TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 01, 2022 | 8:30 AM
৪২ বছরে পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটর মহম্মদ কাইফ। টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয় ২০০০ সালে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। ছবি: টুইটার
৩৭ বছরের কাইফ ভারতের হয়ে ১৩ টি টেস্ট ও ১২৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। ২০০২-এ লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে তাঁর ম্যাচ জেতানো ৮৭ রানের ইনিংস ভারতীয় দলের সমর্থকদের মণিকোঠায় অম্লান হয়ে রয়েছে। ছবি: টুইটার
ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের ওই ইনিংস ছাড়াও ২০০২-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর শতরানের ইনিংস দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছিল। ছবি: টুইটার
২০০৩ সালের ১০ ই মার্চ, জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের একটি ম্যাচে চার চারটি ক্যাচ ধরে একটি বিশ্ব রেকর্ড গড়েন কাইফ। ছবি: টুইটার
তিনি আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ার ডেভিলস ও রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। ২০১৮ সালের জুলাই মাসে সব রকমের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ছবি: টুইটার