ICC World Cup 2023: ‘ভারতের নতুন প্রজন্ম অতীত নিয়ে মাথা ঘামায় না’, এমন মন্তব্য করলেন কে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2023 | 5:17 PM

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৯য়ে ৯ করে শেষ করেছে ভারত। এ বার সেমিফাইনালের পালা। সেখানে হবে রোহিত-কেন দ্বৈরথ। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল। সে বার টিম ইন্ডিয়ার ভাগ্য সঙ্গ দেয়নি। সেমিফাইনালে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করেছিল মেন ইন ব্লু। এ বার তার পুনরাবৃত্তি হবে না তো? রোহিত অ্যান্ড কোং এবং ভারতের আপামর ভক্তরা মনে প্রাণে তেমনটা চাইবেন না।

ICC World Cup 2023: ভারতের নতুন প্রজন্ম অতীত নিয়ে মাথা ঘামায় না, এমন মন্তব্য করলেন কে?
'ভারতের নতুন প্রজন্ম অতীত নিয়ে মাথা ঘামায় না', এমন মন্তব্য করলেন কে?
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতীয় দলের ক্রিকেটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলে চলেছেন। এমনটাই বলছে ক্রিকেট মহল। টানা ৯ ম্যাচ জিতে মেন ইন ব্লুর আত্মবিশ্বাস তুঙ্গে। বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেট টিমের (Team India) সাফল্য নিয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল হাসিও (Michael Hussey) রোহিত শর্মার ভারতীয় টিমকে প্রশংসায় ভরিয়েছেন। তাঁর মনে হয়, টিম ইন্ডিয়ার নতুন প্রজন্ম এখন আর অতীত নিয়ে ভাবেই না। এবং চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে যে কারণে কোনও দলই ভারতকে হারাতে পারেনি। আর কী বললেন অজি তারকা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ব্রিটিশ সংবাদমাধ্যমে মাইকেল হাসি ভারতের দুরন্ত ছন্দের কথা তুলে ধরেছেন। গ্রুপ পর্বে নয়ে নয় করার পর রোহিতদের এ বার সেমিফাইনালে কিউয়ি কাঁটা পেরোনর পালা। তা হলেই বিশ্বকাপের সোনালি ট্রফির আরও একধাপ কাছে আসবে ভারত। হাসির কথায়, ‘ভারতকে চলতি বিশ্বকাপে দারুণ দেখাচ্ছে। ওদের স্কোয়াডটাও অসম্ভব ভালো। প্রতিটা ক্ষেত্রেই ওরা দারুণ ভাবে ছাপ রেখে এগোচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে। এবং খেলাটাও উপভোগ করছে ওরা।’

হাসি মনে করেন, ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটাররা অতীতের কথা মনে রাখেন না। এবং অতীত নিয়ে মাথাও ঘামান না। ভারতের লক্ষ্য ঘরের মাটিতে দ্বিতীয় বার বিশ্বকাপ জেতা। অজি প্রাক্তন তারকা বলেন, ‘আমি পর্যবেক্ষণ করেছি, ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটাররা অতীত নিয়ে ভাবে না। ওরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লেখে। ওদের দেখে মনে হয় অতীত নিয়ে মাথা ঘামানোর সময়ই নেই।’

গ্রুপ পর্বে ভারত ৯য়ে ৯ করলেও হাসি চান নকআউটে রোহিতরা কেমন পারফর্ম করেন, তা দেখার। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল। সে বার টিম ইন্ডিয়ার ভাগ্য সঙ্গ দেয়নি। সেমিফাইনালে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করেছিল মেন ইন ব্লু। এ বার তার পুনরাবৃত্তি হবে না তো? রোহিত অ্যান্ড কোং এবং ভারতের আপামর ভক্তরা মনে প্রাণে তেমনটা চাইবেন না।

 

Next Article