ভারতের স্টার বলে নেই ছাড়! রোহিত-সূর্যদের জন্য নয়া ফতোয়া MCA-র
ভারতের সুপারস্টার বলে আর কোনও ছাড় পাওয়ার জায়গা নেই। বরং নিয়ম সকলের জন্য এক, এই পন্থায় হাঁটার কথা ভেবেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

ভারতের সুপারস্টার বলে আর কোনও ছাড় পাওয়ার জায়গা নেই। বরং নিয়ম সকলের জন্য এক, এই পন্থায় হাঁটার কথা ভেবেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমসিএর পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটারদের জন্য নয়া ফতোয়া জারি করা হয়েছে। এ বার থেকে যে ভারতীয় ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন, তাঁদের টি-২০ মুম্বই লিগে খেলতেই হবে। এ নিয়ম বাধ্যতামূলক করেছে এমসিএ। সেই দিক থেকে দেখতে গেলে ছাড় নেই রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারদের।
টি-২০ মুম্বই লিগের মুখ হিসেবে ভারতের টেস্ট ও ওডিআই টিমের অধিনায়ক রোহিত শর্মার কথা ভেবেছে এমসিএ। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, অজিঙ্ক রাহানে, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, পৃথ্বী শ, শার্দূল ঠাকুরদের এমসিএর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা যদি ইংল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা না করে নিতে পারেন, তা হলে তাঁদের মুম্বই টি-২০ লিগে খেলতে হবে।
এমসিএ-র এক কর্তা বলেন, ‘মুম্বইয়ের সব ভারতীয় ক্রিকেটারদের জানানো হয়েছে যে, আইপিএলের পর শুরু হতে চলা টি-২০ মুম্বই লিগে খেলতে হবে। এটি বাধ্যতামূলক। যাঁরা জাতীয় দলে ডাক পাবেন এবং যাঁদের চোট আঘাতের সমস্যা থাকবে, তাঁরা ছাড়া বাকিরা এই লিগে খেলবেন।’
যে ক্রিকেটাররা মুম্বইয়ের টি-২০ লিগে খেলবেন, তাঁদের নিলাম থেকে পাওয়া টাকা ছাড়া এমসিএ ১৫ লক্ষ টাকা দেবে। এক সূত্র বলেছে, ‘অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় প্লেয়ারদের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। এ ছাড়া নিলাম থেকে পাওয়া টাকা থাকছে। আমরা বেস প্রাইস ও অন্য জিনিস নিয়ে আলোচনা করছি।’





