কলকাতা: কয়েক ঘণ্টা পর ঘোষণা হবে আইপিএলের সূচি। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রথম ১৫ দিনের ম্যাচের বিন্যাস ঘোষণা করা হতে পারে, এমনই বলা হচ্ছে। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ঠিক এক মাস আগেই খারাপ খবর গুজরাট টাইটান্সের জন্য। যে পেসার গত দু’বছর টিমকে টেনেছেন, খেতাব দিয়েছেন, ফাইনালে তুলেছেন দু’বার, সেই মহম্মদ সামিকে এ বারের আইপিএলে পাচ্ছে না গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়া ছেড়ে যাওয়ার পর নেতৃত্বের দায়ভার এখন শুভমন গিলের কাঁধে। তরুণ নেতা আইপিএলে নামার আগেই চাপে পড়ে গেলেন। সামির মতো অভিজ্ঞ পেসারের না থাকা মানে টিম ব্যাকফুটে থাকবে শুরু থেকেই। শুধু কি তাই, টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না বাংলার পেসার। রোহিত শর্মার ভারতীয় টিমের কাছেও যা বড় ধাক্কা হতে চলেছে। কেন ছিটকে গেলেন সামি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন। শুরুর দিকে টিমে সুযোগ না পেলেও একাদশে জায়গা পেয়েই নিজেকে সাফল্যের শিখরে রেখেছিলেন। সেই সময়ই তিনি চোটের কবলে পড়েছিলেন। যে কারণে ইঞ্জেকশন নিয়ে খেলতে হত। তারই প্রভাবে দক্ষিণ আফ্রিকা সফর ও ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এ বার আইপিএলেও খেলতে পারছেন না। বাঁ পায়ের পাতায় চোট পেয়েছেন। যা সারাতে লন্ডন উড়ে গিয়েছিলেন কয়েক সপ্তাহ আগেই। তাতেও কিছু হল না। অস্ত্রোপচার করাতেই হবে সামিকে। লন্ডনেই আপাতত থাকছেন। সেখানেই অপারেশন হবে তাঁর।
পিটিআই-কে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘জানুয়ারির মাসের শেষ সপ্তাহ থেকে লন্ডনেই রয়েছে সামি। ওকে অ্যাঙ্কলে বিশেষ ইঞ্জেকশনও দেওয়া হচ্ছিল। কিছু দিন পরে বোর্ড জানতে পেরেছে, হালকা দৌড় শুরু করতে পারবে সামি। কিন্তু ওই ইঞ্জেকশন কাজ করেনি। এখন অপারেশন ছাড়া আর কোনও রাস্তা নেই। লন্ডন ফিরে এসেছিল। আবার লন্ডনে যেতে হচ্ছে ওকে। আইপিএলে খেলার কোনও সম্ভাবনা নেই।’
সামির এই চোট কিন্তু এনসিএকে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। দু’মাস বিশ্রাম নেওয়া সত্ত্বেও চোট সারেনি। এ বার সামিকে ফিট করতে অস্ত্রোপচার ছাড়া আর কোনও রাস্তা নেই। কবে মাঠে ফিরতে পারবেন তিনি? সেই প্রশ্নের উত্তর কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না। আইপিএলে নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপ? তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।