T20 World Cup: ‘আমার ঘরের মাঠে খেলা’, বিশ্বকাপ নিয়ে ভারতকে হুঁশিয়ারি পাক পেসারের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 30, 2022 | 6:00 AM

India vs Pakistan: 'মেলবোর্ন আমার ঘরের মাঠ। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। এমসিজির পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে সবটাই জানা। আমি ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছি ভারতের বিরুদ্ধে কেমন বোলিং করব।'

T20 World Cup: আমার ঘরের মাঠে খেলা, বিশ্বকাপ নিয়ে ভারতকে হুঁশিয়ারি পাক পেসারের
Image Credit source: TWITTER

Follow Us

লাহোর : অস্ট্রেলিয়ার মাটিতে হবে এ বারের টি ২০ বিশ্বকাপ। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৬ অক্টোবর শুরু বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আসল লড়াই শুরু যেন ২৩ অক্টোবর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। গ্যালারি হাউসফুল থাকবে এ ব্যাপারে সন্দেহ নেই। ম্যাচের টিকিট শেষ। ভারত-পাকিস্তান দু’দলেই চোট, অসুস্থতার অস্বস্তি। ভারতীয় শিবিরে জসপ্রীত বুমরা। তেমনই পাকিস্তান শিবিরে নাসিম শাহর নিউমোনিয়ার পর এবার করোনা পজিটিভ। শাহিন আফ্রিদিরও চিকিৎসা চলছে। ম্যাচের এখনও অনেক দিন বাকি থাকলেও ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিচ্ছেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ (Haris Rauf)।

গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে যে কোনও ফরম্যাটেই ১৩ বারের চেষ্টায় প্রথমবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। হয়তো সে কারণেই বিশ্বকাপ নিয়ে বাড়তি আত্মবিশ্বাস পাক পেসারের গলায়। হ্যারিস রউফ বলেন, ‘নিজের সেরাটা দিতে পারলে, ওদের পক্ষে (ভারতের) আমার বিরুদ্ধে খেলা সহজ হবে না। বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছি। বিশেষত ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য। কেন না, ম্যাচটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে।’ এরপরই যোগ করেন, ‘মেলবোর্ন আমার ঘরের মাঠ। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। এমসিজির পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে সবটাই জানা। আমি ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছি ভারতের বিরুদ্ধে কেমন বোলিং করব।’

কিছু দিন আগে এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। সুপার ফোরে জেতে পাকিস্তান। ভারত ফাইনালে যেতে পারেনি। হয়তো আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যেত। দ্বি-পাক্ষিক সিরিজ না হওয়ায় এখন এশিয়া কাপ এবং আইসিসি-র প্রতিযোগিতাই ভরসা ক্রিকেট অনুরাগীদের কাছে। মাঠের বাইরে যেমন সমর্থকরা চাপে থাকেন তেমনই ক্রিকেটাররাও। হ্যারিস রউফও ছিলেন। এখন আর তিনি চাপে ভোগেন না! এমনটাই দাবি। বলছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই হাই-প্রেসার। গত বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচে প্রচণ্ড চাপে ছিলাম। তবে এশিয়া কাপে গত দুই ম্যাচে তেমন কিছু অনুভব করিনি। কেন না, আমি জানতাম, নিজের সেরাটুকু দিতে হবে।’

Next Article