লন্ডন: পিছিয়ে পড়া অবস্থা থেকে বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নেমেছিল ভারত। টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেডের প্রথম লক্ষ্য ছিল দিনের শুরুতেই স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের মধ্যে রিকর্ড পার্টনারশিপ ভেঙে ফেলা। কিন্তু দিনের প্রথম ওভার থেকেই চালিয়ে খেলতে থাকেন স্টিভ স্মিথ। বুধবার ৯৫ রানের অপরাজিত ছিলেন স্মিথ। মাঠে নেমেই সেঞ্চুরি পূর্ণ করার তাগিদ ছিল তাঁর। প্রথম ওভারেই মহম্মদ সিরাজ তাঁর কেরিয়ারের ৩১তম সেঞ্চুরি পূরণ করে নেন। ট্রাভিস হেডও ১৫০ রানের গণ্ডি পার করে যান। সিরাজ ও সামি জুটি মিলে অস্ট্রেলিয়ান জুটি ভাঙার প্রবল প্রচেষ্টা চালাচ্ছিলেন। তখনই স্টিভ স্মিথ একটি কাণ্ড করে বসেন। স্মিথের কাজে হতাশা চেপে রাখতে পারলেন না মোটেও। রাগের বশে অজি ব্যাটারের দিকে বল ছুঁড়ে মারলেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রথম বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম তিন বলে স্মিথ দুটি বাউন্ডারি হাঁকান। সিরাজ ওভারের চতুর্থ বল করছিলেন। রান আপ প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন, তখনই স্ট্রাইকে থাকা স্টিভ স্মিথ স্টাম্পস ছেড়ে হঠাৎই পাশে সরে যান। তাঁকে দেখা যায় স্পাই ক্যামেরার দিকে বারবার হাত দেখাচ্ছেন। বোঝানোর চেষ্টা করছিলেন যে স্পাই ক্যামের পজিশন তাঁকে বিব্রত করছে। স্মিথ যতই বোঝানোর চেষ্টা করুন তা সিরাজ মোটেও এই সাফাই কানে তুললেন না। রেগে মেগে বল স্টাম্পের দিকে জোরে ছুঁড়ে মারেন। সিরাজকে রাগ প্রকাশ করতে দেখে স্মিথকে অসহায় মনে হচ্ছিল।
সিরাজ এদিন তিনটি উইকেট নিয়েছেন। তাঁর দিনের বড় সাফল্য ট্রাভিস হেডের উইকেট। ১৬৩ রানে অজি ব্যাটারকে ফেরান সিরাজ। এরপর অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ-র উইকেট গিয়েছে তাঁর ঝুলিতে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া শেষ করেছে ৪৬৯ রানে। স্মিথের অবদান ২৬৮ বলে ১২১ রান।