IPL, KKR: ভরসা রাখেনি KKR, পাকিস্তানের বিরুদ্ধে আগুন ঝরিয়ে অজি তারকা বললেন…
IPL 2025 Mega Auction: ২৪.৭৫ কোটি টাকা দিয়ে গত মরসুমে স্টার্ককে কিনে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তিনি যে দর পেয়েছিলেন, তার মতো আইপিএলে পারফর্ম করতে পারেননি। যে কারণে প্রবল সমালোচিতও হয়েছেন। এ বার তাঁকে আইপিএলের মেগা নিলামের আগে রিটেন করেনি কেকেআর।
কলকাতা: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ হতেই অনেকে খুঁজছিলেন একটা নাম। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে (Mitchell Starc) কি ধরে রাখল কেকেআর (KKR)? ২৪.৭৫ কোটি টাকা দিয়ে গত মরসুমে স্টার্ককে কিনে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তিনি যে দর পেয়েছিলেন, তার মতো আইপিএলে পারফর্ম করতে পারেননি। যে কারণে প্রবল সমালোচিতও হয়েছেন। এ বার তাঁকে আইপিএলের মেগা নিলামের আগে রিটেন করেনি কেকেআর। নাইট শিবির তাঁর উপর ভরসা রাখেনি ঠিকই, কিন্তু তিনি জাতীয় দলের জার্সিতে বল হাতে জ্বলে উঠলেন। একইসঙ্গে কেকেআর তাঁকে রিটেন করেনি বলে প্রথম প্রতিক্রিয়াও জানিয়েছেন।
এমসিজিতে চলছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রথম একদিনের ম্যাচ। সেখানে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। ৪৬.৪ ওভারে ২০৩ রান তুলে অল আউট হয় পাকিস্তান। মহম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মিচেল স্টার্ক ৩ ওভার বলে করে ৩টি মেডেন সহ ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাঁর তিন শিকার দুই ওপেনার আবদুল্লা (১২), সাইম আয়ুব (১) ও শাহিন আফ্রিদি (২৪)। স্টার্কের আগুন ঝরানো পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে।
এই খবরটিও পড়ুন
এর মাঝে আইপিএলে রিটেনশন পর্ব নিয়ে মুখ খুলেছেন মিচেল স্টার্ক। তাঁকে মেগা নিলামের আগে রিটেন করেনি শাহরুখ খানের দল। তাঁকে যে ধরে রাখা হচ্ছে না, এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এমনটাই বলেছেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অজি পেসার বলেছেন, ‘আমি এখনও ওদের পক্ষ থেকে(কেকেআর) কিছু জানতে পারিনি। এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আমি তো শুনেছিলান হায়দরাবাদের ছেলেরাও (প্যাট কামিন্স ও ট্রাভিস হেড) নিলামে উঠবে।’ স্টার্ককে কেকেআর রিটেন না করলেও দুই অস্ট্রেলিয়ান তারকাকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। অজি অধিনায়ক কামিন্সকে ১৮ কোটি এবং হেডকে ১৪ কোটিতে ধরে রেখেছে অরেঞ্জ আর্মি।