দুবাই: বছরের সেরা টি-২০ (T20 Cricket) দলে ভারতের একমাত্র প্রতিনিধি স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। বুধবার আইসিসি (ICC) প্রকাশ করেছে ২০২১ সালে টি-২০ ক্রিকেটে বিশ্ব সেরা একাদশ। পুরুষ দলে সুযোগ পাননি ভারতের কোনও ক্রিকেটার। তবে মেয়েদের দলে সুযোগ পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ২০২১ সালে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন স্মৃতি। ২৫ বছরের ভারতীয় ওপেনার ২০২১ সালে ৯টি টি-২০ ম্যাচে ২৫৫ রান করেছেন। যার মধ্যে আছে দুটি হাফ সেঞ্চুরি। গড় ৩১.৮৭। স্ট্রাইকরেট ১৩১.৪৪। শুধুমাত্র যে অন্তর্জাতিক ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন স্মৃতি তাই নয়, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগেও (Big Bash League) ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় ওপেনার।
The ICC Women’s T20I Team of the Year is here ?
Did your favourite players make the list? ? https://t.co/x228TJMTcz
— ICC (@ICC) January 19, 2022
স্মৃতি বিশ্বসেরা দলে সুযোগ পেয়েছেন। আরও অনেক কিছু অপেক্ষা করে আছে তাঁর জন্য। কারণ আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের দৌড়েও আছেন স্মৃতি। কিছুদিনের মধ্যেই একদিনের বিশ্বকাপ (World Cup)। তার আগে এই সম্মান অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ভারতের বাঁ-হাতি ব্যাটারের। ২০১৯ সালে বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি। সে বার থেকেই ভারতীয় ক্রিকেটে তাঁর উত্থান। আরও একটা বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটিংয়ের মূল ভরসা স্মৃতি।
ভারতের একমাত্র সদস্য হিসেবে স্মৃতি থাকলেও ইংল্যান্ডের পাঁচ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন দলে। দক্ষিণ আফ্রিকার তিন জন, জিম্বাবোয়ে ও আয়ার্ল্যান্ডের একজন করে ক্রিকেটার। ২০২১ সালের বিশ্বসেরা দলে আছেন- স্মৃতি মন্ধানা (ভারত), ট্যামি বিমন্ট (ইংল্যান্ড), ড্যানি উইট (ইংল্যান্ড), গ্যাবি লুইস (আয়ার্ল্যান্ড), ন্যাট স্কিভের (ইংল্যান্ড, ক্যাপ্টেন), অ্যামি জোন্স (ইংল্যান্ড), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), ম্যারিজেন ক্যাপ (দক্ষিণ আফ্রিকা). সোফি একলেস্টোন (ইংল্যান্ড), লরিন ফিরি (জিম্বাবোয়ে), শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)।
আরও পড়ুন : আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি টিমে নেই কোনও ভারতীয়