Mohammed Siraj: ক্যারিবিয়ান সফরের মাঝপথে হঠাৎ কেন দেশে ফেরত পাঠানো হল মহম্মদ সিরাজকে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 27, 2023 | 2:00 PM

India vs West Indies: টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ ভালো পারফর্ম করেছিলেন। দ্বিতীয় টেস্টে ফাইফার নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন সিরাজ। ফলে ওডিআই সিরিজে তাঁর দিকে সকলের বিশেষ নজর ছিল। কিন্তু এ বার তাঁকেই ওডিআই সিরিজ শুরুর দিন দেশে পাঠিয়ে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেন?

Mohammed Siraj: ক্যারিবিয়ান সফরের মাঝপথে হঠাৎ কেন দেশে ফেরত পাঠানো হল মহম্মদ সিরাজকে?
Mohammed Siraj: ক্যারিবিয়ান সফরের মাঝপথে হঠাৎ কেন দেশে ফেরত পাঠানো হল মহম্মদ সিরাজকে?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আজ, ২৭ জুলাই থেকে ভারতের ওডিআই (ODI) সিরিজ শুরু হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ান ডে সিরিজের স্কোয়াডে ছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। টেস্ট সিরিজে তিনি ভালো পারফর্ম করেছিলেন। দ্বিতীয় টেস্টে ফাইফার নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন সিরাজ। ফলে ওডিআই সিরিজে তাঁর দিকে সকলের বিশেষ নজর ছিল। কিন্তু এ বার তাঁকেই ওডিআই সিরিজ শুরুর দিন দেশে পাঠিয়ে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের যে টিম ছিল সেখানে থাকা রবিচন্দ্রন অশ্বি, অজিঙ্ক রাহানে, কোনা শ্রীকর ভরত ও নভদীপ সাইনির সঙ্গে দেশে ফিরেছেন মহম্মদ সিরাজ। তাঁর অনুপস্থিতিতে এ বার শার্দূল ঠাকুর, উমরান মালিক, জয়দেব উনাদকাট ও মুকেশ কুমারদের কাছে সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার। এর আগে জানা গিয়েছিল, ওয়ার্কলোড ম্যানেজের জন্য সিরাজকে দেশে পাঠানো হয়েছে। কিন্তু বিসিসিআই এক বিবৃতিতে তাঁকে দেশে পাঠানোর আসল কারণ জানিয়েছে।

বিসিসিআই ওই বিবৃতিতে জানিয়েছে —

  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য মহম্মদ সিরাজকে ভারতীয় টিমের ওডিআই স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হল।
  • ডান-হাতি পেসার মহম্মদ সিরাজের পায়ের পাতায় চোট রয়েছে। তাই বিসিসিআই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রাম দিচ্ছে।
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ওডিআই সিরিজের জন্য কোনও বদলি ঘোষণা করা হচ্ছে না।

আসলে, ওডিআই বিশ্বকাপের আগে ভারতের হাতে আর ১২টি ওডিআই ম্যাচ রয়েছে। আইসিসির মেগা ইভেন্টের জন্য আর তিন মাস হাতে সময় রয়েছে। এই পরিস্থিতিতে সিরাজের মতো বোলারকে হাতছাড়া করতে হলে টিমকে আরও বেশি ভুগতে হবে। তাই তাঁকে নিয়ে কোনও আপস করছে না বিসিসিআই।

Next Article