AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: ভিডিয়ো: বাবরের দিকে ব্যাট ছুড়লেন রিজওয়ান, তারপর…

Watch Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, পাকিস্তানের ইনিংস ডিক্লেয়ারের পর মহম্মদ রিজওয়ান মাঠ ছেড়ে বেরোনোর সময় বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন বাবর আজম। তারপর হঠাৎ করেই বাবরের দিকে ব্যাট ছোড়েন রিজওয়ান।

Pakistan Cricket: ভিডিয়ো: বাবরের দিকে ব্যাট ছুড়লেন রিজওয়ান, তারপর...
ভিডিয়ো: বাবরের দিকে ব্যাট ছুড়লেন রিজওয়ান, তারপর...Image Credit: X
| Updated on: Aug 23, 2024 | 5:28 PM
Share

কলকাতা: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন পাক ক্যাপ্টেন শান মাসুদ। সেই সময় রিজওয়ান ছিলেন ১৭১ রানে। বাংলাদেশের বিরুদ্ধে শান মাসুদের নেওয়া সেই সিদ্ধান্ত মেনে রিজওয়ানের ভক্তদের হজম হয়নি। রাওয়ালপিন্ডি টেস্টের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে সচিন তেন্ডুলকরের অপরাজিত ১৯৪ রানের ইনিংসকে। ওই সময় ডাবল সেঞ্চুরি থেকে সচিন যখন ৬ রান দূরে, তখন ডিক্লেয়ার করে দেন রাহুল দ্রাবিড়। এ বার রিজওয়ান ডাবল সেঞ্চুরির কাছ থেক থেকে ফিরে যাওয়ায় অনেকেই তা নিয়ে আলোচনা করছেন। তার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিজওয়ানের (Mohammad Rizwan) আর এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে বাবর আজমের (Babar Azam) দিকে ব্যাট ছুড়ে দেন রিজওয়ান। তারপর কী হল?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, পাকিস্তানের ইনিংস ডিক্লেয়ারের পর মহম্মদ রিজওয়ান মাঠ ছেড়ে বেরোনোর সময় বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন বাবর আজম। সেই সময় রিজওয়ান প্রাক্তন পাক ক্যাপ্টেন বাবরের দিকে নিজের ব্যাট ছুড়ে দেন। এরপর তাঁদের হাসতে দেখা যায়। একটু পরেই আবার বাবরের হাত থেকে ব্যাট ফিরিয়ে নেন রিজওয়ান। এক্স হ্যান্ডেলে একজন ওই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, “ওটা বাবর আজমের ব্যাট। রিজওয়ানকে বলতে শুনেছি লিটন দাসকে ‘এই ব্যাট আমাকে বাবর দিয়েছে।'” অপর একজন লিখেছেন, ‘পাকিস্তান ইনিংস ডিক্লেয়ার করার রিজওয়ান অখুশি।’

রাওয়ালপিন্ডিতে চলতি টেস্টে বাংলাদেশের সামনে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। নেপথ্যে পাক উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের ১৭১ রানের অপরাজিত ইনিংস এবং সহ-অধিনায়ক সাউদ শাকিলের ১৪১ রানের ইনিংস।