সটাগ্রাম পোস্টের সূত্র ধরে, দাদা-বোনের খুনসুটিতে তাল মেলান দীপক চাহারের স্ত্রী জয়া ভরদ্বাজও। মালতির করা কমেন্টে জয়া রিপ্লাই করেন, ‘হ্যাঁ এটা ঠিক।’ ইন্সটাগ্রামে মালতির ওই ছবিটিতে ৬৭ হাজারেরও বেশি লাইক হয়েছে। প্রচুর কমেন্ট পড়েছে। কেউ কেউ লিখেছেন, ‘মালতি তুমি এখন তো আর দাদার জিনিস চুরি করার সুযোগ পাবে না, বৌদি চলে এসেছে যে।’ আর একজনের কমেন্ট, ‘এই দাদা-বোনের খুনসুটিটা দারুণ লাগল।’ অপর একজন লেখেন, ‘শার্ট চুরি করেছো তো কী হয়েছে? দাদা-বোনের মধ্যে এমনটা হয়।’

Next Article