WTC Final 2023 : বিশ্ব টেস্ট ফাইনালে ‘আনলাকি’ রিচার্ড কেটেলবরো, ভারতের ভাগ্য কি এ বার বদলাবে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 30, 2023 | 9:00 AM

IND vs AUS, WTC Final 2023 : আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আইসিসির এই মেগা ইভেন্টের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এই ফাইনালে বড় ভূমিকা নিতে পারেন আম্পায়াররা। ঘোষণা হয়েছে WTC Final এর জন্য আম্পায়ারদের তালিকা। সেখানে ভারতের জন্য সুখবর নেই।

WTC Final 2023 : বিশ্ব টেস্ট ফাইনালে আনলাকি রিচার্ড কেটেলবরো, ভারতের ভাগ্য কি এ বার বদলাবে?
বিশ্ব টেস্ট ফাইনালে 'আনলাকি' রিচার্ড কেটেলবরো, ভারতের ভাগ্য কি এ বার বদলাবে?

Follow Us

দুবাই : ওভালে ৭-১১ জুন অবধি চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। আইসিসির এই মেগা ইভেন্টের ফাইনালে বড় ভূমিকা নিতে পারেন আম্পয়াররা। আর এ কথা অস্বীকার করার জায়গা নেই যে, কোনও ম্যাচে আম্পায়ারের একটা সিদ্ধান্তেই বদলে যেতে পারে ম্যাচের ছবি। এ বার আইসিসির পক্ষ থেকে প্রকাশ করা হল আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কারা ম্যাচ পরিচালনা করবেন। জানা গিয়েছে, ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। তবে এই আম্পায়ারদের তালিকায় এমন একজনের নাম রয়েছে, যিনি ভারতীয় দলের জন্য ‘আনলাকি।’ কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে এ বারের WTC ফাইনালে আম্পায়ারদের যে তালিকায় প্রকাশ করেছে আইসিসি তাতে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কোটেলবরো। তিনি আইসিসি ট্রফির নকআউটে আম্পয়ারিং করলেই টিম ইন্ডিয়া হেরে যায় বলে রেকর্ড রয়েছে। তিনিই এ বার WTC ফাইনালে থাকছেন তৃতীয় আম্পায়ারের ভূমিকায়। আসলে, রিচার্ড কেটেলবরোকে নিয়ে ভারতীয় সমর্থকরা আতঙ্কিত। কারণ অতীতে দেখা গিয়েছে তিনি ম্যাচ পরিচালনা করলেই আইসিসি ট্রফি বা বিশ্বকাপের নকআউটে ভারত হেরে যায়। ইংল্যান্ডের এই আম্পয়ার ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ পরিচালনা করেছিলেন। ভারত সে বার শ্রীলঙ্কার কাছে হেরেছিল। তারপর ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনাল, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট, ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল— ভারত যতগুলো আইসিসি ট্রফির নকআউটে হেরেছে সেগুলির আম্পয়ার ছিলেন রিচার্ড কেটেলবরো। তাই কাকতালীয় হলেও, তিনি আম্পায়ার থাকলে ভারত সেই ম্যাচ কখনও জেতেনি। প্রসঙ্গত, গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্য়াচে তৃতীয় আম্পয়ারের ভূমিকায় ছিলেন কেটেলবরো। আর ভারত ওই ম্যাচে হেরে রানার্স হয়েছিল। ফলে এ বার কী রয়েছে ভারতীয় টিমের ভাগ্যে সেটাই দেখার।

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্য়াচের দায়িত্বে যে আম্পায়াররা রয়েছেন —

অন ফিল্ড আম্পায়ার – ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড), রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)

তৃতীয় আম্পায়ার – রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড)

চতুর্থ আম্পায়ার – কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)

ম্যাচ রেফারি – রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ)

 

Next Article