নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আজ, ২৭ জুলাই থেকে ভারতের ওডিআই (ODI) সিরিজ শুরু হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ান ডে সিরিজের স্কোয়াডে ছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। টেস্ট সিরিজে তিনি ভালো পারফর্ম করেছিলেন। দ্বিতীয় টেস্টে ফাইফার নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন সিরাজ। ফলে ওডিআই সিরিজে তাঁর দিকে সকলের বিশেষ নজর ছিল। কিন্তু এ বার তাঁকেই ওডিআই সিরিজ শুরুর দিন দেশে পাঠিয়ে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের যে টিম ছিল সেখানে থাকা রবিচন্দ্রন অশ্বি, অজিঙ্ক রাহানে, কোনা শ্রীকর ভরত ও নভদীপ সাইনির সঙ্গে দেশে ফিরেছেন মহম্মদ সিরাজ। তাঁর অনুপস্থিতিতে এ বার শার্দূল ঠাকুর, উমরান মালিক, জয়দেব উনাদকাট ও মুকেশ কুমারদের কাছে সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার। এর আগে জানা গিয়েছিল, ওয়ার্কলোড ম্যানেজের জন্য সিরাজকে দেশে পাঠানো হয়েছে। কিন্তু বিসিসিআই এক বিবৃতিতে তাঁকে দেশে পাঠানোর আসল কারণ জানিয়েছে।
UPDATE – Mohd. Siraj has been released from Team India’s ODI squad ahead of the three-match series against the West Indies.
The right-arm pacer complained of a sore ankle and as a precautionary measure has been advised rest by the BCCI medical team.
More details here… pic.twitter.com/Fj7V6jIxOk
— BCCI (@BCCI) July 27, 2023
আসলে, ওডিআই বিশ্বকাপের আগে ভারতের হাতে আর ১২টি ওডিআই ম্যাচ রয়েছে। আইসিসির মেগা ইভেন্টের জন্য আর তিন মাস হাতে সময় রয়েছে। এই পরিস্থিতিতে সিরাজের মতো বোলারকে হাতছাড়া করতে হলে টিমকে আরও বেশি ভুগতে হবে। তাই তাঁকে নিয়ে কোনও আপস করছে না বিসিসিআই।