আমেদাবাদ: জোড়া হারের যন্ত্রণা ভুলে, সবে টানা জয়ের স্বাদ উপভোগ করছে অস্ট্রেলিয়া (Australia)। এরই মাঝে বড় ধাক্কা অজি শিবিরে। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ইংল্যান্ডের মুখোমুখি হবেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। তার আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছন অজি তারকা মিচেল মার্শ (Mitchel Marsh)। গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwel) চোটের পর আরও এক তারকা অলরাউন্ডারের অনুপস্থিতি, স্বাভাবিক ভাবেই চাপ বাড়িয়েছে অস্ট্রেলিয়ার।কী কারণে হঠাৎ বিশ্বকাপের মাঝেই দেশে ফিরতে হল তাঁকে? কবে ফিরবেন মার্শ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
খোঁচা খাওয়া বাঘ যেমন হয়, বর্তমানে বিশ্বকাপে তেমনই পারফর্ম করছে অস্ট্রেলিয়া। শুরুটা ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে হলেও পরে দুর্দান্ত কামব্যাক করেছে ডেভিড ওয়ার্নাররা। শনিবার পঞ্চম জয়ের সন্ধানে ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। তার আগেই বড় ধাক্কা! বুধবার ব্য়ক্তিগত কারণে দেশে ফিরেছেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। কী কারণ, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে,গুরুত্বপূর্ণ কারণে বাড়ি ফিরতে হয়েছে মিচেল মার্শকে। কবে মার্শ আবার বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দেবে তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
মঙ্গলবার, গল্ফ খেলতে গিয়ে চোট পান অজি তারকা গ্লেন ম্যাক্লওয়েল। চোটের কারণে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেই তিনি। এ বার আরও এক অলরাউন্ডারকে হারিয়ে সত্যি চাপ বেড়েছে অস্ট্রেলিয়ার। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আগামী তিনটি ম্যাচই জিততে হবে তাদের। এমন পরিস্থিতিতে দলের দুই তারকা ক্রিকেটারের অভাব অস্বস্তিতে ফেলছে অজি শিবিরকে।