MLC 2023 : ক্যাপ্টেন পুরানের বিধ্বংসী শতরান, উদ্বোধনী মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন এমআই

Major League Cricket Final : ফাইনালে পুরানের ব্যাটে উঠল সাইক্লোন। মাত্র ১৬ বলে অর্ধশতরান। এরপর ৪০ বলে শতরান হাঁকালেন। তাঁর এই ইনিংসে ফ্র্যাঞ্চাইজি লিগে সব রেকর্ড তছনছ হয়ে গেল।

MLC 2023 : ক্যাপ্টেন পুরানের বিধ্বংসী শতরান, উদ্বোধনী মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন এমআই
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 9:57 AM

টেক্সাস : আইপিএলের অন্যতম সফল টিম। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেই ফ্র্যাঞ্চাইজি মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে পা রেখেই পেল সাফল্য। এমএলসির (Major League Cricket) প্রথম সংস্করণে চ্যাম্পিয়নের খেতাব উঠল এমআই নিউইয়র্কের ঝুলিতে। ভারতীয় সময় সোমবার সকাল সকাল শুরু হয় মেজর লিগ ক্রিকেটের ফাইনাল। মুখোমুখি এমআই নিউইয়র্ক (MI New York) এবং সিয়াটল অকার্স। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ভালোই রান তুলেছিল সিয়াটল। কিন্তু এমআই ক্যাপ্টেন নিকোলাস পুরানের ব্যাটে সেই রান টপকাতে বেশি বেগ পেতে হল না। ফাইনালে পুরানের (Nicolas Pooran) ব্যাটে উঠল সাইক্লোন। মাত্র ১৬ বলে অর্ধশতরান। এরপর ৪০ বলে শতরান হাঁকালেন। তাঁর এই ইনিংসে ফ্র্যাঞ্চাইজি লিগে সব রেকর্ড তছনছ হয়ে গেল। ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেছেন। ৭ উইকেটে সিয়াটলকে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণের খেতাব গেল এমআই-র ঝুলিতে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফাইনালে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এমআই। ট্রেন্ট বোল্ট, রশিদ খানদের বিরুদ্ধে ৫২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি’কক। ৯টি চার ও চারটি ছয়। ডি’কক ছাড়া বাকিদের ব্যাচ সেভাবে চলেনি। শুভম রানজানে (২৯) এবং ডোয়েন প্রিটোরিয়াস (২১) কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন। ২০ ওভারে ১৮৩ রান ওঠে সিয়াটল অর্কাসের স্কোরবোর্ডে। এমআইয়ের হয়ে তিনটি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট এবং রশিদ খান। ১৮৪ রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় এমআই। খাতায় রান যোগ হওয়ার আগেই সাজঘরে পা বাড়ান স্টিভেন টেলর। কিন্তু প্রাথমিক ধাক্কায় দলে সেভাবে প্রভাব ফেলতে দিলেন না ক্যাপ্টেন নিকোলাস পুরান। মাঠে নেমেই দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেন তিনি।

যোগ্য ক্যাপ্টেন হিসেবে দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। টি-২০তে মাত্র ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন পুরান। ১০টি ছয় ও ৬টি চার হাঁকিয়েছেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তিন উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় এমআই নিউইয়র্ক। প্রথম সংস্করণ জিতে মেজর লিগ ক্রিকেটে ইতিহাসে গড়ে ফেলল এমআই।