আবু ধাবি: আইপিএলের (IPL) ৪২তম ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার (Mumbai Indians) ও কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings)। আজ, মঙ্গলবারের ডাবল হেডারের এটি দ্বিতীয় ম্যাচ। আজকের জয়ের ফলে লিগ টেবলের ৫ নম্বরে উঠে এল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। মরুশহরে হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াল রোহিতরা। পাশাপাশি মুম্বই ও ভারতীয় দলের জন্য প্রাপ্তি হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরা।
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে পঞ্জাব কিংস। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬। ১ ওভার বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দেন হার্দিক-পোলার্ড।
হার্দিক পান্ডিয়া আজ ফর্মে ফিরলেন। হার্দিক ও পোলার্ড ১ ওভার বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দিলেন।
तोडफोड मंडळ have brought it home! ??#OneFamily #MumbaiIndians #MIvPBKS #IPL2021 @hardikpandya7 @KieronPollard55 pic.twitter.com/xo05wXkHKV
— Mumbai Indians (@mipaltan) September 28, 2021
১৭ ওভারে মুম্বইয়ের স্কোর ১০৭/৪। জয়ের জন্য রোহিতদের প্রয়োজন ২৯ রান
হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন সৌরভ তিওয়ারি (৪৫*)। নাথান এলিস পঞ্জাবকে এনে দিলেন চতুর্থ সাফল্য।
#MI 4 down in chase!
Nathan Ellis strikes to dismiss Saurabh Tiwary. ? ?#VIVOIPL #MIvPBKS
Follow the match ? https://t.co/8u3mddWeml pic.twitter.com/idE7zSojHw
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
খেলা বাকি ৫ ওভারের। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৪৪ রান
২৭ রান করে মাঠ ছাড়লেন মুম্বই ওপেনার কুইন্টন ডি’কক।
খেলা বাকি ১০ ওভারের। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৭৪ রান
পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ৩০ রান
৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন সূর্যকুমার যাদব
৮ রান করে মাঠ ছাড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। রবি বিষ্ণোই তুলে নিলেন হিটম্যানের উইকেট
ভালো শুরু মুম্বইয়ের। জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ১২১ রান
ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও রোহিত শর্মা।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে পঞ্জাব কিংস। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ১৩৬।
১৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১১৮।
৪২ রানের দুরন্ত ইনিংস খেলে রাহুল চাহারের বলে আউট হলেন এইডেন মার্করাম
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১০৫
খেলা বাকি ১০ ওভারের। ১০ ওভারে শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ৬২
জসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন নিকোলাস পুরান। ২ রান করে আউট হলেন পুরান
ক্রিস গেইলের পর ছন্দে থাকা পঞ্জাব অধিনায়ক কেএল রাহুলের উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। ২১ রান করে সাজঘরে ফিরে গেলেন রাহুল
আবু ধাবিতে উঠলো না গেইল ঝড়। মাত্র ১ রান করে সাজঘরে ফিরে গেলেন ক্যারিবিয়ান তারকা। পোলার্ড ফেরালেন গেইলকে
পাওয়ার প্লে-র মধ্যে এক উইকেট হারিয়ে ফেলেছে পঞ্জাব কিংস। ৬ ওভারে পঞ্জাব ৩৮/১
ক্রুণাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন মনদীপ সিং। ১৫ রান করেছেন তিনি
কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে কেএল রাহুলরা তুলেছেন ৩৫ রান
ভালো শুরু পঞ্জাবের। নতুন ওপেনিং জুটি কত রানের পার্টনারশিপ গড়তে পারে সেদিকে নজর থাকবে সকলের।
ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মনদীপ সিং
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), মনদীপ সিং, ক্রিস গেইল, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, দীপক হুডা, নাথান এলিস, হরপ্রীত বরার, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।
Mandeep ⬅️
Mayank ➡️#SaddaPunjab #IPL2021 #PunjabKings #MIvPBKS pic.twitter.com/dHW0OGWxya— Punjab Kings (@PunjabKingsIPL) September 28, 2021
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সৌরভ তিওয়ারি, রোহিত শর্মা(অধিনায়ক), ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নাথান নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা।
টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে ফিল্ডিং বেছে নিলেন মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মা
? Toss Update ?@mipaltan have won the toss & elected to bowl against @PunjabKingsIPL. #VIVOIPL #MIvPBKS
Follow the match ? https://t.co/8u3mddEDuN pic.twitter.com/17lhgXY1Nf
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
আবু ধাবিতে আর কিছুক্ষণ পরই শুরু হবে আজকের আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ
Abu Dhabi, here we come! ?#SaddaPunjab #IPL2021 #PunjabKings #MIvPBKS pic.twitter.com/lRA4Qab7Nc
— Punjab Kings (@PunjabKingsIPL) September 28, 2021
গত ম্যাচে নজর কাড়তে পারেননি হার্দিক পান্ডিয়া। আজ কি তাঁকে ফর্মে দেখা যাবে। উত্তর মিলবে কিছুক্ষণ পরই
HP ?? KP#OneFamily #MumbaiIndians #IPL2021 #MIvPBKS @hardikpandya7 @KieronPollard55 pic.twitter.com/vHGDCTn8mV
— Mumbai Indians (@mipaltan) September 28, 2021