কলকাতা : লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন। তার মাঝেই পড়েছে ঈদ উল আধা (Eid Ul Adha 2023)। দিনটি সেখানেই পালন করলেন ভারতীয় দলের পেসার মহম্মদ সামি। ঈদের দিন ট্র্যাডিশনাল পোশাকে ধরা দিয়েছেন সামি। একাধিক ছবি পোস্ট করেছেন। তাতে বোঝা যাচ্ছে উৎসবের দিন তিনি একা নন। কাছের মানুষরা সঙ্গে রয়েছেন। অনুরাগীদের দিনটির শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সামি (Mohammed Shami) লেখেন, “নিজের জন্য প্রার্থনা করতে স্বার্থপর হবেন না। অন্যদের জন্যও প্রার্থনা করুন। এতে আপনি নিজের প্রার্থনার জবাব পেতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং খুশি কামনা করি। ভালোবাসা এবং একতার সঙ্গে ঈদ পালন করুন। হ্যাপি ঈদ উল আধা।” বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বর্তমানে লন্ডনে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন মহম্মদ সামি। লন্ডনে বেড়ানোর একঝাঁক ছবি পোস্ট করছেন। সামিকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট বা ওডিআই সফরে তাঁর নাম না থাকায় চোখ কপালে উঠেছিল ক্রিকেট জগতের। তবে জানা গিয়েছে, সামি নিজেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তাঁকে বিশ্রাম দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই খবর প্রকাশ্যে আসার পর সুনীল গাভাসকর থেকে ওয়াসিম জাফররা প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের মতে, সামি যত খেলবেন তত উন্নতি করবেন। আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ও তারপর ওডিআই বিশ্বকাপের দামামা বেজে যাবে। টানা দুটো বড় টুর্নামেন্টে ঝাঁপানোর আগে নিজেকে ঝরঝরে করে রাখতে চাইছেন।
Do not be selfish in prayer by praying for yourself. Pray for others too and stand a better chance of having your prayers answered.
May Allah bless you with good health, wealth, and happiness. Let’s celebrate the festival of Eid Ul Adha with love, compassion, and unity. Happy Eid… pic.twitter.com/gnYAoZKhSs— ???????? ????? (@MdShami11) June 29, 2023
ঘরের মাঠে বিশ্বকাপে আয়োজক দেশ ভারতের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করছে পেস অ্যাটাকের উপর। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা আসন্ন ওডিআই বিশ্বকাপে বড় ভূমিকা নেবেন। বিশ্বকাপে দায়িত্ব অনেক। যে কারণে সামির ছুটি চাওয়ার প্রস্তাবে না করেননি কোচ রাহুল দ্রাবিড় বা ক্যাপ্টেন রোহিত শর্মা।