India vs Pakistan: রবিবার ভারত-পাকিস্তান, অস্ত্রে শান দিচ্ছেন রিজওয়ান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 24, 2022 | 8:30 AM

সিলেবাসের বাইরের প্রশ্ন হয়ে উঠতে পারেন মহম্মদ রিজওয়ান। আচরণের দিক থেকে যতটা বিনয়ী পারফরম্যান্সে ততটাই বিধ্বংসী।

India vs Pakistan: রবিবার ভারত-পাকিস্তান, অস্ত্রে শান দিচ্ছেন রিজওয়ান
Image Credit source: TWITTER

Follow Us

নয়াদিল্লি : অপেক্ষার প্রহর গুণছেন ভারত, পাকিস্তান দু’দেশের ক্রিকেট প্রেমীরাই। আর মাত্র হাতে গোনা দিন। রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ম্যাচে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাচের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য মুখিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেটার এবং সমর্থকদের কাছে রবিবারের ম্যাচ বদলার। টি ২০ ক্রিকেট হোক কিংবা ওয়ান ডে। বিশ্বকাপের ইতিহাসে লাগাতার জিতে আসছিল ভারত। ১৩ বারের চেষ্টায় বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। গত টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে হার ভারতের। ক্ষত এখনও অক্ষত ভারতীয় শিবিরে। বোর্ডে কম রান। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ওপেনিং জুটিই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে।

এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে কিছুটা অস্বস্তি জসপ্রীত বুমরা, হর্ষল প্যাটেলদের না থাকা। ব্যাটিংয়ে বিরাট কোহলির সাম্প্রতিক ফর্মও কিছুটা চিন্তার বিষয়। লম্বা ছুটি কাটিয়ে তরতাজা হয়েই নামবেন বিরাট কোহলি। টি ২০ বিশ্বকাপে ভারত হারলেও ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন বিরাট কোহলি। বড় মঞ্চের ক্রিকেটার এবারও হয়তো জ্বলে উঠবেন। সঙ্গে রোহিত শর্মা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ার মতো তারকারাও রয়েছেন। ভারতীয় দলের নতুন ক্রিকেটারদের মধ্যে নজর থাকবে সূর্যকুমার যাদব, দীপক হুডার দিকে।

 

জসপ্রীত বুমরা, হর্ষল প্যাটেলহীন পেস বোলিং লাইন আপে কিছুটা সমস্যা হতে পারে ভারতের। ভারতীয় বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন পাকিস্তানের দুই ওপেনার। বাবর আজমকে নিয়ে আলোচনার শেষ নেই। সিলেবাসের বাইরের প্রশ্ন হয়ে উঠতে পারেন মহম্মদ রিজওয়ান। আচরণের দিক থেকে যতটা বিনয়ী পারফরম্যান্সে ততটাই বিধ্বংসী। অথচ তাঁর খেলার ধরনে আগ্রাসন ধরা পড়ে না। ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তাঁর অনুশীলনের ছবি-ভিডিও প্রকাশ করা হয়েছে। চার-ছক্কার ক্লাস শট খেলতে দেখা যায় রিজওয়ানকে। শিরোনামের মতো বলা যায়, রবিবার ভারত-পাকিস্তান, ব্যাটিং অস্ত্রে শান দিচ্ছেন রিজওয়ান।

Next Article