IND VS ENG : দল বিপাকে, সিরাজ মেজাজে

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 26, 2021 | 12:12 PM

 ভারতীয় ইনিংসের ভরাডুবি তখন হয়ে গিয়েছে।  মাত্র ৭৮ রানেই গুটিয়ে গিয়েছে বিরাটের দলের ব্যাটিং। হেডিংলে জুড়ে তখন চাপ বাড়ছে ভারতীয় দলের উপর।

IND VS ENG : দল বিপাকে, সিরাজ মেজাজে
দর্শকদের চুপ করালেন সিরাজ

Follow Us

হেডিংলেঃ একের পর এক বিপর্যয়। বুধবার হেডিংলেতে ভারতীয় ব্যাটিংয়ের বিপর্যয়। ভারতীয় ক্রিকেটের লজ্জা। দলের যখন ভরাডুবি, তখন সিরাজ কিন্তু মেজাজেই। বল হাতে যেই মেজাজ দেখা যায়, হেডিংলেতে ইংরেজ দর্শকদের সঙ্গেও সেই মেজাজেই দেখা দিলেন সিরাজ। ঠিক কি হয়েছিল বুধবার?

ভারতীয় ইনিংসের ভরাডুবি তখন হয়ে গিয়েছে।  মাত্র ৭৮ রানেই গুটিয়ে গিয়েছে বিরাটের দলের ব্যাটিং। হেডিংলে জুড়ে তখন চাপ বাড়ছে ভারতীয় দলের উপর। শুধু ২২ গজেই নয়। গ্যালারি থেকেও ইংল্যান্ড সমর্থকদের একের পর এক বিদ্রুপ উড়ে আসছে ভারতীয় দলের উদ্দেশ্যে। তার উপর ভারতীয় বোলারদের কোনঠাসা করে ইংল্যান্ডের ওপেনাররা রীতিমত দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতিতে ইংরেজ দর্শকদের বিদ্রুপের মাত্র যখন ক্রমশ বাড়ছে, তখনই গ্যালারিকে চুপ করানোর দায়িত্ব নিলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের সোক্র তখন বিনা উইকেটে ১০৬ রান, তখন ইংরেজ সমর্থকদের বিদ্রুপ পৌঁছায় সপ্তমে।

বাউন্ডারির সামনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সিরাজ এবার এগিয়ে গেলেন গ্যালারির দিকে। বাঁহাতের তর্জনী দেখালেন আর সঙ্গে ডানহাতের আঙুল দিয়ে দেখালেন শূন্য। অর্থাৎ সিরাজ বিঝুয়ে দিলেন, তোমরা যতই বিদ্রুপ কর, এখনও তোমরা ১-০ ফলেই পিছিয়ে রয়েছ। সিরাজের এই ইঙ্গিতের পর কিছুটা চুপ হন ইংরেজ সমর্থকরা।

হেডিংলের প্রথম দিন যেমন ভারতীয় ব্যাটসম্যানরাও চূড়ান্ত ব্যর্থ, তেমনি বোলাররা কোনও প্রভাব এখন তৈরি করতে পারেননি ইংল্যান্ডের ওপেনারদের উপরে। দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর বিনা উইকেটে ১২০। সিরাজ ৭ ওভার বল করে ২৬ রান হজম করেছেন। তবে উইকেট এখনও ঝুলিতে না এলেও যে নিজের আগ্রাসী মনোভাব একবিন্দুও কমাচ্ছেন না, তা প্রথমদিনই বুঝিয়ে দিলেন সিরাজ।

Next Article