Sachin Tendulkar Watch: আমি কি একটু খেলতে পারি? কাশ্মীরে গ্রিপ দিয়ে ব্যাটিং সচিন তেন্ডুলকরের

Feb 22, 2024 | 4:06 PM

Sachin Tendulkar in Kashmir: বেশ কিছুদিন ধরেই স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন সচিন তেন্ডুলকর। কিছুদিন আগে আগ্রায় গিয়েছিলেন। তাজমহলের সামনে স্ত্রী অঞ্জলির সামনে ছবিও তুলেছেন। তেমনই কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামায় একটি ব্যাট প্রস্তুতকারক সংস্থায় গিয়েছিলেন সচিন। সেখানে ব্যাট পরীক্ষা করে দেখেন। সেখানকার কর্মীদের সঙ্গে ছবিও তোলেন। সঙ্গে ছিলেন স্ত্রী-কন্যাও। এ বার স্থানীয়দের ক্রিকেট খেলতে দেখে আর থাকতে পারলেন না মাস্টার ব্লাস্টার।

Sachin Tendulkar Watch: আমি কি একটু খেলতে পারি? কাশ্মীরে গ্রিপ দিয়ে ব্যাটিং সচিন তেন্ডুলকরের
Image Credit source: PTI

Follow Us

সচিন তেন্ডুলকর এবং ক্রিকেট। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে তা সমার্থক। বিশ্ব ক্রিকেটেও তাই। পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘ দিন। তবে ক্রিকেট কি আর ছাড়া সম্ভব? এখন বাড়িতে সুযোগ পেলেই ব্যাট নিয়ে শ্যাডো করেন, কখনও টেনিস ক্রিকেট খেলেন। বাড়ির সামনে গলিতে ক্রিকেট খেলা দেখলে নিজেও নেমে পড়েন। সচিনের জীবনের বড় অংশ জুড়েই যে ক্রিকেট! এ বার কাশ্মীরের রাস্তায় স্থানীয়দের খেলতে দেখে গাড়ি থেকে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেশ কিছুদিন ধরেই স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন সচিন তেন্ডুলকর। কিছুদিন আগে আগ্রায় গিয়েছিলেন। তাজমহলের সামনে স্ত্রী অঞ্জলির সামনে ছবিও তুলেছেন। তেমনই কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামায় একটি ব্যাট প্রস্তুতকারক সংস্থায় গিয়েছিলেন সচিন। সেখানে ব্যাট পরীক্ষা করে দেখেন। সেখানকার কর্মীদের সঙ্গে ছবিও তোলেন। সঙ্গে ছিলেন স্ত্রী-কন্যাও। এ বার স্থানীয়দের ক্রিকেট খেলতে দেখে আর থাকতে পারলেন না মাস্টার ব্লাস্টার।

স্থানীয়দের খেলতে দেখে সচিন অনুরোধ করেন, আমি কি একটু খেলতে পারি? সচিনকে কেউ মানা করবেন না এমনটাই স্বাভাবিক। সকলেই উচ্ছ্বাসে ভাসতে থাকেন। স্বয়ং ক্রিকেটের ভগবান তাঁদের সঙ্গে ক্রিকেট খেলবেন! তবে সোজা ব্যাটে নয়, টেনিস বলে সচিন ব্যাটিং করলেন ব্যাটের হ্যান্ডেল দিয়ে। স্বর্গীয় সুখের অনুভূতি তাঁর ব্যাটিংয়ে। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিয়ো পোস্ট করেছেন সচিন।

কাশ্মীরকে এমনিতেই স্বর্গ বলা হয়ে থাকে। প্রকৃতির এমন সুন্দর রূপ। তাঁর সামনে ক্রিকেট খেলছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এর চেয়ে আর দুর্দান্ত দৃশ্য কী হতে পারে?

Next Article