Mohammed Shami-Hasin Jahan: ভারতকে শুভেচ্ছা, সামিকে কেন? প্রাক্তন স্ত্রীর বিতর্কিত মন্তব্যে ঝড়!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2023 | 5:24 PM

ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলেছেন তারকা পেসার মহম্মদ সামি। তাতে নিয়ে নিয়েছেন ১৬টি উইকেট। যার মধ্যে রয়েছে ২টি ফাইফার। এ বারের বিশ্বকাপে সামির প্রথম ফাইফার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায়। আর তারপর ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে মহম্মদ সামি নেন দ্বিতীয় বার ৫ উইকেট।

Mohammed Shami-Hasin Jahan: ভারতকে শুভেচ্ছা, সামিকে কেন? প্রাক্তন স্ত্রীর বিতর্কিত মন্তব্যে ঝড়!
Mohammed Shami-Hasin Jahan: ভারতকে শুভেচ্ছা, সামিকে কেন? প্রাক্তন স্ত্রীর বিতর্কিত মন্তব্যে ঝড়!

Follow Us

নয়াদিল্লি: সাবাশ সামি… ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখন এ কথাই বলছেন। কারণ, চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। অবশ্য তাঁর প্রাক্তন স্ত্রীর গলায় উল্টো সুর। ভারতে চলতি ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup) টিম ইন্ডিয়ার হয়ে প্রথম তিন ম্যাচ একাদশে সুযোগ পাননি সামি। এরপর ৪টি ম্যাচে অবশ্য খেলানো হয় সামিকে। আর এই ৪ ম্যাচে সামি দেখিয়েছেন একের পর এক চমক। তাঁর আগুনে বোলিং দেখে মুগ্ধ দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু তাঁর সাফল্য নিয়ে কোনও কিছু বলতে নারাজ মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হাসিনকে প্রশ্ন করা হয় চলতি বিশ্বকাপে মহম্মদ সামি ও ভারতীয় দলের সাফল্য নিয়ে। হাসিন ওই প্রশ্নের উত্তরে জানান, তিনি ক্রিকেট এবং ক্রিকেটারদের ভক্ত নন। অবশ্য তারপর হাসিনকে জিজ্ঞাসা করা হয়, তিনি সামির খেলায় তিনি কতটা খুশি। উত্তরে হাসিন বলেন, ‘যাই হোক, ও ভালো খেলছেয ভালো খেললে দলে টিকে থাকবে। আর ভালো আয় করলে তবেই আমাদের ভবিষ্যতও সুরক্ষিত হবে।’

এখানেই শেষ নয়, হাসিনকে প্রশ্ন করা হয় বিশ্বকাপের জন্য তিনি সামি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানাবেন কিনা? তাতে হাসিন জানান, ভারতীয় দলকে তিনি শুভেচ্ছা জানালেও সামিকে শুভেচ্ছা জানাবেন না।


হাসিনের এই মন্তব্যে বিরাট শোরগোল পড়েছে। অনেকই দাবি তুলেছেন, এদিকে ভবিষ্যত সুরক্ষিত করার কথা ভাবছেন, অথচ শুভেচ্ছা জানাতে যত সমস্যা। উল্লেখ্য, ভারতের তারকা বোলার সামির বিরুদ্ধে ২০১৮ সালে বধূ নির্যাতন থেকে শুরু করে আরও একাধিক অভিযোগে মামলা করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তাতে প্রতি মাসে খোরপোশ বাবদ মহম্মদ সামির থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পান হাসিন জাহান।

Next Article