মেলবোর্ন: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) অষ্টম সংস্করণের ফাইনাল। মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড (Pakistan vs England)। এই ম্যাচ পরিচালনা করবেন কারা, জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অভিজ্ঞ ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই ফাইনালের জন্য। এ বারের বিশ্বকাপে আম্পায়ারিং নিয়ে বেশ কিছু ম্যাচে প্রশ্ন উঠেছিল। ফাইনাল ম্যাচ সুষ্ঠ ভাবে পরিচালনা করতে কোনও খামতি রাখতে চাইছে না আইসিসি। পাকিস্তান এবং ইংল্যান্ড দুই দলের কাছেই হাতছানি রয়েছে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার। কারা কোন দায়িত্বে থাকছেন, তুলে ধরল TV9Bangla।
ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে অনফিল্ড আম্পায়ার নিয়োগ করা হয়েছে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারিয়াস এরাসমাসকে। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন ক্রিস গ্যাফানিকে। পল রাইফলকে রাখা হয়েছে চতুর্থ আম্পেয়ার হিসেবে। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার রঞ্জন মদুগলেকে। সকলেই আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ। ফাইনালের মতো স্নায়ুর চাপের ম্যাচে অভিজ্ঞতা খুবই জরুরি। সে কারণেই এঁদের উপর ভরসা রাখল আইসিসি।
সব কিছুর মাঝে ফাইনালের আগে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টির কারণে দু-দিনেও যদি ম্যাচ সম্পূর্ণ না করা যায়, পাকিস্তান-ইংল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি। দুই দলই সুপার টুয়েলভ পর্বে অপ্রত্যাশিত হারের মুখে পড়েছিল। যা থেকে দুই দলের একটা সময় সেমিফাইনালে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে দুই দলই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেমিফাইনালে টুনামেন্টের শুরুতে হট ফেভারিট মনে করা নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্য দিকে, ভারতকে হেলায় হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড দল। দুই দলের রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা। ইংল্যান্ড শিবিরের প্রত্যাশা ২০১০ সালের পর দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার। ঠিক তেমনই পাকিস্তান ২০০৯ সালের পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলতে মাঠে নামবে। কোন দল দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশ নিজের ঘরে তুলবে সেই দিকে চোখ থাকবে গোটা বিশ্বের।