ম্যাঞ্চেস্টার : ইংলিশ ফুটবলের দুই সেরা ফুটবল ক্লাবের শহর। রোমাঞ্চকর ম্যাঞ্চেস্টার ডার্বি (Manchester Derby) দেখতে অভ্যস্ত ক্রীড়াপ্রেমীরা। ক্রিকেটেও এমন রোমাঞ্চকর ম্যাচ দেখার সুযোগ আসে মাঝে মাঝে। আরও একবার সেই সুযোগ। সাদা বলের ক্রিকেটে দুই সেরা দলের লড়াই। ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচ হয়েছে লন্ডনে। ওভালে ১০ উইকেটের বড় ব্যবধানে জেতে ভারত। লর্ডসে ১০০ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। দুই ম্যাচেই নায়ক বোলিং আক্রমণ। রোহিত শর্মা (Rohit Sharma) হোক বা জস বাটলার, দুই অধিনায়কের কাছে চিন্তার বিষয় ব্যাটিং। পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে। ২০১৪ থেকে ঘরের মাঠে ওডিআই সিরিজ হারেনি ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে বড় মাঠ। স্পিনারদের কাছে স্বস্তির। ভারতীয় দলে যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজার মতো দুই স্পিনার রয়েছে। চাহাল গত ম্যাচে ভাল বোলিং করেছেন। এই মাঠে তাঁর উপর বাড়তি প্রত্যাশা থাকবে। তবে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে একজনই। ফর্ম-হীন বিরাট কোহলি (Virat Kohli)।
লর্ডসে দ্বিতীয় ম্যাচের আগে নেটে বিধ্বংসী মেজাজে ছিলেন বিরাট কোহলি। কিন্তু ম্যাচে শুধুমাত্র বিজ্ঞাপনের মতো ছোট্ট একটা ইনিংস দেখা গিয়েছে। স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মেরে প্রত্যাশার পারদ বাড়িয়েছিলেন। শতরান না করলে বিরাট কোহলির ফর্ম নিয়ে সমালোচনা কমার নয়। নিদেন পক্ষে একটা ৫০ ঊর্ধ্ব ম্যাচ জেতানো ইনিংস হলেও সাময়িক স্বস্তি মিলতে পারে। ম্যাচে কবে ফর্মে ফিরবেন সেটা ভাবনার বিষয়। নেটে বিরাটের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই তিনি অফ ফর্মে রয়েছেন। ম্যাঞ্চেস্টারেও একই। নেটে নানা রকম শটে মাতালেন। স্টেপ আউট করে বড় শটও মারলেন। প্রশ্ন থেকেই গেল, নেটের পারফরম্যান্স ম্যাচেও দেখা যাবে কি?
#KingKohli ?? Hustle. Mode. On. ?
How many runs will #ViratKohli score in the final #ENGvIND ODI? ✨#SonySportsNetwork pic.twitter.com/87arePRbRH
— Sony Sports Network (@SonySportsNetwk) July 16, 2022
সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব। ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘ম্যাচ নিয়ে অতিরিক্ত ভাবছি না। টি ২০ সিরিজে আমরা জিতেছি। তৃতীয় একদিনের ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছি। মাঠ খুব সুন্দর। পিচও। মাঠে সেরা টুকুই দেওয়ার চেষ্টা করব।’ একদিনের সিরিজে প্রথম ম্যাচে ব্যাটিং আসেনি। দ্বিতীয় ম্যাচে রান পাননি সূর্য। টি ২০ সিরিজে শতরানের পর সূর্যর উপর প্রত্যাশা বেড়েছে। সেটাই স্বাভাবিক। আন্তর্জাতিক টি ২০-তে ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শতরানকারী সূর্য বলছেন, ‘ভালো কিছু করলে সকলে প্রশংসা করে। প্রেরণা পাই। শতরান করাটা অবশ্যই বিশেষ অনুভূতি। দলের জয়ের অবদান রাখতে পারাটাও খুশির বিষয়। উন্নতি করার দিকেই নজর থাকে। আর সাফল্যের পর প্রশংসা আরও ভাল করার প্রেরণা জোগায়।’ অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দেন সূর্য। দল মানসিকভাবে খুবই ভাল জায়গায় রয়েছে এমনটাই বলছেন, ‘দু-দলই ভাল খেলছে। মানসিকভাবে খুবই ভাল জায়গায়। টি ২০ সিরিজে দু দলই ভাল খেলেছে, আমরা তুলনামূলক বেশি ভাল খেলেছি, জিতেছিও। ওডিআই সিরিজের নির্ণায়ক ম্যাচেও দু দল মানসিকভাবে দারুণ জায়গায়। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’