Mukesh Kumar: ক্যারিবিয়ান সফরে সামির জায়গায় কি নামতে তৈরি মুকেশ কুমার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 03, 2023 | 6:05 PM

IND vs WI: আসন্ন ক্যারিবিয়ান সফরে নেই মহম্মদ সামি। ফলে এ বার কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ডেবিউ হতে পারে মুকেশের?

Mukesh Kumar: ক্যারিবিয়ান সফরে সামির জায়গায় কি নামতে তৈরি মুকেশ কুমার?
ক্যারিবিয়ান সফরে সামির জায়গায় কি নামতে তৈরি মুকেশ কুমার?

Follow Us

নয়াদিল্লি: এতদিন জাতীয় দলে ডাক পাওয়ার স্বপ্ন দেখতেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। এখন তাঁর সেই স্বপ্নপূরণ হয়েছে। এ বার টিম ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি। ক্যারিবিয়ান সফরে (India Tour of West Indies) টেস্ট ও ওডিআই টিমে মুকেশ কুমার ডাক পাওয়ার পর থেকে তাঁর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ক্রিকেট মহলে অনেকেই বলছেন, এ বার দেশের হয়ে মুকেশের টেস্ট ক্রিকেটে খেলার স্বপ্নপূরণ হওয়ার পালা। ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মহম্মদ সামি। তা হলে কি তাঁর জায়গায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেখা যাবে মুকেশ কুমারকে। জাতীয় দলে টেস্ট টিমে ডাক পাওয়ার পর এক সাক্ষাৎকারে মুকেশ জানিয়েছেন তিনি সুযোগ পেলে তা কাজে লাগানোর জন্য তৈরি। মহম্মদ সামি (Mohammed Shami), ইশান্ত শর্মার (Ishant Sharma) মতো সিনিয়র ক্রিকেটারদের থেকে তিনি যে টিপস পেয়েছেন সেগুলো এই ক্যারিবিয়ান সফরে কাজে লাগাতে চান মুকেশ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এই প্রথম বার ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেও, এর আগে মুকেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে এবং জুন মাসে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন। মুকেশ জানান, এই সফরগুলোতে সুযোগ পাওয়ায় তিনি নিজেকে অনেক উন্নত করেছেন। নেটে এবং মাঠে খুব কাছ থেকে সিনিয়র ক্রিকেটারদের দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। মুকেশ বলেন, ‘WTC ফাইনালের সময় অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মাদের মতো ভারতের সেরা ব্যাটারদের বোলিং করতে পেরেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। আমার কেরিয়ারে অনেক উত্থান-পতন হয়েছে। আমি এখন যে জায়গায় আছি, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন যে সুযোগ পেয়েছি তাই সেটা হাতছাড়া করতে চাই না। নিজের ১০০ শতাংশ দিতে চাই।’

বিশ্ব টেস্ট ফাইনালে স্ট্যান্ডবাই থাকার ফলে মহম্মদ সামির মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে টিপস নেওয়ার সুযোগ পেয়েছিলেন মুকেশ। তাঁর কথায়, ‘আমি সুযোগ পেলেই সামি ভাইয়ের সঙ্গে কথা বলি। ওর মতো অভিজ্ঞ পেসারের কাছ থেকে কিছু শিখতে পারাটাই বিরাট ব্যাপার। ও সব সময় আমাকে একটাই কথা বলেছে, যেমন বল করি, তেমনই যেন করি। আমাকে ছোট ভাইয়ের মতো মনে করে অনেক কিছু শিখিয়েছে সামি ভাইয়া।’

আসন্ন ক্যারিবিয়ান সফরে নেই মহম্মদ সামি। ফলে এ বার কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ডেবিউ হতে পারে মুকেশের? এই নিয়ে প্রশ্ন করা হলে, মুকেশ বলেন, ‘আমি তৈরি। এতদিন যা কিছু শিখেছি, তা ওয়েস্ট ইন্ডিজে কাজে লাগানোর চেষ্টা করব। টেস্ট ক্রিকেটে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যে কোনও ক্রিকেটারের কাছে একটা বিরাট ব্যাপার। আমি খুব ভাগ্যবান যে আমি ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছি।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন মুকেশ কুমার। সেখানে ইশান্ত শর্মার থেকে অনেক কিছু শিখেছেন মুকেশ। বোলিংয়ে কোন জায়গায় উন্নতি করা দরকার, তা খুব সহজ ভাবে মুকেশকে বুঝিয়েছিলেন ইশান্ত। সামি-ইশান্তরা বড় দাদার মতো হাতে ধরে মুকেশকে অনেক কিছু শিখিয়েছেন বলে জানান মুকেশ। বাংলার পেসার তাই মনে করেন, ক্যারিবিয়ান সফরে সামি-ইশান্তের দেওয়া টিপস কাজে লাগাতে পারবেন তিনি।

Next Article