Moeen Ali : স্টোকসের শত ডাকেও আর ফিরবেন না, জানিয়ে দিলেন মইন

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 01, 2023 | 4:11 PM

সোমবার ওভালে অ্যাসেজের শেষ টেস্টের শেষদিনে বাইশ গজকে চিরতরে বিদায় জানালেন ইংল্যান্ডের দু'জন ক্রিকেটার। স্টুয়ার্ট ব্রড এবং মইন আলি।

Moeen Ali : স্টোকসের শত ডাকেও আর ফিরবেন না, জানিয়ে দিলেন মইন
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন : বেন স্টোকস এ বার হাজারো মেসেজ করলেও সেই ডাকে সাড়া দেবেন না তিনি। পারলে মেসেজ ডিলিট করে দেবেন। স্পষ্ট জানিয়ে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। ২০২১ সালে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এ বারের অ্যাসেজে (Ashes) জ্যাক লিচ চোট পাওয়ায় ফাঁপরে পড়েছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। যে কারণে মইনকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয় ইসিবির তরফে। ইংল্যান্ড ক্যাপ্টেনের অনুরোধে সাড়া দিয়ে টেস্ট অবসর ভেঙে অ্যাসেজে ফেরেন মইন (Moeen Ali)। চার ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও চেষ্টা করেছেন টিমকে টানার। রুদ্ধশ্বাস অ্যাসেজ সিরিজের শেষে মইন জানিয়ে দিলেন, শত ডাকেও আর টেস্ট ক্রিকেটে ফিরবেন না তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ব্রেন্ডন ম্যাকালাম ও বেন স্টোকস জুটির আমলে টেস্ট ক্রিকেটে ফেরাটা বেশ উপভোগ্য হয়ে রইল মইনের রাছে। পিছিয়ে থেকে ২-২ ড্রয়ে শেষ হওয়া ২০২৩ অ্যাসেজে নিজের ছাপ রেখে গেলেন স্পিন অলরাউন্ডার। স্পেশালিস্ট স্পিনারের অনুপস্থিতিতে বল হাতে বেশি অবদান রেখেছেন। পঞ্চম টেস্টে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মইন আলির কাছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলার প্রস্তাব রাখা হয়। যদিও মইন সাফ জানিয়ে দেন, লাল বলের ক্রিকেটে ফেরার আর কোনও বাসনা নেই তাঁর। বললেন, “একেবারেই না। এখানেই শেষ করতে চাই। স্টোকস আমাকে মেসেজ করলেও এ বার ডিলিট করে দেব।”

সোমবার অ্যাসেজ টেস্টের শেষদিনে দলীয় ২৯৪ রানে প্যাট কামিন্সকে ফিরিয়ে জয়ের প্রস্তুতি শুরু করেন মইন। এরপর টড মার্ফি এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ওভাল টেস্টে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন স্টুয়ার্ট ব্রড। ৪৯ রানে ইংল্যান্ড জেতায় সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। অ্যাসেজের জন্য জাতীয় টিম বিপাকে পড়ায় টেস্ট অবসর ভেঙে ফিরেছিলেন মইন। কিন্তু চার ম্যাচ পরই আবার অবসরে চলে গেলেন কেন তিনি? এই প্রশ্নে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে স্টোকস। অবশ্য ইংল্যান্ডের ক্যাপ্টেন এ নিয়ে কুলুপ এঁটেছেন মুখে।

Next Article